হঠাৎ দু'চোখ নোনা জ্বলে ভরে উঠছে ..................।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪৩:২৮ দুপুর
বিষণ্ণ জীবন বিপন্ন মানবতা.......... হৃদয় চৌচির করা হাহাকার বাংলাদেশের চতুর্দিকে............
হঠাৎ দু'চোখ নোনা জ্বলে ভরে উঠছে মনের অজান্তেই...........
কেন যে মানুষের দুঃখ কষ্ট গুলো, মজলুমদের পরিবার পরিজনের গোম্রে কান্দা অসহায় চেহারা গুলো কেবল চোখের সামনে ভেসে উঠে।
বিনা অপরাধে এত নির্যাতন, এত জুলুম,এত এত নিষ্ঠুরতা মানুষ হিসাবে কিভাবে চেয়ে চেয়ে দেখি??
অপর দিখে হায়েনাদের অযৌক্তিক ক্রুধ, হিংসা, বিদ্বেষ মিশ্রিত ক্রূর হাসি দেখে দেখে তাদের প্রতি মনটা ঘৃণায় ভরে উঠছে..............
কত কিছু গঠছে চতুপাশ্বে কিছু বলা যাচ্ছে না, আবার সওয়া ও যাচ্ছে না। কত অসহায় যে হয়ে গেছে বাংলাদেশের জনগণ আহা............
কেবলই এক নিষ্ঠুর হায়েনার জন্য।।
জাতি কি তাহলে আর মুক্তি পাবে না?? এইসব অন্যায়, অবিচার, আর নিষ্ঠুরতা হতে??
এক অসহায় ছেলে তার বৃদ্ধ অসুস্থ মাকে দেখে পরিবার সহ বাড়ী ফিরছিলেন।
রাস্তায় যানজটের কারনে কুমিল্লা হতে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তায় ধান্ধায় নামা পুলিশ লীগ তাদের বহন কৃত গাড়ী চেক করে কয়েকটি ইসলামী বই পায়।
অতএব তিনি হয়ে গেলেন অপরাধী ।
তারপর তিনদিনের রিমান্ড মঞ্জুর। বর্তমানে রিমান্ড চলছে।
বিনা অপরাধী ভাইটি এবং তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।
জানিনা তথ্য আইনে এই টুকু লিখা অপরাধ হইল কিনা?? আশা করি মার্জনা করিবেন।। বিষণ্ণ জীবন বিপন্ন মানবতা.......... হৃদয় চৌচির করা হাহাকার বাংলাদেশের চতুর্দিকে............
হঠাৎ দু'চোখ নোনা জ্বলে ভরে উঠছে মনের অজান্তেই...........
কেন যে মানুষের দুঃখ কষ্ট গুলো, মজলুমদের পরিবার পরিজনের গোম্রে কান্দা অসহায় চেহারা গুলো কেবল চোখের সামনে ভেসে উঠে।
বিনা অপরাধে এত নির্যাতন, এত জুলুম,এত এত নিষ্ঠুরতা মানুষ হিসাবে কিভাবে চেয়ে চেয়ে দেখি??
অপর দিখে হায়েনাদের অযৌক্তিক ক্রুধ, হিংসা, বিদ্বেষ মিশ্রিত ক্রূর হাসি দেখে দেখে তাদের প্রতি মনটা ঘৃণায় ভরে উঠছে..............
কত কিছু গঠছে চতুপাশ্বে কিছু বলা যাচ্ছে না, আবার সওয়া ও যাচ্ছে না। কত অসহায় যে হয়ে গেছে বাংলাদেশের জনগণ আহা............
কেবলই এক নিষ্ঠুর হায়েনার জন্য।।
জাতি কি তাহলে আর মুক্তি পাবে না?? এইসব অন্যায়, অবিচার, আর নিষ্ঠুরতা হতে??
এক অসহায় ছেলে তার বৃদ্ধ অসুস্থ মাকে দেখে পরিবার সহ বাড়ী ফিরছিলেন।
রাস্তায় যানজটের কারনে কুমিল্লা হতে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তায় ধান্ধায় নামা পুলিশ লীগ তাদের বহন কৃত গাড়ী চেক করে কয়েকটি ইসলামী বই পায়।
অতএব তিনি হয়ে গেলেন অপরাধী ।
তারপর তিনদিনের রিমান্ড মঞ্জুর। বর্তমানে রিমান্ড চলছে।
বিনা অপরাধী ভাইটি এবং তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।
জানিনা তথ্য আইনে এই টুকু লিখা অপরাধ হইল কিনা?? আশা করি মার্জনা করিবেন।।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন