টেনশানে আছি............
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ আগস্ট, ২০১৪, ০৬:০৯:৩৩ সকাল
কয়দিন যাবত খুবই পেরেশানিতে আছি.........
দুনিয়াবী কিছু পাওয়া না পাওয়া নিয়ে হতাশা ও টেনশানে আছি।
সেলফ ক্রিটিক তাই এখন খুবই সক্রিয়......
সে আমাকে বোধ দেয়, প্রবোধ দেয়,মাঝে মাঝে একদম মাটির সাথে মিশিয়ে দেয়,আব্র মাঝে মাঝে আসমানে ও উঠিয়ে দেয়, কিন্তু ভারসাম্য ও প্রশান্তি দেয় না , সে কেমনে দিবে?
সে যদি দিতে পারত তাহলে তো আত্মপূজারীই হযে পড়তাম তাই না?
ভাবতেছি ঘুম কমে গেছে,টেনশান বেড়ে গেছে,সাথে বুকের ধুকধুকানি ও, মনে হচ্ছে দুনিয়ায় বুঝি কেঊ আমার উপরে সন্তুস্ট না!!
আচ্ছা মানুস কে সনতুস্ট করা কি আমার কাজ?
যাদের আল্টিমেট টারগেট হলো মহান রবকে রাজী খুশি করা।
তাদের কি মানুস এর সনতুস্টি অসনতুস্টিতে কিছু যায় আসে??
দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা আমাদেরকে ঘরে, বাহিরে ও কর্ম ক্ষেত্র অস্থির করে চলছে....... সবাই এক টুকরা শান্তি চাই। আসুন প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি তার কাছে যিনি আমাদের উপর প্রশান্তি নাজিল করতে পারেন............
ইয়া রহমানু ......... ইয়া রহিমু.............
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পৃথিবীর দিকে তাকিয়ে থুথু ফেলুন এবং আল্লাহর পথের উপর অবিচল থাকুন। বাকিটা আল্লাহই দেখবেন। এটা আল্লাহর ওয়াদা
ইয়া রহমানু ......... ইয়া রহিমু.............
মন্তব্য করতে লগইন করুন