টেনশানে আছি............

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ আগস্ট, ২০১৪, ০৬:০৯:৩৩ সকাল



কয়দিন যাবত খুবই পেরেশানিতে আছি.........

দুনিয়াবী কিছু পাওয়া না পাওয়া নিয়ে হতাশা ও টেনশানে আছি।

সেলফ ক্রিটিক তাই এখন খুবই সক্রিয়......

সে আমাকে বোধ দেয়, প্রবোধ দেয়,মাঝে মাঝে একদম মাটির সাথে মিশিয়ে দেয়,আব্র মাঝে মাঝে আসমানে ও উঠিয়ে দেয়, কিন্তু ভারসাম্য ও প্রশান্তি দেয় না , সে কেমনে দিবে?

সে যদি দিতে পারত তাহলে তো আত্মপূজারীই হযে পড়তাম তাই না?

ভাবতেছি ঘুম কমে গেছে,টেনশান বেড়ে গেছে,সাথে বুকের ধুকধুকানি ও, মনে হচ্ছে দুনিয়ায় বুঝি কেঊ আমার উপরে সন্তুস্ট না!!

আচ্ছা মানুস কে সনতুস্ট করা কি আমার কাজ?

যাদের আল্টিমেট টারগেট হলো মহান রবকে রাজী খুশি করা।

তাদের কি মানুস এর সনতুস্টি অসনতুস্টিতে কিছু যায় আসে??

দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা আমাদেরকে ঘরে, বাহিরে ও কর্ম ক্ষেত্র অস্থির করে চলছে....... সবাই এক টুকরা শান্তি চাই। আসুন প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি তার কাছে যিনি আমাদের উপর প্রশান্তি নাজিল করতে পারেন............

ইয়া রহমানু ......... ইয়া রহিমু.............

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259064
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫৪
কাহাফ লিখেছেন : প্রশান্তির বারীধারা বর্ষণ করো হে মহান................
২৮ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৭
202788
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন চুমমা আমিন....
259119
২৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৪
দ্য স্লেভ লিখেছেন : এটা ফিতনার সময়। সামনে অবস্থা আরও বয়াবহ হবে। এ সময় দেখবেন,শুনবেন কিন্তু বরবেন কম। কারন ব্যপক ভ্রান্ত তথ্য আসবে। ফলে হিসেব করে রিএ্যাক্ট করবেন্ । আর যা কিছুই করবেন,তা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই। আর নিজের প্রজ্ঞাকে ব্যবহার করবেন, কুরআন সুন্নাহ অনুসারে। যখন একাধিক বিষয় সামনে আসবে, তখন দেখবেন কোনটি সুন্নাহর অধিক নিকটবর্তী,সেটাই গ্রহন করবেন। ধৈর্যের সাথে পরিস্তিতি মুবাবিলা করবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন সত্যের পথে অনড় অবস্থানের জন্যে। আল্লাহর উপর আপনার ইস্পাত কঠিন আস্থা,আপনার কঠিন বিষয়টিকে মোমের মত নরম করে দিবে্ । এটাই আল্লাহর রহমত। আল্লাহ আপনাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন,অতএব আশ্রয় শুধু তার কাছে। মন থেকে শয়তানকে তাড়িয়ে দিন,কারন সে ধোকাবাজি করছে।

পৃথিবীর দিকে তাকিয়ে থুথু ফেলুন এবং আল্লাহর পথের উপর অবিচল থাকুন। বাকিটা আল্লাহই দেখবেন। এটা আল্লাহর ওয়াদা
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
202999
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাই যাযাকাললাহ। আপনার সদুপদেশ মূলক গুরুত্বপূর্ণ পরামর্ষের জন্য । আমার জন্য একটু দোয়া করবেন ভাই।
২৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
203000
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাই যাযাকাললাহ। আপনার সদুপদেশ মূলক গুরুত্বপূর্ণ পরামর্ষের জন্য । আমার জন্য একটু দোয়া করবেন ভাই।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:২০
203155
নিশা৩ লিখেছেন : অনেক সুন্দর বলেছেন ভাই। আল্লাহর উপর সেভাবে ভরসা করতে পারলে, তাঁর সাথে সেরকম সম্পর্ক গড়তে পারলে অনেক শান্তি পাওয়া যেত। কিন্ত আমরা মানুষেরা পারিপার্শ্বিকতা দিয়ে নিয়ন্ত্রিত। তাই আমাদের শান্তি-অশান্তিও এর দ্বারা নির্ধারিত হয়। আর ঈমানের ওঠা-নামার ওপরেই শান্তি-অশান্তি। দোয়া করবেন আমাদের জন্য।
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৩৭
203167
দ্য স্লেভ লিখেছেন : আপনাদের উভয়ের জন্যে দোয়া রইলো। আমার জন্যেও দোয়া করবেন
259330
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:২১
নিশা৩ লিখেছেন : ইয়া মুসাররিফাল ক্বুলুব ......।
৩০ আগস্ট ২০১৪ রাত ০১:০৬
203322
সত্য নির্বাক কেন লিখেছেন : সাববাত কাল্বি আলা দ্বীনিকা......
259352
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৭:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসুন প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি তার কাছে যিনি আমাদের উপর প্রশান্তি নাজিল করতে পারেন............
ইয়া রহমানু ......... ইয়া রহিমু.............
৩০ আগস্ট ২০১৪ রাত ০১:০৫
203321
সত্য নির্বাক কেন লিখেছেন : যাযাকাললাহ
259366
২৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৭
ইমরান ভাই লিখেছেন : আল্লাহ আপনার ও আমারদের কে ফেতনা থেকে রক্ষা করুনা আমীন।
৩০ আগস্ট ২০১৪ রাত ০১:০৫
203320
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন চুমমা আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File