কারা মুক্ত হলেন সব বোন.....।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ জুলাই, ২০১৪, ০৩:১৫:১৪ দুপুর
আলহামদুলিল্লাহ্ আওয়ামী হায়েনা কতৃক গ্রেফতারকৃত ২৪ বোনের মধ্যে সর্বশেষ ৬ বোন ও বের হয়ে এসেছেন জালিমের কারাগার হতে । গতকাল রাত ৮:০০ টায়। প্রশাসনের নানা তালবাহানা। জামিন নামা পাওয়া যায়নি বলে হয়রানি। জেলার ,ডেপুটি জেলারের দুপুর ১:00টা হতে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত রেস্ট। জেলগেটে টাকা চাওয়া সহ ইত্যকার বিরক্তিকর, হয়রানি মূলক আচরণের পর। সকাল ৯:00 টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত অনিশ্চিয়তার সুদীর্ঘ ১১ ঘণ্টা সময় কেড়ে নিল আমার, এই পবিত্র রমজানে। আল্লাহর একান্ত মেহের বানীতে অবশেষে রাত আটটায় রওয়ানা হই কাশিম পুর কারাগার হতে। আলাহামদুলিল্লাহ। চুম্মা আলহাদুলিল্লাহ। কারাগারের ভাইদের জন্য সকলে দোয়া করবেন।
সেহেরী নামাজ তারপর সকালের ঘুম ।সকাল ৭:৩০ টা এক বোনের শ্রদ্ধেয় পিতার কলে ঘুম ভাঙ্গে । তারপর যাত্রা কাশিম পুর কারাগারের উদ্দ্যেশে। কারা গেইটে আসার পর এক প্রীয় ভায়ের সহযোগিতায় একজন ডেপুটি জেলারকে কল দিয়ে মাইক্রো নিয়ে মহিলা কারাগারের সামনে অপেক্ষা করতে থাকি। সেকেন্ড যায় ,মিনিট যায় ,ঘণ্টা যায়,হয় সকাল গড়িয়ে দুপুর অতঃপর সন্ধ্যা............
বিষয়: বিবিধ
১৫৯৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের মুক্তির খবর শনে ভালো লাগলো
পড়ার আমন্ত্রণ রইলো
আন্দোলনের পথে ভয়-ভীতি কোন বাঁধা নয়, এটাই তারা প্রমাণ করলেন। প্রমাণ করলেন, কারো ভয়ে ইসলামের দাওয়াত বন্ধ হবে না।
আভিনন্দন বোনদেরকে, যারা গাজী হয়ে ফিরলেন।
মন্তব্য করতে লগইন করুন