জাগ্রত হোক বিশ্বাসীর অন্তর
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ জুলাই, ২০১৪, ১০:৪৬:০৫ সকাল
গযবের ফেরেশতারা রবের হুকুমের অপেক্ষায় সারিবদ্ধ
জাতির ইতিহাসে এমন শাসক আর আসেনি
নাবালক শিশু, অশীতিপর বৃদ্ধ পর্যন্ত হিংস্র প্রতিহিংসার শিকার ,
শকুনের লোলুপ দৃষ্টি আমার ঈমান দীপ্ত তরুন ভাইয়ের উপর
জিঘাংসার আগুনে জ্বলছে সাতক্ষীরা , মেহেরপুর , লালমনিরহাট –
পাক হানাদার তবে কি ফিরে এলো প্রেতাত্মা যৌথ বাহিনী হয়ে !
নায়েবে আমীর, ঘরে ঢুকে তোমায় ওরা গুলি করেনি
গুলি করেছে সমস্ত বিশ্বাসী মানুষের আত্নায়
মারজিয়া, মেহজাবিনরা কাদেনি, কেঁদেছে আকাশ – জমিন।
ফিরাউন, হিটলার কিংবা মোবারক – এদের চোখে কখনো পানি দেখেছ ?
মানুষ যালিম হলে এমনই হয়, কলিজা ধুতে হয় প্রতিদিন রক্ত দিয়ে
অভিশপ্ত লোকেরা এভাবেই জাহান্নামের ঠিকানা গরে নেয় …
ওরা ছাদ থেকে তোমার নুরানী দেহকে মাটিতে নিক্ষেপ করেছে ,
নিশ্চিত যেনো পরাজয়ের কবর খুঁড়েছে ওরা ,
মালিকের বিরুদ্ধে যারা যায় , তাদের সমাহিত হতে বাকী থাকেনা
কালের সাক্ষীরা বলে, ফিরাউন যুগে যুগে নিপাত যায় ।
আতঙ্কে নীল হয়ে আছে জনতা , দুশ্চিন্তায় – দুর্ভাবনায় কাটছে দিন
স্বাধীন মানুষেরা আজ বন্দীশালায় বন্দী
বাক স্বাধীনতা কবেই গেছে, দেশ আজ শংকায় কাতর
আর কতদিন ফেরার হয়ে রবে পরিবারের পুরুষ , যুবক – কিশোরেরা
নয়মাস কেটে পাঁচ বছর পার হয়ে গেলো – আর কত ধৈর্যের পরীক্ষা …?
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আপীলেটের মর্যাদায় টাকা গুনে ,
জাতি উপহার পায় নিরপরাধ মানুষের লাশ ,
গনতন্ত্রের কথা শুনি , সাম্যের কথা শুনি , মানবতার কথা শুনি
আর চোখে দেখি , জানাযার সামনে অন্তহীন সাদা কফিনে আমার বাবা – চাচা আর ভাইয়ের লাশ;
এখন ধার্মিক মানেই সংখ্যালঘু , ঈমানদার মানেই নিপীড়িত ,
আর মঞ্চে আস্ফালন করে বিকৃত রুচি ও ভাবনার প্রগতিশীলেরা (?)
যারা খোদার জমিন থেকে খোদার বিধানকেই উপড়ে ফেলতে চায় ,
সর্বশক্তি দিয়ে কেমন কলুষিত বীজ এরা বুনে যাচ্ছে …!
মিথ্যা এবং মিথ্যা সাক্ষ্য দিয়ে যেন আকাশ ছোঁয়া যায় !
মানুষ ভুলে যেও না, তুমি কত দুর্বল ও অসহায়
মহামহিমের কাছে তোমার শক্তি বাঁধা ,
লাগামহীন আর হাসি – তামাসার জীবন তোমার সাজেনা
মুসলিম জাতির মাঝে তুমি এক অনুগত সৈনিক ,
অন্যায়ের ধ্বংস পর্যন্ত তোমার মিশন চলতে হবে
প্রভুর সাহায্য নিয়ে সারিবদ্ধ হয়ে অথবা প্রয়জনে একাই ।।
নিরব মানুষেরা বুক ভরে দোয়া করে আর আশায় থাকে ।
ভয় নেই, সফলতা তো আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতের পাখিদেরই ।
আর গযবের ফেরেস্তারা ওদের ধ্বংসেরই অপেক্ষায় …।।
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ। ধন্যবাদ।
আমি এতটুকু বিস্মিত হই না।
কারণ, এটি তোমাদেরই ভ্রষ্ট রাজনীতির প্রসব করা
নিষ্ঠুর জারজ সন্তানেরা আমাকে শিখিয়েছে।
আজ যদি কোন অপহৃত নেতাকে হত্যা করে
চব্বিশটা ইট বেধে গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমার বিবেক একটি বারের জন্যও প্রশ্ন করেনা।
কারণ, এটি তোমাদেরই ভ্রষ্ট রাজার কিলিং স্কোয়াডের
ভয়ংকর হত্যার প্রতিধ্বনি মাত্র।
আজ যখন তোমাদের অন্ধ অনুসারীকে
গুলি করে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হয়,
আমি আশ্চর্য হই না।
কারণ, ২৮ শে অক্টোবর লগী-বৈঠার সন্ত্রাসীদের তান্ডবে
রাজপথে জ্যান্ত মানুষের বুকে উল্লাসিত নৃত্য দেখে
আমি বড় পাষণ্ড হয়ে গেছি।
আজ যদি তোমাদের কোন গড ফাদারকে
কেউ ঘুম করে নর্দমায় ফেলে দেয়
অামি সামান্যতম বিচলিত হবনা।
কারণ,হাজার ঘূম খূনে তোমাদের নির্বাকতা
আমার বিবেককে স্তব্ধ করে দিয়েছে।
আজ যদি কোন শোকাহত মা
মৃত সন্তানের বুকের উপর পড়ে
আর্তনাদে ফেটে পড়ে,
আমি পাথর চোখে দেখে হাসি।
কারণ, এ উর্বর ফসলের সোনার বাংলার
সব দেশপ্রেমিক আত্মহত্যা করেছে।
তোমাদের প্রহসনের বিচারালয়ের রায়ে
আমি নির্বাক চোখের দৃষ্টিতে আটকে আছি।
তোমাদের উলঙ্গ সভ্যতার ধিকৃত গণতন্ত্রের
মিথ্যুকদের নির্যাতন সন্তানেরা আমাকে শিখিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন