ছোট বোনদের কাছে কারাবন্দী এক মুজাহিদার চিঠি
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৩ জুলাই, ২০১৪, ০৮:৩৮:৪৪ সকাল
আপু,
আসসালামু আলাইকুম।
রমজানের শুভেচ্ছা নিও।তোমরা সবাই কেমন আছ? আমি আলহামদুলিল্লাহ ভাল আছি। ইবি ক্যাম্পাসের সবাই কেমন আছে? ভার্সিটির কাজের অবস্থা জানার জন্য মনটা সবসময়ই আনচান করে।ডিপার্টমেন্টের কি অবস্থা? পরীক্ষার পরবর্তী তারিখ কিছুই জানিনা।তোমাদেরকে খুউব দেখতে ইচ্ছা হয়। বাসার সবাই কেমন আছে?-জানতে ইচ্ছা করে ।আম্মার সাথে-জানি তোমাদের অনেক কষ্ট হবে-তবুও একটু যোগাযোগ রাখার চেষ্টা কর।আম্মা যেন আমার অভাব বুঝতে না পারেন।
আমি আলহামদুলিল্লাহ একদল প্রশান্ত চিত্ত মানুষের সাথে দিন কাটাচ্ছি। আল্লাহ অনেক প্রশান্ত রেখেছেন। তবে মাঝেমাঝে নষ্টালজিয়ায় ভুগি। আমার গাছগুলো কেমন আছে? আপুকে একটা গাছ দিও । আমি দিতে চেয়েছিলাম। এখানে আমার দিনগুলো কিভাবে কাটছে খুব জানতে ইচ্ছা করছে,তাইনা? ওটা নাহয় জমাই থাকুক।এইতো আর ক'টা দিন ইনশাআল্লাহ। আমরা তো একই আকাশের নিচেই আছি। এখানে তোমাদের মত খোলা আকাশ না থাকলেও গ্রীলের ফাক দিয়ে একচিলতে আকাশ দেখা যায়। সেখানে কিছু গাছ আর পাখিও আছে। ৯তলার ছাদটাকে অনেক মিস করি।
বাসার সবাইকে আমার সালাম পৌছে দিও। বড়দের সবার প্রতি সালাম আর তোমাদের জন্য হৃদয়ের ভালবাসা রইল। দোআ করো।
বইগুলো এখনও পাইনি।নোটগুলো পেলে পরীক্ষার পড়া কিছুটা এগিয়ে রাখা যেত।
ইতি
তোমাদের আপু
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামাত শিবিরের উপর দিয়ে ১২০ কিলোমিটার বেগে ধেয়ে যাওয় ঘুর্নিঝড়ে সীসা ঢালা প্রাচীরের মত দাড়িয়ে আছে একদল অকুতভয় যুবক যুবতী। এ যেন আগামীর ইসলামের সোনালী সুর্যোদয়ের প্রসব বেদনার শেষ যাতনা। যাযাকাল্লাহু খায়ের।
মন্তব্য করতে লগইন করুন