অতঃপর আপনি ও হয়ে পড়ুন হায়েনা সরকার স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গী :p কি বলেন??

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ জুন, ২০১৪, ০৪:৫২:২২ বিকাল



কি সব মারাত্নক মারণাস্ত্র, কি সব ভয়ানক জঙ্গী সামগ্রী পাওয়ার কারনে আমাদের বোনদের গ্রেফতার করা হইয়াছে জানেন??

মামলার এজাহার হইতে উল্লেখ করিলাম......... কারণ আপনারা যেন ভয়ানক জঙ্গী হইতে পারেন।

১.একটি DELL লিখা ল্যাপটপ যাহার রং কালো হাসিনার অন্তরের মত :P

2. color inkjet priter

3.hitachi প্রজেক্টর যেটাতে হাসিনা কি করেন তা দেখা যায় :P

4.৪৫ টি মজবুত ইমান, ছহিহ ইলম, নেক আমল নামীয় বই ও ০৮ টি লিফ্লেট যাহাতে ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ইতিহাসের জগন্যতম মিত্যাচার- মাওলানা মতিউর রহমান নিজামী লেখা।

৫. ১৩০ টি আমরা কজন কারিগর একসাথে নামীয় বই যাহার কাভারে ইসলামী ছাত্রী সংস্থা লেখা।

৬. ১০০ সিয়াম নামীয় বই।

৭.০৭ তালিমুল কোরআন নামীয় বই

৮. ০৯ টি মানুষ স্নিস্টির উদ্দেশ্য নামীয় বই।

৯. ০৮ তি ইসলাম প্রিচিতি নামীয় বই।

১০. ০৮ টি আদ্রশ মানব মোহাম্মদ (সাঃ) নামীয় বই।

১১. ০৫ টি জিহাদের হাকিক্ত নামীয় বই।

১২. ০৭ তি জীবন্ত নামাজ নামীয় বই।

১৩. ০৮ টি বর্তমান প্রেক্ষাপ্তে স্রবস্থ্রের দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশ্যে ঢাকা মহানগরীর আমিরের আহবান নামীয় বই।

১৪. ০৬ টি কোরআনের মর্মকথা নামীয় বই।

১৫. ০৪ টি ইমানের হাকিকত

১৬. ০৪ টি আল্লাহর দোয়ারে ধরনা নামীয় বই ।

১৭. ০৫ তি গীবত নামীয় বই যাহার লিখক ইমাম গাজ্জালী

প্রীয় ভাইয়েরা বোনেরা যাদের উপরের যে যে ভয়ানক অস্ত্রটি নেই তারা সেটি সংগ্রহ করুন আমাদের ২০ কারা বন্দী বোনদের মত । অতঃপর আপনি ও হয়ে পড়ুন হায়েনা সরকার স্বীকৃত জঙ্গী :p কি বলেন??



আজকে ২০ বোনের পরিবারের পক্ষ হইতে দেখা করতে সেই রকম কষ্ট দিছে। প্রথমে বলল তাদের সাথে ১৫ দিনের মধ্যে দেখা করতে দিবে না । পরে এপ্লিকেশন মোবাইল নাম্বার ছবি আই ডি কার্ড দিয়ে সকাল ১০.০০ টা হতে বসে থেকে থেকে দুপুর ২.০০ টায় দেখা করার সুযোগ দেন। বোনদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল দুই বোনকে স্যালাইন দিতে হয়েছে।ঠিক মত ওষুধ পত্র দিতে দিচ্ছে না নানা অযুহাতে। একদিকে খাবারের কষ্ট অন্য দিকে এলারজির প্রাদুর্ভাব তাদের জীবনকে বিষিয়ে তুলছে। এর মধ্যে আবার আত্নীয় স্বজন থেকে বিচ্ছিন্নতা তাদেরকে মানুষিকভাবে ক্ষতিগ্রস্ত করছে । হে আল্লাহ আমাদের বোনদের ধৈরয্য দাও এবং জালিমের কারাগার হতে দ্রুত মুক্তির ব্যাবস্থা করে দাও।

সাংবাদিক ভাইদের বলব তারা যেন মহিলা কারাগারের জেলার উম্মে সালামার সাথে যোগাযোগ করে বন্দী দেখার নব আবিষ্কৃত এই প্রজ্ঞাপনটা একটু দেখতে চান। আর জেল গেটে আমাদের বোনদের নামের তালিকা টাঙ্গানোর হাকিকত কি একটু জানতে চান। এই অনুরোধ রইল। বিনা অপরাধে জেল খানায় আটক রেখে হায়েনা সরকার কি অর্জন করতে চায়?? তার উপর আবার এই বাড়তি হয়রানি কেন? কার স্বার্থে??



আন্য দিকে ভয়ে ক্যাঙ্গারু কোর্ট অসুস্থতার নাম করে রায় অপেক্ষমান রেখেছে। তাদের দ্বারা এমন মানবকিতাপুর্ণ ব্যবহার অবশ্যই সন্দেহ জনকই বটে। তবে আমার যা মনে হচ্ছে, আগামী রমাদান মাসেই জামায়াতের দুই শির্ষ নেতার রায় দিয়ে দেওয়া হবে যাতে জামায়াত শিবির রমজানে কোন আন্দোলণে যেতে না পারে। মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট কে পুজি করে নিজেদের হিনস্বার্থ্য উদ্ধারে এই সরকারের জুড়ি মেলা ভার।

সমস্যা নাই বদরের যুদ্ধ রমজানেই হয়েছিল................. ওই সেন্টিম্যান্টে জামাত শিবিরের কিছু যায় আসে না..........



আজকে তো সব থানায় থানায় মিছিল ছিল, এখন সবাইকে থানায় থানায় দোয়া করতে বলেছেন।আর যে দিন রায় ঘোষণা করবে সেইদিন হতে পূর্ববৎ প্রোগ্রাম বলবত হইবে। সবাই ভাল থাকুন। প্রচুর সাহায্য চান মহান প্রভুর কাছে। যেন সকল অন্যায় অবিচার রুখে দেওয়া যায়..................



বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238387
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই তাই!!
এরা অস্ত্র থেকে বেশি ভয় পায় শিক্ষা কে কারন এরা নিজেরাই অশিক্ষিত। এই নিতিতে তো বাংলাদেশের ৫০% মানুষকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা যাবে কারন কুরআন,সিরাত আর নামাজের বই নাই এরকম মুসলিম বাড়ি খুবই কম আছে।
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:০৫
184809
সত্য নির্বাক কেন লিখেছেন : ৫০% কেন? ৯০ % কে গ্রেফতার করা যাবে। আসুন আমি আপনি ও প্রস্তুত হই।
238410
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : কোরআন হচ্চে সবচেয়ে বড় অস্ত্র। আর অস্ত্রের বাস্তব প্রয়োগকারী জামায়াত-শিবির আর ছাত্রীসংস্থাকে শুধু হাসিনার বাকশাল নয় সকল তাগুতই ভয় করে।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
184828
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যী ভাইয়া। যারা আল্লাহকে ভয় পায় দুনিয়ার সকলেই তাদের ভঁয় পায়। আর যারা আল্লাহকে ভঁয় পায় না দুনিয়ার সবকিছুই তাদের ভঁয় দেখায়।
238422
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
জেদ্দাবাসী লিখেছেন : হে আল্লাহ আমাদের বোনদের ধৈয্য দাও এবং জালিমের কারাগার হতে দ্রুত মুক্তির ব্যাবস্থা করে দাও। আমীন
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
184871
সত্য নির্বাক কেন লিখেছেন : ছূম্মা আমীন।
238425
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
শফিউর রহমান লিখেছেন : আমরা যেন আমাদের ঈমাদের দাবী অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারি কোন হাসিনা, সিসি, বা ফেরাউনের ভয়ে কাতর না হয়ে আল্লাহর কাছে সেই দোয়া।

আল্লাহ যেন জনগণকে বুঝার এবং জাগার তৌফিক দেন অন্যায়ের বিরুদ্ধে। আমীন।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
184872
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন ।
238449
২৪ জুন ২০১৪ রাত ০৮:২৪
প্রবাসী মজুমদার লিখেছেন : ইসলাম বিরোধী শক্তির কাছে ইসলামী অনুশাসনে বিশ্বাসী একজন সাধারন কর্মীকে কতটুকু ভয় করে তা হাসিনার কর্মেই বুঝা যায়। আল্লাহ্ই তাদের অন্তরে এ ভয় ঢুকিয়ে দিয়েছে। ধন্রবাদ।
২৫ জুন ২০১৪ সকাল ১১:২০
185120
সত্য নির্বাক কেন লিখেছেন : তাইতো । আপনাকে ও মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File