কত জনের সাথে প্রেম করেছি জানেন??
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ জুন, ২০১৪, ১১:১৪:২৪ সকাল
বৌ হাঁসতে হাঁসতে জিজ্ঞাসা করে নির্ঝর কে? গঠনা তো বুঝতে পারিনি। বললাম জানিনা তো।
কিন্তু শশুরবাড়ীতে গিয়ে ছোট শালী(ক্লাস ৯) যখন জিজ্ঞাস করল তখন ভাবনায় পড়লাম!
দ্বীনের পথে চলতে গিয়ে কোন মেয়ের সাথে প্রেম করিনি ঠিক, কিন্তু মহান রবের সন্তুষ্টির জন্য
এমন বহু ছেলের সাথে প্রেম ভালবাসায় জড়িয়েছি , যাদের অনেকের সাথে পত্র মিতালী ও হত।
এর মধ্যে এমন অনেক ভাই আছেন যাদের জন্য গভীর রজনীতে ও মহান রবের নিকট প্রত্যাশা
থাকত পরকালে জান্নাতে ও যেন একসাথে রাখে.........
চৌধুরী ময়নুদ্দীন মাহমুদ নির্ঝর আমার খুবই স্নেহের আদরের ছোট ভাই ছিলেন। সে ছিল বুক ওয়ার্ম।
তার পাঠাগারের নাম ছিল নির্জন প্রণয় । তার পাঠাগারের বেশ কিছু সাইমুম সিরিজ আমার কাছে
ছিল কোন এক পেক্ষাপটে। তার মধ্যে ছিল আমাকে লিখা তার এক্কানা চিঠি হা হা হা.........
আমার ছোট্ট শালী কালক্রমে আমার অজান্তেই বই গুলো হস্তগত করে। সেই খানেই পেয়ে যায় মহা মূল্যবান
সেই চিঠি খানা
অতঃপর তা আমার বৌয়ের হস্তগত। কি মারাত্মক ব্যাপার বলুন তো দেখি????
মোবাইল খোলে নির্ঝরকে কল দিলাম তুমি কোথায় ? তুমাকে দেখতে বড্ড ইচ্ছা করছে।
আর শালীকে বললাম তোমার জন্য শাস্তি অবধারিত হয়ে গেছে। তুমি ফেইসবুকে আগামী কাল তোমার শাস্তি পেয়ে যাবে।
কিন্তু গতকাল সময় না পাওয়ায় শাস্তি বিল্মবিত।ইহাই হইল সেই শাস্তির স্ট্যাটাস।
আমার হাসি হাসি সুখি সুখি হারানো সব বন্ধুরা সবাই ফিরে এসো। তোমাদের বড্ড মিস করছি , আর তোমাদের সাথে যোগাযোগ না রাখার শাস্তি সরূপ বিব্রত হচ্ছি। তোমরা আমায় ক্ষমা করো....................
সুত্রঃ- আমার ফেইসবুক স্ট্যাটাস হতে
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন