সময় থাকতে ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমুল সংগ্রহ করুন।(গল্প)

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৪ মে, ২০১৪, ০২:৩৬:০৭ দুপুর



এক বাদশার একটি বাগান ছিল।

বাগানটি ছিল অনেক বড়

এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ

একজন লোককে ডাকলেন। তার

হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন,

আমার এই বাগানে যাও

এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম

ফলমুল নিয়ে আস।

তুমি যদি ঝুঁড়ি ভরে ফল আনতে পার

আমি তোমাকে পুরস্কৃত করব।

কিন্তু শর্ত হল, বাগানের যে অংশ

তুমি পার হবে সেখানে তুমি আর

যেতে পারবে না।

লোকটি মনে করলো এটা তো কোন

কঠিন কাজ নয়। সে এক

দরজা দিয়ে বাগানে প্রবেশ করল।

দেখল, গাছে গাছে ফল পেকে আছে।

নানা জাতের সুন্দর সুন্দর ফল।

কিন্তু এগুলো তার পছন্দ হল না।

সে বাগানের সামনের অংশে গেল।

এখানকার ফলগুলো তার

কিছুটা পছন্দ হল। কিন্তু সে ভাবল

আচ্ছা থাক সামনের

অংশে গিয়ে দেখি সেখানে হয়ত

আরো উন্নত ফল পাব, সেখান

থেকেই ফল নিয়ে ঝুঁড়ি ভরব।

সে সামনে এসে পরের

অংশে এসে অনেক উন্নত মানের ফল

পেল।

এখানে এ সে তার মনে হল এখান

থেকে কিছু ফল ছিড়ে নেই। কিন্তু

পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভাল

ফলই ঝুড়িতে নিবে। তাই

সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ

অংশে প্রবেশ করল।

সে এখানে এসে দেখল ফলের কোন

চিহ্ন ই নেই। অতএব সে আফসোস

করতে লাগল আর বলতে লাগল, হায়

আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ

করতাম তাহলে আমার ঝুড়ি এখন

খালি থাকত না। আমি এখন

বাদশাকে কি করে মুখ দেখাব।

ঘটনা বর্ণনা করার পর শায়েখ

গজালি (রহHappy বলেন, বন্ধুগণ,

বাদশাহ হলেন আল্লাহ, আর

বাগানে প্রবেশ কারি লোকটি হল

তুমি। আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল

তোমার আমলনামা। আর বাগান

দ্বারা

উদ্দেশ্য হল তোমার জীবন।

বাগানের বিভিন্ন অংশ তোমার

জীবনের বিভিন্ন ধাপ। আর

তোমাকে নেক কাজের ফল

ছিড়তে বলা হয়েছে, কিন্তু

তুমি প্রতিদিনই ভাব, আগামী কাল

থেকে ফল ছেড়া আরম্ভ করব।

আগামী দিন আগামী দিন

করতে করতে তোমার জীবনে আর

আগামী দিন আসবে না। এভাবেই

তুমি রিক্ত হস্তে মাওলার

সামনে হাজির হবে।

Collected..

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221420
১৪ মে ২০১৪ দুপুর ০৩:৪৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : চমৎকার শিক্ষনীয়। সেইজন্যই ছোট বেলা থেকে অন্তত কিছুটা ইবাদাত বন্দেগী করি। বুড়ো হলে তো বেঁচে নাও থাকতে পারি । ধন্যবাদ সুন্দর একটি শিক্ষণীয় বিষয় শেয়ার করার জন্য।
১৪ মে ২০১৪ দুপুর ০৩:৪৬
168901
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ। পড়ে মন্তব্য প্রদানের জন্য।
221441
১৪ মে ২০১৪ বিকাল ০৪:৩১
আহ জীবন লিখেছেন : পড়িলাম, জানিলাম, শিখিলাম অতঃপর------

পড়িলাম, জানিলাম, শিখিলাম অতঃপর------

পড়িলাম, জানিলাম, শিখিলাম অতঃপর------

পড়িলাম, জানিলাম, শিখিলাম অতঃপর------

ভুলিলাম।

শিক্ষা কোথায়?
(নিজেকে নিজে বলিলাম)
২১ মে ২০১৪ সকাল ১০:৫০
171362
সত্য নির্বাক কেন লিখেছেন : আহা চরম সত্যি .......
221487
১৪ মে ২০১৪ বিকাল ০৫:৪৩
অনেক পথ বাকি লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
২১ মে ২০১৪ সকাল ১০:৫১
171364
সত্য নির্বাক কেন লিখেছেন : পথের দিশায় পথ হারালাম.......।
221653
১৫ মে ২০১৪ সকাল ০৫:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : দারুণ এবং শিক্ষণীয়। ধন্যবাদ। ভাল লাগল।
২১ মে ২০১৪ সকাল ১০:৫৩
171367
সত্য নির্বাক কেন লিখেছেন : তাই বুঝি..... শর্টকাট
২১ মে ২০১৪ সকাল ১০:৫৩
171368
সত্য নির্বাক কেন লিখেছেন : তাই বুঝি..... শর্টকাট

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File