সাবধান সাবধান...........
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ মে, ২০১৪, ১১:০৩:৪২ সকাল
ছবিতে যে লোকটিকে দেখছেন তিনি অলৌকিক বেঁচে যাওয়া.........
গত বৃহস্পতি বার মাগরিবের নামাজের পর তিনি বাড়ী যাবেন বগুড়ায়।
গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা হতে গাড়ীতে উঠবেন। কিন্তু সব গাড়ীই ভরপুর। গাড়ীর ছাদে ও যাইগা নেই।
যদি ও দরিদ্র লোক।তবু ও মা মায়ার টানে গ্রামের বাড়ী যেতেই হবে।
হ্যাঁ ওই সময় একটি মাইক্রো আসল একটি মাত্র সিট ফাঁকা । মাত্র দুই ঘণ্টায় পৌছে দিবে। কি আর করা টাকা কিছু না হয় গেল?
ঊঠে মাত্র হাফ কিলো যায়নি ভাড়া চেয়ে বসল। কি আর করা বাড়া দিয়ে দিলেন। না তারা আরো কিছু চায়। মুখে দাঁড়ি দেখে তারা বলে তুই জে এম বি তোরে থানায় নিব। সে বলে ঠিক আছে নাউ। তুর কাছে কি আছে দেয় । তার কাছে ছিল সারা মাসের সঞ্চয় ২৫০০ টাকা দিয়ে দিল। তোর বিকাশে কত আছে দেয়। অনেক মারফিটের পর বিকাশ পিন নিয়ে দেখে ৩০ পয়সা আছে। তোর ব্যাঙ্কে কত আছে বল । বলে আমি গরিব মানুষ ভাই। তাকে অস্ত্র দেখায় , প্লাস দিয়ে তার গাঁড়ের রগ ছিড়ে ফেলতে চায়। হাটুতে আঘাত করে। শেষে বেল্ট দিয়ে শ্বাস রোধ করে মৃত ভেবে ফেলে দেয় পিছনে ফিরে এসে কবিরপুর। জ্ঞান ফিরে গভীর রাতে । কোন রকম বেঁচে গেছে আল্লাহর অশেষ কৃপায় । আলহামদুলিল্লাহ্।
সিদ্ধান্তঃ
১.মাইক্রো ছড়বেন না গাড়ী না পেলে ও ।
২. বিকাশ একাউন্ট আপনার জন্য নিরাপদ নয় ।
৩. দাঁড়ি রেখেছেন তো সাবধান হোন রাত্রী কালীন যাতায়াতে।
হাসিনার কাছে নিরাপত্তা না চেয়ে তারে বিতাড়নের পথ খুঁজুন । হয়ত অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে।
বিষয়: বিবিধ
২৫০০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম ধর্মে বৈধ..... লিখেছেন " খেলাঘর বাধঁতে এসেছি " ২৯ এপ্রিল, ২০১৪,
লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১২ মে, ২০১৪, ০৫:৫৫ বিকাল
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/45001#.U3C8H3bZ4gs
এই ধরনের অপহরনের মধ্যে পড়লে আমি কাকে ডাকবো, পুলিশ ভাইকে নাকি ডাকাত ভাইকে????
^^ ^^ ^^ ^^
যারা পড়ে আছে কুকুরের পাহারায় এরা ও একদিন আমাদের মত মানুষ ছিল ।
মন্তব্য করতে লগইন করুন