সাবধান সাবধান...........

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ মে, ২০১৪, ১১:০৩:৪২ সকাল



ছবিতে যে লোকটিকে দেখছেন তিনি অলৌকিক বেঁচে যাওয়া.........

গত বৃহস্পতি বার মাগরিবের নামাজের পর তিনি বাড়ী যাবেন বগুড়ায়।

গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা হতে গাড়ীতে উঠবেন। কিন্তু সব গাড়ীই ভরপুর। গাড়ীর ছাদে ও যাইগা নেই।

যদি ও দরিদ্র লোক।তবু ও মা মায়ার টানে গ্রামের বাড়ী যেতেই হবে।

হ্যাঁ ওই সময় একটি মাইক্রো আসল একটি মাত্র সিট ফাঁকা । মাত্র দুই ঘণ্টায় পৌছে দিবে। কি আর করা টাকা কিছু না হয় গেল?

ঊঠে মাত্র হাফ কিলো যায়নি ভাড়া চেয়ে বসল। কি আর করা বাড়া দিয়ে দিলেন। না তারা আরো কিছু চায়। মুখে দাঁড়ি দেখে তারা বলে তুই জে এম বি তোরে থানায় নিব। সে বলে ঠিক আছে নাউ। তুর কাছে কি আছে দেয় । তার কাছে ছিল সারা মাসের সঞ্চয় ২৫০০ টাকা দিয়ে দিল। তোর বিকাশে কত আছে দেয়। অনেক মারফিটের পর বিকাশ পিন নিয়ে দেখে ৩০ পয়সা আছে। তোর ব্যাঙ্কে কত আছে বল । বলে আমি গরিব মানুষ ভাই। তাকে অস্ত্র দেখায় , প্লাস দিয়ে তার গাঁড়ের রগ ছিড়ে ফেলতে চায়। হাটুতে আঘাত করে। শেষে বেল্ট দিয়ে শ্বাস রোধ করে মৃত ভেবে ফেলে দেয় পিছনে ফিরে এসে কবিরপুর। জ্ঞান ফিরে গভীর রাতে । কোন রকম বেঁচে গেছে আল্লাহর অশেষ কৃপায় । আলহামদুলিল্লাহ্‌।



সিদ্ধান্তঃ

১.মাইক্রো ছড়বেন না গাড়ী না পেলে ও ।

২. বিকাশ একাউন্ট আপনার জন্য নিরাপদ নয় ।

৩. দাঁড়ি রেখেছেন তো সাবধান হোন রাত্রী কালীন যাতায়াতে।

হাসিনার কাছে নিরাপত্তা না চেয়ে তারে বিতাড়নের পথ খুঁজুন । হয়ত অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে।



বিষয়: বিবিধ

২৫০০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219726
১০ মে ২০১৪ সকাল ১১:২৭
আয়নাশাহ লিখেছেন : দেশের মানুষের কোনো চেতনা নাই, সব চেতনা চলে গেছে শাহবাগে। তো কি আর করা?
১০ মে ২০১৪ দুপুর ১২:০২
167490
সত্য নির্বাক কেন লিখেছেন : আয়না শাহ আয়না পরা দেন.....।
১২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
168276
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
নারীর সম্ভ্রম কেড়ে নেয়া ইসলাম ধর্মে বৈধ..... লিখেছেন " খেলাঘর বাধঁতে এসেছি " ২৯ এপ্রিল, ২০১৪,

লিখেছেন আল্লাহর সন্তুষ্টি ১২ মে, ২০১৪, ০৫:৫৫ বিকাল

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/5409/dhaka2012/45001#.U3C8H3bZ4gs
219734
১০ মে ২০১৪ সকাল ১১:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃজনক এবং সচেতনতামুলক পোষ্টটির জন্য ধন্যবাদ।
১০ মে ২০১৪ দুপুর ১২:০২
167491
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ ।
219738
১০ মে ২০১৪ সকাল ১১:৫৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সচেতনতামুলক পোষ্ট
১০ মে ২০১৪ দুপুর ১২:০৩
167492
সত্য নির্বাক কেন লিখেছেন : হয়ত। যদি একজন ও বাঁচে.....।
219742
১০ মে ২০১৪ দুপুর ১২:০৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাইরে কী বললেন এখন থেকে তো আমার গা চমচম করছে ভয়ে।
এই ধরনের অপহরনের মধ্যে পড়লে আমি কাকে ডাকবো, পুলিশ ভাইকে নাকি ডাকাত ভাইকে????
^Happy^ ^Happy^ ^Happy^ ^Happy^
১০ মে ২০১৪ দুপুর ১২:২১
167506
সত্য নির্বাক কেন লিখেছেন : মুসলিম হইলে কলেমাটা পড়ে নিতে পারেন।
219749
১০ মে ২০১৪ দুপুর ১২:১৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কন কি এত দেখি ভয়াবহ ব্যাপার Surprised সতর্ক করার জন্য ধন্যবাদ
১০ মে ২০১৪ দুপুর ১২:২১
167507
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।
219765
১০ মে ২০১৪ দুপুর ১২:৪৫
ইচ্ছা পূরণ লিখেছেন : সচেতনতামুলক পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।
১০ মে ২০১৪ দুপুর ০২:১৬
167567
সত্য নির্বাক কেন লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য মোবারকবাদ। আসলে এটি দেশের প্রতি নিয়ত ঘটা গঠনা। আমি না লিখলে এটি প্রকাশ হতো না। কত % প্রকাশ হয় জানেন???
১০ মে ২০১৪ দুপুর ০২:১৬
167568
সত্য নির্বাক কেন লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য মোবারকবাদ। আসলে এটি দেশের প্রতি নিয়ত ঘটা গঠনা। আমি না লিখলে এটি প্রকাশ হতো না। কত % প্রকাশ হয় জানেন???
219781
১০ মে ২০১৪ দুপুর ১২:৫৭
নোমান২৯ লিখেছেন : চমৎকার পোস্ট । ধন্যবাদ ভাইয়া । Good LuckGood Luck
১০ মে ২০১৪ দুপুর ০২:২৬
167570
সত্য নির্বাক কেন লিখেছেন : পোস্ট চমৎকার কিনা জানিনা। তবে গঠনাটা দুঃখজনক। কত নিরহ মানুষ বর্তমানে পথে গাটে পড়ে রয় ....
১০ মে ২০১৪ দুপুর ০২:২৬
167571
সত্য নির্বাক কেন লিখেছেন : পোস্ট চমৎকার কিনা জানিনা। তবে গঠনাটা দুঃখজনক। কত নিরহ মানুষ বর্তমানে পথে গাটে পড়ে রয় ....
219783
১০ মে ২০১৪ দুপুর ০১:০৫
আবু বকর সিদ্দিক লিখেছেন : এত জঘন্য! সাবধান করার জন্য ধন্যবাদ।
১০ মে ২০১৪ দুপুর ০২:২৭
167572
সত্য নির্বাক কেন লিখেছেন : এতো নগণ্য
219784
১০ মে ২০১৪ দুপুর ০১:০৮
বিন হারুন লিখেছেন : আমরাকি নবীর সুন্নাত দাঁড়ি রাখার কারণে নিজ দেশে দাস হয়ে থাকব?
১০ মে ২০১৪ দুপুর ০২:৩০
167573
সত্য নির্বাক কেন লিখেছেন : একি আপনার দেশ? কোথায় পেয়েছেন?দাঁড়ির ট্যাক্স দিয়েছেন তো?
১০ মে ২০১৪ দুপুর ০২:৩০
167574
সত্য নির্বাক কেন লিখেছেন : একি আপনার দেশ? কোথায় পেয়েছেন?দাঁড়ির ট্যাক্স দিয়েছেন তো?
১০
219797
১০ মে ২০১৪ দুপুর ০১:২৩
egypt12 লিখেছেন : দুঃখ লাগে এই স্বাধীনতার জন্য :(
১০ মে ২০১৪ দুপুর ০২:৩২
167575
সত্য নির্বাক কেন লিখেছেন : স্বাধীনতা সে আবার কি? খায় না গায়ে দেয়.... দাদাবাবুরা যেন না শুনে সাবধান সাবধান
১১
219805
১০ মে ২০১৪ দুপুর ০১:২৯
শিশির ভেজা ভোর লিখেছেন : দেখোদিনি কার্বার করছেডা কি? সব্বনাশ
১০ মে ২০১৪ দুপুর ০২:৩৫
167576
সত্য নির্বাক কেন লিখেছেন : সর্বনাশের কি দেখলেন ?? ইহাতো স্যাম্পল মাত্র....
১০ মে ২০১৪ দুপুর ০২:৩৫
167577
সত্য নির্বাক কেন লিখেছেন : সর্বনাশের কি দেখলেন ?? ইহাতো স্যাম্পল মাত্র....
১২
219825
১০ মে ২০১৪ দুপুর ০২:১০
আব্দুল গাফফার লিখেছেন : শেয়ার করায় অনেক ধন্যবাদ
১০ মে ২০১৪ দুপুর ০২:৩৮
167579
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ পড়ে মন্তব্য করার জন্য....
যারা পড়ে আছে কুকুরের পাহারায় এরা ও একদিন আমাদের মত মানুষ ছিল ।
১৩
219909
১০ মে ২০১৪ বিকাল ০৫:৩৬
আফরা লিখেছেন : আসলেই অনেক খারাপ লাগছে লোকটার জন্য ।
১২ মে ২০১৪ বিকাল ০৫:১০
168242
সত্য নির্বাক কেন লিখেছেন : আহারে কষ্ট দিয়ে দিলাম আপনাকে।
১৪
219987
১০ মে ২০১৪ রাত ০৯:৫৫
ভিশু লিখেছেন : Rolling Eyes
Surprised
Surprised
১২ মে ২০১৪ বিকাল ০৫:১০
168243
সত্য নির্বাক কেন লিখেছেন : ইমু বুঝি কম হিমু ভাই?
১৫
220588
১২ মে ২০১৪ দুপুর ০৩:১২
অমেদুল ইসলাম লিখেছেন : অত্যান্ত সচেতনতামূলক পোষ্ট.......তবে মন্তব্যে যা কিছু উঠে এসেছে তা দেখে মর্মাহত হলাম। একজন গৃহপালিত মানুষ হিসেবে এসব ভুলে থাকার চেষ্টা করি। কিন্তু কেন যে অাপনারা অাবার মনে করিয়ে দেন......
১২ মে ২০১৪ বিকাল ০৫:১১
168244
সত্য নির্বাক কেন লিখেছেন : কি আর করা । না বলে আর পারি না যে ভাই।
১৬
220954
১৩ মে ২০১৪ সকাল ১১:২২
আহমদ মুসা লিখেছেন : খুবই দূর্ভাগ্যের বিষয়। দেশটা কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। যে রাজনীতি দেশের সাধারণ মানুষের নিরাপত্বা দিতে পারে সে রাজনীতি ও সেসব রাজনীতির পুজারীদের উপর আল্লাহর লা'য়ানত নাজিল হওয়ার পূর্বেই তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন।
১৩ মে ২০১৪ দুপুর ১২:২৪
168496
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন
১৭
221756
১৫ মে ২০১৪ দুপুর ১২:১৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সতর্ক করার জন্য ধন্যবাদ। আসলে এসব ঘটনার হাজারটার মধ্যে একটাও প্রকাশ পায় না।
২১ মে ২০১৪ সকাল ১০:৫৭
171372
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ
১৮
222058
১৫ মে ২০১৪ রাত ০৯:৩৬
সত্যের সন্ধানে আমি লিখেছেন : সতর্ক করার জন্য ধন্যবাদ। আসলে এসব ঘটনার হাজারটার মধ্যে একটাও প্রকাশ পায় না।
২১ মে ২০১৪ সকাল ১০:৫৭
171375
সত্য নির্বাক কেন লিখেছেন : আসলেই তাই
১৯
224092
২১ মে ২০১৪ সকাল ১১:২৪
জাগো মানুস জাগো লিখেছেন : Ashole oneke ashob bishoi jeneo tara tari jabar ashoi sat pach na peve kore fele....So be careful.
২১ মে ২০১৪ সকাল ১১:৪৬
171394
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File