কারাগার হইতে মওলানা দেলোয়ার হোসাইন সাঈদি..........

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৩ এপ্রিল, ২০১৪, ০৯:৩৬:২৯ সকাল



বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ইসলাম বিদ্বেষী ধর্ম নিরপেক্ষবাদী বামপন্থী সরকার নিজেরাই মুসলিম নামধারী হয়ে ভাস্কর্য তথা মূর্তি পূজা, অগ্নিপূজা, মোমবাতি পূজা, মঙ্গল শোভা যাত্রার নামে মুশরিকদের অনুসরণ করে গোটা জাতীকে ইসলামী আদর্শ থেকে দুরে ঠেলে দিচ্ছে। ইসলামকে বলা হচ্ছে মৌলবাদ, ওলামা মাশায়েখ ইসলাম পন্থীদের বলা হচ্ছে সন্ত্রাসী, কুরআন হাদীছ ও ইসলামী পুস্তকাদীকে বলা হচ্ছে জঙ্গী বই। ইসলাম ও প্রকৃত মুসলমান এদের জানের দুশমন বলে তারা মনে করে । অথচ মুসলমানদের ক্ষমতা লাভের পর প্রথম দায়িত্বই ছিলো ছালাত কায়েম করা। মহান আল্লাহ্‌ বলেনঃ

﴿الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ﴾

৪১) এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে এরা নামায কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে৷আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে৷(সুরা হাজ্জঃ৪১)

সুতরাং বিশুদ্ধ ছালাত আদায়ের সাথে সাথে সকল মুসললীদের অবশ্য পালনীয় কর্তব্য হচ্ছেঃ-সত্যিকার মুসলিম সরকার প্রতিস্টার আন্দোলনে শরীক হওয়া, তাহলেই দেশ ও জাতি জগন্য পাপাচার ও অশ্লীলতা থেকে মুক্ত হয়ে দুনিয়ায় ও শান্তি পাবে এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে।

বিষয়: বিবিধ

২৩৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206907
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
মুক্ত কন্ঠ লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।। পেলেন কোথায়?
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
155504
সত্য নির্বাক কেন লিখেছেন : কঠিন প্রশ্ন......
কাগজে যার ইমেজ দেওয়া হয়েছে.।.।.।.।.।।
207282
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
ভিশু লিখেছেন : এইসব বীর-মুজাহিদ-নেতাদের কাছে থেকে হেফাজতের অনেক কিছু শেখার আছে!
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
156779
সত্য নির্বাক কেন লিখেছেন : বৈ কি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File