আর কোন মাহ্ মুদুর রহমান জন্ম নিবে না.............

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১০ এপ্রিল, ২০১৪, ১১:২১:৩৬ সকাল



বড্ড অসময়ে জন্মেছিলে তুমি...... তবে প্রয়োজন ও ছিল তোমার...............

সাহসী ও নীতির প্রশ্নে আপোষহীন এক সংগ্রামীর নাম মাহমুদুর রহমান...........

আসুন সবাই মিলে দোয়া করি........ কারণ আপনাদের তার জন্য কিছু করার মত সক্ষমতা নেই......

চার ছক্কা হৈ হৈ

বিরানির ডেক গেল কৈ

থাবা বাবু অক্কা পেল প্রধানমন্ত্রী তার বাসায় হাজির,

মন্তব্য- জামাত শিবিরের রাজনীতি

করার অধিকার নাই।

ইমরানের ডাকে পতাকা উত্তোলন স্বয়ং প্রধান মন্ত্রী সহ সরকারের অংশ গ্রহন।

ইমরানের ডাকে মোমবাতি প্রজ্জলন,

সংসদ ভবন সহ অংশ গ্রহন।

শাহবাগে নতুন প্রজন্মের সাথে রাজাকার

জংগিরা বাদে সবার একাত্মতা প্রকাশ,রাতদিন টানা লাইভ

সম্প্রচার। শাহবাগের সমাবেশ নিয়ে মিডিয়ায়

অবিরাম টকশো,

শাহবাগের সাথে সারা দেশের ১৬ কোটি জনতা।

ইমরানের ঘোষনায় পতাকা উঠে আবার

নামে,মোমবাত্তি জ্বলে আবার নিভে।

ইমরানের ঘোষনায়,সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা,বর্জণ,নিষিদ্দ্ব করণ প্রক্রিয়া।

শাহবাগের দাবির প্রতি সন্মান দেখিয়ে যাবজ্জীবন

মামলা ফাসির রায়ে কাযকর!

শাহবাগের দাবিতেই ইসলামি রাজনীতি নিষিদ্দ্ব করন

প্রক্রিয়া।

শাহবাগের প্রতি ইন্ডিয়ান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী,র াস্ট্র দুতের প্রকাশ্য সমর্থন।

শাহবাগের সাথে জাতিয় ক্রিকেট দল,এমপি,সাংস্কৃতিক,

রাজনৈতিক,সাংবাদিক, ইত্যাদি গ্রুফের একাত্মতা।

শাহবাগ আন্দোলন কে দ্বিতিয় মুক্তিযুদ্বের তুলনা,

শাহবাগ বিরুধিদের রাজাকার বলে আখ্যায়িত।

শাহবাগ সম্প্রকে বিএনপির স্পস্ট মনোভাব প্রকাশের দাবি, শাহবাগের নিরাপত্তায় নজির বিহিন

ব্যবস্থা নেয়া,

আরো অনেক কথা কত বলবো আর কত লিখবো।

আজ কেন শাহবাগ নিরাপত্তাহীন?

ইমরানদের উপর কারা হামলা করছে? কারা মামলা করছে?

কোথায় ১৬ কোটি জনগন? কোথায় আগের সেই সমরথন?

তাহলে কি সবই ভুয়া ছিল,

সরকার নিয়ন্ত্রিত নাটকই ছিল?

স্বার্থ উদ্দ্বার হয়ে যাবার এই আচরন।

শাহবাগের নেপথ্য গল্প জাতি জানতে চায়। আশাকরি শিঘ্রই

জাতি সব জানবে। ৭১ এর চেতনার নামে জাতিকে বিভক্ত করার নীল

নকশা আস্তাকুড়ে নিহ্মিপ্ত হবে ইনশাল্লাহ।

কিন্তু এসব নাটকের শুরু থেকে যিনি জীবন বাজি রেখে জাতীকে সঠিক নির্দেশনা দিয়েছিলেন জাতীর সেই ন্যায়ানুগ সংগ্রামী নেতা আজ কোথায়?? তার জন্য আমি আমরা কি করছি?? আমাদের কি কোন করনীয় নেই??? এই ভাবেই কি পথ হারাবে বাংলাদেশ!!!!!!

আমরা কি মেরুদন্ড হীন??

হয়ত এই দেশে আর কোন মাহ্ মুদুর রহমান জন্ম নিবে না.............

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205602
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : উনার মত বদের হাড্ডি তথাকথিত সাংবাদিক আর জন্ম না নেওয়াই ভালো।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৫
154480
সত্য নির্বাক কেন লিখেছেন : হুম
205610
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুল বললেন।
মাহমুদুর রহমানরা কোন মানুষের স্বিকৃতির অপেক্ষায় জন্ম নেয়না। তারা মানুষের জন্য শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০২
154515
সত্য নির্বাক কেন লিখেছেন : কেও কাউকে ভালবাসল আল্লাহর জন্য কাউকে ঘৃণা করল আল্লাহর জন্য, কাওকে কিছু দান করল আল্লাহর জন্য, কাউকে কিছু দান থেকে বিরত থাকলে তাও আল্লাহর জন্য , তবে তুমি তোমার ঈমান কে পরিপূর্ণ করে নিলে।" এটি তো আপনার জানা। ঠিক বলেছেন। তাদের এত বিপদ দেখে অনেকে সাহস হারাবেন। সে সমাজ গুণীজনদের কদর করে না সেখানে নাকি গুনিজন জন্ম নেয়না....।
205631
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া করি যুগে যুগেই জম্ম নিক আরো কোটি মাহমুদুর-রহমানেরা..........।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
154516
সত্য নির্বাক কেন লিখেছেন : আমীন চুম্মা আমীন ।
205764
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৮
বুঝিনা লিখেছেন : মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দোয়া করি যুগে যুগেই জম্ম নিক আরো কোটি মাহমুদুর-রহমানেরা..........।
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৫
154645
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File