আপনি কি ১৯৭১ সালেই আটকে আছেন???

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪১:০৬ সকাল



আজ যদি আপনাকে প্রশ্ন করা হয়,

“আপনি কেন পাকিস্তান সাপোর্ট করেন না?”

আপনি উত্তর দিবেন, ১৯৭১ সালের অজুহাত দেখিয়ে।

আবার যদি প্রশ্ন করা হয়,

আপনি কেন ভারতকে সাপোর্ট করেন,

আপনি উত্তর দিবেন, ঐ ১৯৭১ এর অজুহাত দেখিয়ে।

১৯৭১, হা ১৯৭১ …………

ঐ ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের যা

ক্ষতি করার করেছিলো, এরপর স্বাধীন বাংলাদেশের

অভ্যন্তরীণ ব্যাপারে তারা নাক গলায় নাই।

কিন্তু, ভারত??

ভারত ১৯৭১ সাল থেকে শুরু করে

এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ

বিষয়ে নাক গলিয়ে যাচ্ছেই তো যাচ্ছে!

আচ্ছা, আমরা কি এমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম??

মুক্তিযোদ্ধারা কি এ জন্যই দেশ স্বাধীন করেছিলেন???

আপনি যদি ভারত সাপোর্ট করেন,

তাহলে আমি বলবো আপনি এখনো

১৯৭১ সালেই আটকে আছেন,

২০১৪ পর্যন্ত পৌছাতে পারেন নি।

যদি পারতেন, তবে ঐ ১৯৭১ সালে

যেভাবে পাকিস্তান কে ঘৃণা করেছিলেন,

ঠিক তেমনি এখন ভারতকে ঘৃণা করতেন।

আপনি ইতিহাস পড়েছেন,

পাকিস্তানিরা হাজারো নারীকে ধর্ষণ করেছে,

তাহলে আমি বলবো শেখ হাসিনাও ধর্ষিত হয়েছে।

হাসিনার কথা শুনে অবাক হলেন নাকি??

আমি শুনেছি হাসিনাও ধর্ষিতা হয়েছিলো!

জামায়াতের নেতা কামরুজ্জামান ১০-১৫ বছরের

ছেলে হয়েও যদি ধর্ষন করে তবে তো

হাসিনারও ধর্ষিতা হবার কথাও সত্য!

কারন, ইতিহাস যেটা শুনাবে সেটা

মিথ্যা হলেও সত্য, এবং এটাই এখন বাস্তব!

কিন্তু আমি আপনাকে ইতিহাস

শোনাবো না এবং পড়াবো না,

কারন যা আপনি দেখেছেন তা কি

আপনি জানার জন্য আবারো পড়বেন??

আপনি স্বচক্ষে দেখেছেন,

ভারতের উস্কানিতে দেশের হাজারো

আলেম-নেতাকর্মী হত্যা, বিডিয়ার বিদ্রোহ!

বাংলাদেশের অশান্তির একমাত্র সৃষ্টিকারী ভারত।

আপনি স্বচক্ষে দেখেছেন,

বাংলাদেশের সংবিধান নষ্ট করে

ভারত কিভাবে দেশ থেকে ইসলাম উঠিয়ে নিতে চায়!

আপনি স্বচক্ষে দেখছেন,

ভারত কিভাবে ফেলানীদের

হত্যা করে ঝুলিয়ে রাখে!

আপনি স্বচক্ষে দেখেছেন,

আমাদের ক্রিকেটকে নষ্ট করে দিতে

ভারতের আপ্রান চেষ্টা!

আপনি স্বচক্ষে দেখেছেন,

ভারত কিভাবে আমাদেরকে পানির

ন্যায্য হিস্যা থেকে বঞ্ছিত করে

দেশকে মরুভূমিতে পরিণত করে??

আপনি স্বচক্ষে দেখতেছেন,

ভারত কিভাবে এদেশকে তাদের

অঙ্গরাজ্যে পরিণত করতে চায়!

এগুলা দেখেও যদি আপনি না জানেন,

তাহলে আপনি ঘুমন্ত!

আবার এগুলা যদি না দেখে থাকেন,

তাহলে আপনি ১৯৭১ সালেই আটকে আছেন।

আর এগুলা দেখে, বুঝেও যদি আপনি

ভারতকে সাপোর্ট করেন, বন্ধুত্বের দোহাই তোলেন,

তাহলে আপনার রক্ত ভারতের রক্ত,

আপনার রক্ত ভারতীয় গেরিলাদের রক্ত!

এখনো যদি আপনি ভারত সাপোর্ট করেন,

তাহলে এবার উত্তর দিনঃ

→ আপনি উপরের কোন দলে?--নিস্তব্ধ আত্মা??

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176233
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
আইমান হামিদ লিখেছেন : ভাই মনে আপনার দুঃখ কিছুটা বুঝতে পেরেছি।
ভারতকে নিয়ে আমার বিশ্লেষনধর্মী একটি পোস্ট

http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/3057/aimanctg/26822#.UvsYDvldWVg
176363
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমাদের জন্য ভারত কখনো বন্ধু নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File