আজকে ঢাকায় শহীদ-১ ও ধন্য হে রাজাকার! তোমার প্রতি লাখো সালাম!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৪:১৫ সকাল



আল্লাহ আমার এই ভাইকে শহীদ হিসেবে কবুল করুক...আমিন

রাজধানী মিরপুরে জামায়াতের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় জামায়াতের দারুসসালাম থানার আমির বেলাল হোসেন (৫০) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মীরপুর কালসী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত ১৯ দলের বিক্ষোভ কর্মসূচির সমর্থনে সকালে জামায়াতের পল্লবী থানার নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিরপুর কালসী রোড থেকে মিছিলটি বের হয়ে বিহারী ক্যাম্পের পাশে পৌঁছলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি বর্ষণ করে।

এসময় গুলিবিদ্ধ জামায়াত নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জামায়াতের দারুস সালাম থানার আমির বেলাল হোসেন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনটিভি।



ধন্য হে রাজাকার! তোমায় লাখো সালাম!

-------------------------------------------------

অধ্যাপক গোলাম আযমের ভবিষ্যত চিন্তাধারা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে.. তিনি আজ থেকে ৪২ বছর আগে যে ভয়ের কারণে অখন্ড পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেননি, বর্তমানে বেহায়া ভারতের বাংলাদেশের সব বিষয়ে না গলানো নিয়ে তাঁর সেই অতীত চিন্তা চেতনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আসলে জ্ঞানীদের চিন্তাধারা সঠিক হয়!

অধ্যাপক গোলাম আযম তাকে গ্রেপ্তারের আগে অনেকগুলো চ্যানেলে স্বাধীনতা যুদ্ধ নিয়ে তার অবস্হানকে ব্যাখ্যা দিতে দেখেছি। তাতে তিনি বলেন, আমি তখন অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম। তার এই পক্ষ থাকার দুইটা কারণ আছে একটা ধর্মীয়, আরেকটা রাজনৈতিক।

ধর্মীয় বিষয়টা হচ্ছে- মুসলমান যখন ক্ষমতায় থাকে তখন তারা ভূমির আয়তনের বৃদ্ধি ঘটান, যা ন্যায় পরায়ন শাসক এবং খলিফা দ্বারা প্রমাণিত। তাকওয়া ভীরু মুসলমান কখনোই মুসলিম ইমারতের খণ্ডন চাইতে পারেন না।

আর গোলাম আযম সাহেবর চোখে রাজনৈতিক কারণটা হচ্ছে- পাকিস্তান বৈরী আচরণ করতো ঠিক কিন্তু তাই বলে তাদের থেকে আলাদা হয়ে গেলে আমাদের আজীবন ভারতের অদৃশ্য গোলামীর মধ্যে ডুবে থাকতে হবে। কারণ তিনি ধারণা করতে পেরেছন পাকিস্তান থেকে আমরা আলাদা হতে গেলে একটা সংঘাত অনিবার্য আর তখন ভারত এসে বন্ধুত্বের ভাব দেখাবে আর এই সংঘাতে তাদের সাহায্য নেয়া জরুরী হয়ে পড়বে। সব কিছু মিলায়ে হলোও তাই। আজ স্বাধীনতার ৪২ বছর হলো ভারত কি একটু সময়ের জন্যেও এই দেশটাকে শান্ত হতে দিয়েছে। মেজর জিয়া হত্যা তারপর এরশাদকে ভারতের ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে বিএনপিকেও তারা ব্যবহার করছে আর আওয়ামী লীগ তো তাদেরই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মাথার উপর বসে আছে!

তাই স্বাধীনতার ৪২ বছর পার হলেও বাংলাদেশের মানুষ আজ অধ্যাপক গোলাম আযমের চোখ দিয়েই ভারতকে দেখছে। আফসোস! ভারত নির্লজ্জভাবে বাংলাদেশের সব বিষয়ে নাক গলাচ্ছে।

ধন্য হে রাজাকার! তোমার প্রতি লাখো সালাম!



বিষয়: বিবিধ

১৭৫৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172305
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১১
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগলো
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
126034
সত্য নির্বাক কেন লিখেছেন : কবিতা চাই কবিতা
০৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
127255
সুমন আখন্দ লিখেছেন : Happy Happy>-
172313
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
আবু আশফাক লিখেছেন : হে আল্লাহ! শহীদের রক্তের বিনিময়ে হলেও তুমি বাংলাদেশে ইসলামী আন্দোলনকে সফলতা দান করো।

০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
126035
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন।।একদিকে সকল ইসলাম বিদ্বেষী ধান্ধাবাজ মিডিয়া এবং কুশিল শ্রেণীর লোকেরা ইসলামপন্থীদের নিরস্ত্র রাখার জন্য জঙ্গিবাদ ট্যাগ দিয়ে দৌড়ের উপর রাখে যাতে ঘুরনাক্ষরে সেই ইসলামপন্থি লোকেরা নিজেদের চিন্তায় কখনো অস্ত্র হাতে যুলুমের প্রতিবাদে অবতীর্ণ হতে না পারে অন্য দিকে যারা সমাজ রাষ্ট্রে দুস্কৃতিমূলক কাজ ,অন্যায়, যুলুমে সয়লাব বইয়ে দেয় তাদের হাতে ঠিকই অত্যাধুনিক মারণাস্ত্র দেখা যায় যা দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা হয়, মজলুমদের উপর কর্তৃত্ব প্রতিষ্টা করা হয়,অন্যায়ের প্রতিবাদী মুসলিম তরুণদের হত্যা করতে ব্যবহার করা হয়।

তবুও সেই অস্ত্রধারীরা রাষ্ট্রে জঙ্গি ট্যাগ পায় না, কারন তারা মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী-ছাত্রলীগের কর্মী বলে !!

সন্ত্রাস দমন করতে, অশান্তি-অস্থিতিশীল পরিবেশ থেকে শান্তি-স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনতে হলে ভাল কাজের আদেশকারীগনদের অবশ্যই অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়েই করতে হবে। এতে মিথ্যার বাহকেরা যা বলে তাতে কর্ণপাত দেওয়া যাবে না।

এরূপ কাজের ব্যাক্তিদের উদ্দেশ্যে কুরআন বলেছে ,তারা নিন্দুকের নিন্দায় পরোয়া করে না।.
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
126227
আবু আশফাক লিখেছেন :
172323
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২০
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : ভোট চাইতে গিয়ে চড় খেলেন মন্ত্রী .......
বিস্তারিত পড়ুন......
Click this link
172324
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
হতভাগা লিখেছেন : বৃহত একটা দেশের একেবারে মাঝে থেকে কোন দেশ স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটা বড্ড বেমানান
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৭
126074
সত্য নির্বাক কেন লিখেছেন : আসুন মিলে হই একাকার.....
না ভাঙব ৭ সিস্টার.....।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
126085
আহমদ মুসা লিখেছেন : মাঝেই যেহেতু অবস্থান তা হলে কেন্দ্রীয়ভাবে সব কিছুই মাঝখান থেকেই নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু গোলাম দাসীগুলো সব কিছু ডি-সেন্ট্রেলাইজ করে নিজের অস্থিত্বই বিলীন করে দিতে চাচ্ছে। গোলাম-দাসীগুলো গোলামীর মানসিকতার উর্ধে উঠার আক্কেল জ্ঞান কখন হবে?
172380
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : শহীদেরা মরেনা তারা অমর এবং পরকালে তাদের জন্য রয়েছে জান্নাত অবধারিত।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
126167
সত্য নির্বাক কেন লিখেছেন : মহান রব কবুল করুন
172408
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
আহমদ মুসা লিখেছেন : হে আল্লাহ! এই মজলুম প্রতিবাদী ম’মিন বান্দাহর আত্মত্যগ কবুল করুণ। তাকে শাহাতাদের মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে নিন।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
126166
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন
172414
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
নাবীল লিখেছেন : আমিন ।আল্লাহ উনাকে জান্নাতের উত্তম স্থান দান করুন।আমিন।
আমার প্রশ্ন সুশিল সমাজের সেই চৌদন আলিদের কাছে তারা শুধু জামাত শিবিরে সহিংসতা দেখে জামাতের উপর বিনা কারণে যে এই কুলাঙ্গার কুত্তার বাচ্ছা পুলিশ নামক হাছিনা মারানির সন্ত্রাসিরা বিনা করণে গুলি করছে এই টা চোখে দেখেনা।
মনে চায় এই লোক গুলারে কাইট্রা লবন মরিছ লাগাইয়া দিলে মনের দুঃখ দুর হবে।
জামাত শান্তি কামি দল বিধায় আওয়ামী লীগ বেছে গেল।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
126165
সত্য নির্বাক কেন লিখেছেন : নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন সম্বলিত একটা তালিকা করেন যেমন----
১। আপনি নেশা করেন?
২। আপনি ধূমপান করেন?
৩। আপনি প্রেম করেন?
৪। চাদাবাজি/ছিনতাই করেন?
৫। পড়াশোনা করেন?
৬। নামাজ পড়েন?
৭। কুরআন,হাদিস, ইসলামী সাহিত্য পড়েন?

এবার এই প্রশ্নগুলোর আলোকে জামায়াত শিবির এবং অন্যন্য সংগঠন গুলোর তুলনামূলক বিশ্লেষণ করেন।
শুয়োর কারা কত প্রকার ও কি কি সব জানতে পারবেন, এমনকি আপনি নিজেও তাদের অন্তর্ভুক্ত থাকতে পারেন
172829
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
মোহাম্মদ লোকমান লিখেছেন :
ধন্য হে রাজাকার! তোমার প্রতি লাখো সালাম
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
126863
সত্য নির্বাক কেন লিখেছেন : সালাম সালাম হাজার সালাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File