কনডেম সেলে যেভাবে কাটছে আল্লামা সাঈদীর দিনগুলি! -----------------------------------------------------------
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জানুয়ারি, ২০১৪, ১২:৩৮:৫৬ দুপুর
রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতাসীন দলের সীমাহীন যুলুম-নির্যাতন ও বর্বরতার কারণে আমরা অনেকে ভুলে যেতে বসেছি বিশ্বখ্যাত মোফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে। তিনি যালেমদের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মৃত্যুর(শহিদী মিছিলে যাবার) প্রহর গুনছেন।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমানে রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে। সেখানে তিনি কুরআন তেলাওয়াত ও আত্মজীবনী লিখে সময় কাটাচ্ছেন। তার সেঝো ছেলে মাসুদ সাঈদী এ তথ্য জানিয়েছেন।
মাসুদ সাঈদী বলেন, “ট্রাইব্যুনালের রায়ের পর থেকে গত প্রায় ১১টি মাস ধরে কারাগারের কনডেম সেলে কঠিন সময় পার করছেন আমার বাবা। তার বেশিরভাগ সময়ই কাটছে খুবই ছোট একটি কক্ষে। তিনি প্রায় সবসময়ই পবিত্র কুরআন তেলাওয়াত করছেন, বাকি সময় লিখছেন তার জীবনের অভিজ্ঞতা। অনেকটা আত্মজীবনী টাইপের। কুরআনের তাফসির করা থেকে শুরু করে তাকে যুদ্ধাপরাধের মামলায় জড়ানো এবং তার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে লিখছেন ওই আত্মজীবনীতে।”
মাসুদ সাঈদী জানান, বেশিরভাগ সময় কনডেম সেলে থাকলেও হার্টে পাঁচটি রিং এবং ৩৬ বছর যাবত ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার কারণে কিছুটা সময় তাকে হাঁটার সুযোগ দেয়া হচ্ছে এবং মাসে একবার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয়।
মাসুদ সাঈদী বলেন, “আমার বাবা বিশ্বব্যাপী কুরআনের খাদেম, কুরআনের মুফাসসির হিসেবেই পরিচিত। তিনি প্রচলিত ধারার কোনো রাজনীতিবিদ নন। আমার বাবা নিজেও কুরআনের খাদেম হিসেবে নিজের পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন। কারণ এই কুরআনের তাফসির শুনেই তার হাতে প্রায় হাজারের কাছাকাছি লোক মুসলমান হয়েছেন। অগণিত মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছে। এই কুরআনের ময়দানে ফিরে আসার জন্যই তিনি প্রতীক্ষায় প্রহর গুণছেন।”
হে আল্লাহ! যুগের এই শ্রেষ্ঠ আলেম এবং বিশ্বখ্যাত কুরআনের খাদেমকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমীন!
বিষয়: বিবিধ
২৪৭৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি এই বক্তব্যের সাথে একমত।
বিস্তারিত পড়ুন
Click this link
মন্তব্য করতে লগইন করুন