জামাত শিবির মানুষ না এরা পিঁপড়া ,তারা নিষিদ্ধ এ অপয়া সমাজে ....

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ জানুয়ারি, ২০১৪, ০১:৩৩:৩৭ দুপুর



জামাত শিবির মানুষ না এরা পিঁপড়া। এরা কোন মানব মানবীর ওরশে জন্মে না । এদের মা ও নেই বাবা ও নেই , ভাই ও নেই বোন ও নেই। এদের কোন রাস্ট্র নেই তাই আবাসের অধিকার ও তাদের নেই । তাই এদের জন্য আইন আদালত ও নেই। এদের জন্য কেন আপনার হৃদয় কথা বলবে? আপনার তো হৃদয় নেই! আপনি তো ড্রাকুলা বা তার সহযোগী ।

তাদের নিয়ে কেন নিউজ হবে?? যেখানে মিত্যা বলার অধিকার চায় চেতনার ধ্বজাধারী জাফ্রিক্রা!! সেখানে কেন সত্য নিউজ হবে? কার বুক এত বড় মাহ্ মুদুর রহমান হবে?? কার এত সাহস স্ত্রী পোলা পরিজনদের ধুকে ধুকে মারবে দিগন্ত , ইসলামিক টিভি বা ইনকিলাবের মত?? না না সবায় হায়েনা হও নতুবা হায়েনার সহযোগী!! যতই নির্যাতন, নিপীড়্‌ গোম, খুন হোক না কেন তাদের নিয়ে হবে না কোন নিউজ, হবেনা কোন খবরের কাগজের প্রধান শিরুনাম শিরু ওই সব তো ঐ চেতনার জন্য নির্ধারিত!! কেন তাদের জন্য মানবাধিকার তারাতো মানুষই নয় পিঁপড়া!!!

এই অপয়া সমাজে তোরা নিষিদ্ধ!!!!!!!!

তোরা নিষিদ্ধ।

খবরদার, কথা বলিস না। তোরা নিষিদ্ধ। গুলি খেয়ে ক্ষেতের আইলে, ডোবায়, খালে বিলে মরে পড়ে থাক। একদম কথা বলবি না, নিষিদ্ধদের আবার কথা কীসের? না, জানাযাও পড়তে পারবি না, নিষিদ্ধদের আবার জানাযা কীসের? তোদের হাতে অস্ত্র দেখাতে পারিনি তো কি হয়েছে? তারপরও তোরা সশস্ত্র জঙ্গি। পেট্রোল বোমা মেরে যাত্রীবাহী বাসে মানুষ হত্যা কিংবা হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে হামলা মামলায় তোদের অপরাধ বা অংশগ্রহণ প্রমাণ করতে পারিনি তো কি হয়েছে? তারপরেও তোরা সহিংস। চুপচাপ লাশ হয়ে সোজা শহীদ হয়ে জান্নাতে চলে যা, তোদের কোন কথা শুনতে চাই না। একদম চুপ থাক, তোরা নিষিদ্ধ।

তবে জেনে রাখুন এদের জন্য একজন আছেন যিনি আপনার আমার সবার মালিক। যিনি আদ ও সামুদ জাতির সৃষ্টি ও বিনাশ করেন ।

তোমরা রুপবান হও রুপবান বাহির কর!! তিনি লুত এর কওম কে ধ্বংস করেন আর তোমাদের জন্য লুত সাগর ও জীবিত রাখেন!! জানি তোমাদের একই পরিণতি না হওয়া পর্যন্ত তোমাদের শিক্ষা হবে না!!

আমরা দুনিয়ায় সুখে কিংবা দূঃখে, আনন্দ কিংবা ব্যদনায়, খেয়ে অথবা না খেয়ে ঘুমিয়ে বা জেগে সবই আল্লাহকে কেন্দ্র করে । প্রতিটি মুমিনের চেতনা তাই হতে হয়। আল্লাহ এবং তার বান্দা ও রাসুল তাহাই শিক্ষা দিয়েছেন। আমাদেরকে জামাত শিবির ও তাহাই শিক্ষা দেয়।। যতই পিঁপড়ার মত মার চূড়ান্ত সফলতা আমাদেরি।।

জামায়াত-শিবিরের মজবুত অর্থনৈতিক ভিত্তি এবং ত্যাগী নেতা-কর্মী রয়েছে, যারা যেকোনো আন্দোলনকে সফল করতে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়তে পারে।কারন তারা ঘাটের পয়সা খরচ কইরা রাজনীত করে, এবং তা দুনিয়ার কোন স্বার্থে নয়। সুতরাং তারা মরলে ও খুশী , বাঁচলে ও যদি না তাদের মালিক মওলা সন্তুষ্ট থাকিবে জ্ঞান করে। অতএব তাদের ব্যর্থ করার ব্যর্থ চেষ্টা হতে বুদ্ধিমান হইলে সরে আসতে বাধ্য। নতুবা এরা নিজেরাই ব্যর্থ মনোরত হইয়া নতুবা নর্দমার কীট হইয়া ধ্বংস হোক তাতে কার কি??

বিষয়: বিবিধ

১৮৯৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165337
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
119530
সত্য নির্বাক কেন লিখেছেন : দ্রুত এবং সংক্ষিপ্ত কমেন্ট করার জন্য মোবারকবাদ।
165345
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : যারা এই দেশ চায়নি তাদের ঝেটিয়ে পাকিস্তানে পাঠানো দরকার।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
119538
সত্য নির্বাক কেন লিখেছেন : এদের জন্য কেন আপনার হৃদয় কথা বলবে? আপনার তো হৃদয় নেই! আপনি তো ড্রাকুলা বা তার সহযোগী ।
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০৩
119781
মনসুর আহামেদ লিখেছেন : @শিশির ভেজা ভোর,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
165357
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
সালাহ লিখেছেন : এরা ভেসে আসা আবর্জনা
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৪
119541
সত্য নির্বাক কেন লিখেছেন : যেখানে মিত্যা বলার অধিকার চায় চেতনার ধ্বজাধারী জাফ্রিক্রা!!

তোমরা রুপবান হও রুপবান বাহির কর!! তিনি লুত এর কওম কে ধ্বংস করেন আর তোমাদের জন্য লুত সাগর ও জীবিত রাখেন!! জানি তোমাদের একই পরিণতি না হওয়া পর্যন্ত তোমাদের শিক্ষা হবে না!!
165361
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
বড়মামা লিখেছেন : এইটা ঈমানের কঠিন পরিক্ষা ।ইনশাআল্লাহ দ্বীনের মুাহিদেরা এই পরিক্ষায় পাস করবে ।
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৩
119558
সত্য নির্বাক কেন লিখেছেন :
165366
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এসব বলে আর কি হবে? জালিমের অন্তরটা কি একটু ও কেঁপে উঠেনা?
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
119559
সত্য নির্বাক কেন লিখেছেন : তাদের হৃদয় নেই! তাঁরা তো ড্রাকুলা বা তার সহযোগী ।
165367
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
ইশতিয়াক আহমেদ লিখেছেন : এসব বলে আর কি হবে? জালিমের অন্তরটা কি একটু ও কেঁপে উঠেনা?
165371
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪২
মুক্ত বাতাসে লিখেছেন : ঠিক বলেছেন আপ্নার সংগে আমি এক্মত
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
119560
সত্য নির্বাক কেন লিখেছেন : একমত হওন কিংবা দ্বিমত তাঁরা মন্দ পরিণতি ভোগ না করা পর্যন্ত থামবে না!!
165395
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
আল সাঈদ লিখেছেন : অর্থনৈতিক এবং চিন্তা-চেতনায় আরো অনেক অনেক শক্তিশালী হতে হবে এবং ঈমানের সহিত থাকতে হবে।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
119627
সত্য নির্বাক কেন লিখেছেন : তার কি সময় হবে? যা আছে সম্বল বিলিয়ে বিলিন ও হোয়া লাগতে পারে খোদার রাহে.।.।.।.।.।.।।
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
119628
সত্য নির্বাক কেন লিখেছেন : তার কি সময় হবে? যা আছে সম্বল বিলিয়ে বিলিন ও হোয়া লাগতে পারে খোদার রাহে.।.।.।.।.।.।।
165457
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
সালাম বাংলাদেশ লিখেছেন : ভাই দুর্বল ঈমানের অধিকারী আমি, কমেন্ট করতেও ভয় লাগে, আমার ব্যাংক থেকে পুলিশ এসে কর্মকর্তা কর্মচারিদের নামের তালিকা চেয়েছে, দিতে হবে অবশ্যই জানিনা সামনে কি আছে ? হয়ত বাড়ি বাড়ি গিয়ে হাজির হবে হায়েনার বাচ্চারা।
২১ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
119733
সত্য নির্বাক কেন লিখেছেন : ওয়াললাহু খায়রুল হাফিজিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File