জুতা সমাচার
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৭ জানুয়ারি, ২০১৪, ১১:৩৩:৩৭ রাত
গুগলে সার্চ দিয়ে দেখলাম জুতা নিক্ষেপের মত নন ভায়োলেন্ট প্রতিবাদকে ইংরেজীতে Shoeing বলে। ২০০৮ সালে ইরাকী সাংবাদিক Muntadhar al-Zaidi এই প্রতিবাদ পদ্ধতি আবিষ্কার করে আমেরিকান প্রেসিডেন্ট বুশের ওপর প্রয়োগ করেন। তার দেখানো পথে অনেকের ওপরই এই অহিংস প্রতিবাদ প্রয়োগ করা হয়েছে; যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১/ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং (২০০৯ সাল)
২/ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানী (২০০৯ সাল)
৩/ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী (২০১০ সাল)
৪/ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার (২০১০ সাল)
৫/ মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনী মুবারক (২০১১ সাল)
৬/ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পাভেজ মোশাররফ (২০১১ সাল) এবং
৭/ ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী রাহুল গান্ধী (২০১২ সাল)
উপরের লোকগুলোর মান-ইজ্জত জ্ঞান কিছুটা ছিলো বলে বিষয়টা চেপে গিয়েছিলো। আর আমাদের দেশের নেতাদের মান-ইজ্জত জ্ঞান নেই বলেই ৩০০০ জনের বিরুদ্ধে জুতা হামলার মামলা করেছে। তার মানে স্বীকার করে নিচ্ছে যে ৩০০০X২=৬০০০ জুতা খেতে হয়েছে। এদিকে আজ চট্টগ্রামেও আরেকজনের ওপর একই কায়দায় জুতা হামলা হয়েছে।
অনেক আগে বাংলাদেশী এক সিনেমায় এ.টি.এম শামসুজ্জামান ভিলেন হিসেবে নায়কের এক জুতার বাড়ি খেয়ে বলেছিলেন "মানীর মান এক জুতায় যায় না"। ক্ষেপে গিয়ে নায়ক আরেকটা জুতার বাড়ি দিলে এ.টি.এম এর বক্তব্য ছিলো, "মানীর মান দুই জুতায় ও যায় না!"। হতাশ হয়ে নায়ক হাল ছেড়ে দিয়েছিলেন।
অবশ্য গোলাম মাওলা রনিও বলেছেন, "আওয়ামী লীগের মান-সম্মান এত বেশি যে কেয়ামত পর্যন্ত জুতাপেটা করলেও শেষ হবার নয়"।
দেখা যাক জনগণ কখন হতাশ হয়ে হাল ছেড়ে দেয়? আফটার অল জুতা নিশ্চই বাংলালিংক দামে পাওয়া যায় না।
[জুতা নিক্ষেপের তালিকার জন্য নীচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।
http://en.wikipedia.org/wiki/Shoeing] --ডব্লিওজামান
বিষয়: বিবিধ
২৮২২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
আর না হয়- লেডি হিটলারের দিতে পারেন-
এবার ভূমি প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড: ম খা আলমগীরের পর এবার নয়া ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে চট্টগ্রামের পটিয়াস্থ জমিয়াতুল ইসলামীয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
ভূমি প্রতিমন্ত্রী বক্তব্যের শুরুতেই ‘বর্তমান সরকার ইসলাম বিরোধী নয়, এ সরকার ইসলামের পক্ষে কাজ করছে । জননেত্রী শেখ হাসিনা ৫ ওয়াক্ত নামাজ পড়েন’ এ কথা বলার সাথে সাথে উপস্থিত জনতা উত্তেজিত হয়ে চিৎকার ও হট্টগোল শুরু করে।
এসময় আয়োজকরা অনেক চেষ্টা করেও উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়। উত্তেজিত জনতা ভূমি প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল নিক্ষেপ করে।
পরিস্থিতি বেগতিক দেখে ভূমি প্রতিমন্ত্রী বক্তব্য না দিয়েই মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
উল্লেখ্য, নয়া ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবুর পুত্র।
এই বার কি উনার পালা
মন্তব্য করতে লগইন করুন