'যাও টাকা নিয়ে এস,তবেই বাবাকে ছাডাতে পারবে।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:০২:০৬ সকাল



আমাদের একজন জাফর ইকবাল,আনিসুল হক বা মুনতাসীর মামুন নেই যে যশোরে ৯ বছর বয়সী সজীবকে নিয়ে আবেগী কলাম,কিংবা উপন্যাস লিখবে যে তার বাবার মুক্তির জন্য পুলিশকে টাকা দিতে স্কুলের বই ফেলে চা'এর দোকানে কাজ নিয়েছে,অমানুষিক পরিশ্রম করছে।

কিংবা একজন আরাফাত সিদ্দিকী বা মোজাম্মেল বাবু নেই যারা এই ৯ বছর বয়সী সজীবকে নিয়ে টিভি টক শো গরম করে দিবে,প্রামান্য ভিডিও চিত্র বানিয়ে সাডা ফেলে দিবে।

সজীব,৯ বছর বয়স,তার বাবাকে পুলিশ গ্রেফতার করেছে যশোরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে,,যদিও তিনি নির্দোষ,খোদ স্থানীয় হিন্দুরাও বলছে সজীবের বাবা এসব করে নি।সজীবের বাবা একজন সামান্য চা দোকানদার।পুলিশ বলেছে টাকা দিলে বাবাকে ছাডিয়ে নেয়া যাবে,তাই সজীব বই ফেলে চা এর কেতলী হাতে টাকা কামাচ্ছে,বাবাকে ছাডিয়ে আনতে।

আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ তো খুব কান্নাকাটি করেন বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে,তো তিনি কি কিছু করবেন?

নাকি চোখ বন্ধ রাখবেন যেভাবে ছাত্রলীগ কতৃক এম সি কলেজের ছাত্রাবাস পুডিয়ে দেয়ার সময় করে ছিলেন।

চা বিক্রি করে খুব বেশী আয় করা যাবে না যে টাকা দিয়ে সজীব তার বাবাকে মুক্ত করতে পারবে।সজীব এক কাজ করতে পারে,,,সে চুরি করতে পারে,ছিনতাই করতে পারে অথবা কাউকে অপহরন করে মুক্তিপণ দাবী করতে পারে।এতে অল্প সময়ে অনেক টাকা পাওয়া যাবে যা দিয়ে সে তার বাবাকে মুক্ত করতে পারবে।এসব কাজ সহজ করার জন্য সজীব যদি হাতে পিস্তল তুলে নেয়,তবে রাষ্ট্র কি সজীবকে অপরাধী বলবে?

পুলিশ কি সজিবকে গ্রেফতার করবে?তখন কি আবার পুলিশ সজীবের ছোট ভাইকে বলবে,'যাও টাকা নিয়ে এস,তবেই ভাইকে ছাডাতে পারবে।

বিষয়: বিবিধ

১৬২৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163510
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৫
সাঈদ রাহমানী লিখেছেন : সজিবকে নিয়ে আপনি কলম ধরলেন৤ ধন্যবাদ
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৬
117795
সত্য নির্বাক কেন লিখেছেন : ভাই কত সজিব ছড়িয়ে আছে আপনার পাশেই চোখ মেললেই দেখতে পাবেন তাদের করুন চাহনি ,উপলব্ধি করলেই বুঝতে পারবেন তাদের হৃদয়ের দহন আগ্নেয়গিরির অগ্নোৎপাতকে হার মানাচ্ছে। আসুন ঐ সব মজলুমের পাশে দাঁড়ায় প্রসারিত করি দুই হাত। বলি মহান রবের কাছে হে অসহায়ের সহায় এই জালিমদের কবল থেকে এই দেশ ও জাতীকে তুমি মুক্তি দাও।।
163526
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : সত্যি কষ্টকর। মেনে নেয়া যায় না।
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
117823
সত্য নির্বাক কেন লিখেছেন : মেনে নেওয়া আর মনে নেওয়া ...। সব কষ্টের অবসান হোক মহান রবের দরবারে এই প্রার্থনা হোক সকলের ।।
163537
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩১
117824
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ ।আসুন এই অবস্থার অবসানে সোচ্চার হই ।। জনমত গঠন করি ।।
163558
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ।
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
117825
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।। দৃষ্টি উচ্চকিত হোক সকল জুলুমের অবসানে।।
163573
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
আহমদ মুসা লিখেছেন : জাতিকে সজাগ করার যাবতীয় মিডিয়া এখন সন্ত্রাসী এবং পাক্কা অভিনয় কুশলীদের পূর্ণ নিয়ন্ত্রণে। তাই এখন মুতকে মধু এবং মদকে দুধ বলে খাওয়ায়ে গোটা জাতিকে ঘুমের ঘোরে রাখার কৌশল অবলম্বন করেছে। এখন দেখার বিষয় তাদের এই অপকৌশল কতদিন ধরে টিকে থাকে।
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
117826
সত্য নির্বাক কেন লিখেছেন : আমরা যতদিন এর মূখোশ উন্মোচনে সফল হই ।।
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
117827
সত্য নির্বাক কেন লিখেছেন : আমরা যতদিন এর মূখোশ উন্মোচনে সফল হই ।।
163607
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত মানবতাবাদিদের কাছে এর কোন মুল্য নাই। কারন তাদের ইনকামের রাস্তা নাই এখানে।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৫
117931
সত্য নির্বাক কেন লিখেছেন : তাই বলে ইসলাম এদেশে হুজুগে হবেনা শেষ , হুজুগে হবেনা শেষ ।
ইসলাম এদেশের পরতে পরতে ,
রাজপথে ঘরে ঘরে ।
ইসলাম এদেশের নব্বই ভাগ মানুষের অন্তরে ।
163608
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
হতভাগা লিখেছেন : সজীবকেও সংখ্যা লঘু কেইসে ধরে নিয়ে যেতে পারে । সেটা হলে এক প্রকার ভালও হয় , বাবার সাথেই তাকে রাখবে ।

বাবার জন্য তাকে আর খাটা খাটনী করতে হবে না ।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
117930
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি
164133
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৮
ভিশু লিখেছেন : সুন্দর দৃষ্টি আকর্ষণ!
ধন্যবাদ!
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
119462
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File