'যাও টাকা নিয়ে এস,তবেই বাবাকে ছাডাতে পারবে।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:০২:০৬ সকাল

আমাদের একজন জাফর ইকবাল,আনিসুল হক বা মুনতাসীর মামুন নেই যে যশোরে ৯ বছর বয়সী সজীবকে নিয়ে আবেগী কলাম,কিংবা উপন্যাস লিখবে যে তার বাবার মুক্তির জন্য পুলিশকে টাকা দিতে স্কুলের বই ফেলে চা'এর দোকানে কাজ নিয়েছে,অমানুষিক পরিশ্রম করছে।
কিংবা একজন আরাফাত সিদ্দিকী বা মোজাম্মেল বাবু নেই যারা এই ৯ বছর বয়সী সজীবকে নিয়ে টিভি টক শো গরম করে দিবে,প্রামান্য ভিডিও চিত্র বানিয়ে সাডা ফেলে দিবে।
সজীব,৯ বছর বয়স,তার বাবাকে পুলিশ গ্রেফতার করেছে যশোরে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে,,যদিও তিনি নির্দোষ,খোদ স্থানীয় হিন্দুরাও বলছে সজীবের বাবা এসব করে নি।সজীবের বাবা একজন সামান্য চা দোকানদার।পুলিশ বলেছে টাকা দিলে বাবাকে ছাডিয়ে নেয়া যাবে,তাই সজীব বই ফেলে চা এর কেতলী হাতে টাকা কামাচ্ছে,বাবাকে ছাডিয়ে আনতে।
আমাদের শিক্ষামন্ত্রী নাহিদ তো খুব কান্নাকাটি করেন বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে,তো তিনি কি কিছু করবেন?
নাকি চোখ বন্ধ রাখবেন যেভাবে ছাত্রলীগ কতৃক এম সি কলেজের ছাত্রাবাস পুডিয়ে দেয়ার সময় করে ছিলেন।
চা বিক্রি করে খুব বেশী আয় করা যাবে না যে টাকা দিয়ে সজীব তার বাবাকে মুক্ত করতে পারবে।সজীব এক কাজ করতে পারে,,,সে চুরি করতে পারে,ছিনতাই করতে পারে অথবা কাউকে অপহরন করে মুক্তিপণ দাবী করতে পারে।এতে অল্প সময়ে অনেক টাকা পাওয়া যাবে যা দিয়ে সে তার বাবাকে মুক্ত করতে পারবে।এসব কাজ সহজ করার জন্য সজীব যদি হাতে পিস্তল তুলে নেয়,তবে রাষ্ট্র কি সজীবকে অপরাধী বলবে?
পুলিশ কি সজিবকে গ্রেফতার করবে?তখন কি আবার পুলিশ সজীবের ছোট ভাইকে বলবে,'যাও টাকা নিয়ে এস,তবেই ভাইকে ছাডাতে পারবে।
বিষয়: বিবিধ
১৬৮৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ইসলাম এদেশের পরতে পরতে ,
রাজপথে ঘরে ঘরে ।
ইসলাম এদেশের নব্বই ভাগ মানুষের অন্তরে ।
বাবার জন্য তাকে আর খাটা খাটনী করতে হবে না ।
ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন