আমরা কি স্বাধীনতা চাই ??না মুখে লাল-সবুজ রং মেখে রাস্তায় বের হতে চাই ????
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৬ জানুয়ারি, ২০১৪, ১২:২৯:২২ দুপুর
ফেসবুকে গত কয়েকদিনে একটি নিউজের ট্র্যাকশান অকল্পনীয় পর্যায়ের। সাতক্ষীরা অপারেশনে ভারতীয় সামরিক বাহিনীর সম্পৃক্ততার সরকারী দলিল। অস্বীকার করা যাবে না যে খবরটা ভুয়া হতে পারে। আজকের দিনে এ ধরনের কাজ খুব কঠিন না। সমস্যা হোলো খবরটা সত্যিও হতে পারে - সেটা খুব বড় - মানে অচিন্তনীয় রকমের বড় সমস্যা। আমি খুব মনোযোগ দিয়ে দলিলটা লক্ষ্য করেছি - আমার কাছে আউট রাইট বাতিল করার মতো একটা দলিল এটা মনে হয় নি। অবশ্যই তা মনোযোগ দাবী করে।
লেটস নট কিড আওয়ারসেলভস - আমাদের সার্বভৌমত্বের কার্যকারিতা যে প্রশ্নের মুখে - এটা আর এখন কেউ আপত্তি করেন বলে মনে হয় না। এই দলিল যদি সত্যি হয়ে থাকে (আমি মনে প্রাণে চাই যেন তা না হয়) তাহলে অবস্থাটা কী একবার চিন্তা করুন। বাংলদেশ ও ভারতের মধ্যে সরকারী পর্যায়ে আলোচনা হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের ভু খণ্ডে অপারেশন চালাবে কিন্তু জনগণ তার কিছুই জানে না। বিএনপি জামাতকে সমর্থন করার দরকার নেই - শুধু সততার সাথে নিজেকে প্রশ্ন করুন - আমরা কোন পর্যায়ের ক্লায়েন্ট স্টেট হতে চলেছি?
আরো ভয়ঙ্কর বিষয় হোলো মেইনস্ট্রীম মিডিয়ার নীরবতা। এই দলিল মিথ্যা হতে পারে অবশ্যই কিন্তু সেটা তো পরীক্ষা করে দেখতে হবে - নাকি? যে সব দেশের মানুষ কাপড় জামা পরে রান্না করে মাংস খাওয়ার মতো প্রগ্রেসিভ সেরকম অনেক দেশে একটা নির্বাচিত সরকারের পতন হবে ঠিক এরকম একটা নিউজে। কিন্তু বাংলাদেশের যেসব পত্রিকা লেডি গাগা পাছায় ব্যাথা পেলে সচিত্র খবর ছাপে তাদের কাছে এই দলিল সত্য না হলেও ভুয়া - এটা ছাপানোও গুরুত্বপূর্ণ মনে হয় নি।
দুঃখের সাথে জানাচ্ছি - আমরা কি স্বাধীনতা চাই না মুখে লাল-সবুজ রং মেখে রাস্তায় বের হতে পেরেই সন্তুষ্ট থাকতে চাই - এ রকম মৌলিক বিষয় নিয়ে চিন্তা করার সময় আজ।
বিষয়: বিবিধ
১৮৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃসময়ের চেতনাধারীরাই প্রকৃত চেতনাধারী
মন্তব্য করতে লগইন করুন