আমার আজকের স্বপ্ন দেখা.।.।.।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১২ জানুয়ারি, ২০১৪, ১১:৫৬:৫৪ সকাল
চোখে পানি আসল ! কেন জানেন?? আজকে হৃদয় বিদারক এক সপ্ন দেখলাম তাই ।। স্বপ্নের কথা নাকি বলতে বারণ ...।। তবু ও বলি।। ফজরের আগ মুহূর্ত স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙ্গে গেল !! সব মনে নাই যা মনে আছে লিখছি......। ঢাকার উত্তর প্রান্তে সংঘর্ষ চলছে একজন ভাই শাহাদাৎ বরণ করলেন । সাবেক চবি সেক্রেটারি আসলেন আমার সাংগঠনিক ওয়ার্ডে । আমার সাথে সাবেক চবি সভাপতি সহ অনেকে ছিলেন। মলিন বদনে সাবেক চবি সেক্রেটারি আমাদের সাথে হাত মিলালেন । আমি জিজ্ঞাসা করলাম মন খারাপ কেন? বললেন একজন শাহাদাত বরণ করেছেন......।
কি করুন চেহারা তার ঠিক আত্বজা মারা গেলে যে রকম চেহারা হয় । একটু পরে চেরাগ আলীর দিকে নিজেকে আবিস্কার করলাম। ব্যাপক সংঘর্ষ চলছে।। বিভিন্ন জনের জন্য ব্লাড প্রয়োজন।। আহত একেকজনকে আনা হচ্ছে আর রক্ত দেওয়া হচ্ছে।। আমি ইজতিমা মাঠের কর্নারে মসজিদে ডোকলাম সেখানে আরও অনেক কে দেখলাম । পুলিশ আসল জানালায় দেখছে আমাদের। তারা দরজার দিকে আসছে। আমি বিপরীত দিক থেকে বের হয়ে আমাদের আন্য ভাইদের সাথে মিলিত হইলাম। সেখানে ও দেখি রক্ত রক্ত চীৎকার ......। একজনকে রক্ত দেওয়া হচ্ছে......।। ঐ সময় আমার স্ত্রী ডাক দিলেন আযান হয়েছে নামাজ পড়তে উঠুন............ আসসালাতু খায়রুম মিনান নাউম।
প্রিয় বন্ধুরা নিজের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনে রক্তের গ্রুফিং করে রাখুন। এবং সব সময় আপনার ব্লাড গ্রুপ লিখা কাগজ আপনার সাথে রাখুন।।
মহান আল্লাহ্ আমাদের সকল ভাইকে হেফাজত করুন।।
বিষয়: বিবিধ
২১৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিক??
আমরা কোন কারনে নিজ ভূমে পরবাসী??
কেন আমরা স্বাধীনভাবে বিচরণ করতে পারিনা??
আমরা কী অপরাধে এমন শাস্তি পাচ্ছি??
কেন নিজের ঘরটাকেও নিরাপদ মনে করতে পারিনা?
আর এদিকে আওয়ামী দালাল,সুশীল আর শাহবাগীর দল আছে দেশপ্রেম,মুক্তিযুদ্ধের চেতনা,হাবিজাবি নিয়ে।তাদের এই চেতনাই দেশকে ধ্বংস করবে,,দেশ বিপদে পডলে তারা ঠিকই ভারত বা কানাডা,আমেরিকায় পালাবে।যা ক্ষতি হবার তা হবে সাধারন জনগনের।এদের কারনেই তো বাসন্তীরা লজ্জা নিবারনের জন্য জাল দিয়ে শরীর আবৃত করে,,শহরের মানুষ ডাস্টবিনে জড হয়েছিল কিছু খাবার পাবার আশায়,কিংবা রেলস্টেশনের সেই কিশোরটি ক্ষুধা নিবারনে বাধ্য হয়েছিল অন্যের বমি গলাধঃকরন করতে।
দোয়া করুন ...
করতেই থাকুন...
শাহাদাতের লোহু আর মজলুমের আঁশু-
কোনটাই বিফলে যাবার নয়.. ইনশাআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন