এক সুন্দরীর গল্প.।.।।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৯ জানুয়ারি, ২০১৪, ১২:২৮:১৩ রাত



মেয়েটা যে রূপবতী, এটা নিয়ে কারো দ্বিমত নেই।

দেশের নামকরা ভার্সিটিতে হিস্ট্রিতে অনার্স করছে সে। থার্ড ইয়ার। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপের চমক দেখিয়ে সবাইকে পেছনে ফেলে প্রথম হয়ে গেল সে! সেই সুবাধে মিডিয়ায় ছড়িয়ে পড়লো তার সুনাম! কয়েকটা নাটক-সিনেমায় অভিনয়ও করে ফেললো!

অবশ্য অভিনয়ে চান্স পাওয়ার জন্য তার সুন্দর শরীরটাকে কয়েকটা পশুর ভোগবস্তু বানাতে হল। কিন্তু তবুও সে হ্যাপি! তার বিশ্বাস এই শরীরটা কিছুদিনের মধ্যেই তাকে বিখ্যাত করে তুলবে!

কিন্তু, তার কপাল খারাপ! সেদিন রাতে বাসায় ফেরার পথে আত্তায়ীর হাতে খুন হলো সে! বাবা-মা ও আত্নীয় স্বজনদের চোখের পানি ঝরিয়ে মাটির নিচে জায়গা হলো তার।

তিনদিন পর তদন্তের স্বার্থে তার লাশটা কবর থেকে উঠানো হল।

কিন্তু একি! তার লাশটা উঠানোর পর উপস্থিত কয়েকজন বমি করে দিলো! এমনকি তার জন্মদাতা মা-বাবাও লাশের দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিলো! যে আবেদনময়ী শরীরটা দেখার জন্য হাজার হাজার চোখ পলকহীন চেয়ে থাকতো, সেই শরীরটার একি অবস্থা! অথচ এই শরীরটার জন্যই সে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতো! তাই বুঝি তার বিখ্যাত শরীরটা সবাইকে দুর্গন্ধ বিলিয়ে শেষ বিদায় জানালো!

(সত্য ঘটনা অবলম্বনে লিখিত)

গল্পটি 'তথাকথিত ' সকল আধুনিক মেয়েকে উৎসর্গ করা হলো।

বিষয়: বিবিধ

২৭৬৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160597
০৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৯
এক্টিভিষ্ট লিখেছেন : সেই ্সুন্দরী রাহা Surprised Surprised
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:১১
115286
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ
160608
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
আহমদ মুসা লিখেছেন : sharirik sondarjo manusher cirostayee hoy na karo jibone. manuser jowbon kaler sondarjo konostayee. kinto beshir bak manush atake allahar pokko take porikka hishabe mone na kore sondarjor opobebhar kore allahar deye shima longon more. athocho konostayee jibonaboshaner motir shate mishe jabe nijer sharirta. kinto manush akdom gaafel!
160609
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫৯
আহমদ মুসা লিখেছেন : sharirik sondarjo manusher cirostayee hoy na karo jibone. manuser jowbon kaler sondarjo konostayee. kinto beshir bak manush atake allahar pokko take porikka hishabe mone na kore sondarjor opobebhar kore allahar deye shima longon more. athocho konostayee jibonaboshaner motir shate mishe jabe nijer sharirta. kinto manush akdom gaafel!
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:১০
115285
সত্য নির্বাক কেন লিখেছেন : বাংলিশ কেন ভাই? নিশ্চয় মোবাইল থেকে অনেক কষ্ট করে লিখেছেন??
160652
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
ইমরান ভাই লিখেছেন : প্রত্যেক মানুষ জদি নিজের মস্তিস্ক দিয়ে একবার মৃত্যুর কথা চিন্তা করে তাহলে তার দারা আর খারাপ কাজ হওয়া অসম্ভব। তাইতো রসুল (সা) আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্বরণ করার জন্য নির্দেশ দিয়েছেন।

ইবনে উমর (রা) বর্ণনা করেন, তিনি বলেন, রসুল (সা) আমার কাধের উপর হাত দিয়ে একদিন বললেন, হে বৎস পৃথিবীতে এমন ভাবে বসবাস করবে যেন তুমি একজন পথিক, যে বিশ্রাম নেবার জন্য কোন এক গাছের ছায়ায় বসে। (বুখারী)

আমাদের সবারি উচিত নিজের মৃত্যুর কথা স্বরন করা।

দায়ীদের জন্য মৃত্যুর ভয় ও রোগের সময় মানুষকে ইসলামের দাওয়াত দেয়া খুবই সহজ কাজ। কেননা মৃত্যুর কথা শুনলে কার না বুক কাপে এবং রোগের সময় কাউকে নসিহত করলে সেও মন দিয়ে শুনে থাকে। যেমন, রসুল (সা) এক ইয়াহুদী বালককে তার রোগ সজ্জায় ইসলামের দাওয়াত দিয়েছিলেন আর বের হয়ে বলেছিলেন "আলহামদুলিল্লাহ, যে আল্লাহ এই বালককে আমার দারা জাহান্নাম থেকে মুক্তি দিলেন"

তাই আমাদের উচিত মানুষকে উপদেশ (দাওয়াত) দেবার জন্য এই দুটি মাধ্যমকে বেচে নেয়া

জাজাকাল্লাহু খাইরান আপনার দাওয়ার ক্ষেত্রে এই সুন্দর ও উত্তম পন্থা বেচে নেবার জন্য।

সুরা নাহালের ১২৫ নাম্বার আয়াতের কথা স্বরণ হয়ে গেলো,

ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ


আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে।

আল্লাহ আপনার জ্ঞানকে আরোও বৃদ্ধি করুন। আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন।
আ'মিন।

১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৮
115284
সত্য নির্বাক কেন লিখেছেন : যাযাকাল্লাহ
160656
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৯
সিটিজি৪বিডি লিখেছেন : এর জন্য মা-বাবারা দায়ী। মা-বাবা বাধা দিলে কোন মেয়ে নিজের সৌন্দর্য বাইরে প্রকাশ করতে সাহস পাবেনা।
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৮
115283
সত্য নির্বাক কেন লিখেছেন : ধর্মীয় অনুশাসনে অনিহা ও সামাজিক অবক্ষয়ের আমুগ পরিণতি ।
160667
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
রেহনুমা বিনত আনিস লিখেছেন : লেখাটা তো বেচারীদের বাবামাকে উৎসর্গ করা প্রয়োজন ছিল। ঐ বয়সে একটা মেয়ে কতটুকু বোঝে? বেশিরভাগ মেয়ে বাবামাকে খুশি করার জন্যই এই পথে পা বাড়ায়, তারা তো জানেনা ফুলের নীচে কাঁটা বিছানো!
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
115060
হতভাগা লিখেছেন : ''ঐ বয়সে একটা মেয়ে কতটুকু বোঝে? ''

০ মেয়েরা বোঝে কত বছরে গিয়ে ?

মেয়েরা কোন বিপদে পড়লে হয় বাবা মার দোষ না হয় স্বামীর দোষ না হয় ছেলে ছোকরাদের দোষ ।

আর সাফল্য পেলে তার নিজের যোগ্যতায় !
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৬
115278
সত্য নির্বাক কেন লিখেছেন : হা আপু । মা বাবার উৎসাহে এই পথে .।.।।। না হয় আধুনিকার খেতাব পাবে না যে?????
160673
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : ''গল্পটি 'তথাকথিত ' সকল আধুনিক মেয়েকে উৎসর্গ করা হলো।''

০ অরন্যে রোদন ।
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৩
115275
সত্য নির্বাক কেন লিখেছেন : উৎসর্গ কারে এটা বড় বিষয় নয় । শিক্ষাটায় আস্ল।জগতের হতভাগারা সুখি হউক।
160715
০৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৮
কৃষিবিদ১২ লিখেছেন : মুক্তামনা মেয়েদের দেহও সবার জন্য উমুক্ত, এটাই স্বাভাবিক।
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:০০
115274
সত্য নির্বাক কেন লিখেছেন : মাসুদ ভাই নাকি? ৬-২-২৫
160963
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪০
ভিশু লিখেছেন : দোষ হলো ঐ পতঙ্গদের জন্য যারা আগুন জ্বেলে অপেক্ষা করতে থাকে!
১০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
115396
সত্য নির্বাক কেন লিখেছেন : সব মিডিয়ায় পণ্যের প্রসারে পণ্য হিসাবে মেয়েদের ব্যবহার করে। সেই পণ্য বানানোর জন্য বিভিন্ন আয়োজন।। ঐ আয়োজকদের জ্বালানো আঘুনে সমাজ সংস্কৃতি সব কিছুই জ্বলে পোড়ে চারকার।।
১০
162455
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
ইকুইকবাল লিখেছেন : আপনার মত লেখকের সাথে সবার সুসম্পর্ক হোক
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
116993
সত্য নির্বাক কেন লিখেছেন : সুসম্পর্কে লিখা হয় না শুধু ভালবাসা হয়.।.। ধন্যবাদ.।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File