"মৃত্যর দারপ্রান্তে দাড়িয়ে.।.।.।.।।।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৩:০৮:৫৮ দুপুর
আগে আমাদের রাস্তাতে দেখলে গুলি করা হত, আর এখন ঘরের ভিতর মারা হচ্ছে! বিগত পাচটি বছর ধরে কাফেলার ভাইগুলো কত কষ্টের মাঝে আছে। এক ভাই বলেছিলেন 'মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে'. আমি সাথে সাথে বললাম 'বাড়িতে যান'. তখনি মনে পরলো ভাইটি পুলিশের জন্য বাড়িতে থাকেন না! ভাইগুলো হাসি দিয়ে তাদের কষ্ট আড়াল করে রাখেন। আরেকবার এক আহত ভাইকে দেখতে গেলাম, বললাম 'ভাই ব্যাথা কি খুব বেশী?' ভাই উত্তর দিলেন 'পায়ে গুলি লাগার কষ্ট হচ্ছে না, দাড়িয়ে নামাজ পড়তে পারিনা এটাই ব্যাথা!'
শিবিরের ছেলেরা এতোটাই খারাপ বলেই শহীদ রাহাতের জানাজাতে হাজার হাজার মানুষ এসে কেদেছিলো!
আজকে আমরা রাস্তাতে বেরোলে, ঘরে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই। তবুও মুখের মাঝে হাসি রেখে মনের কষ্টগুলো চাপা দিয়ে রাখি!
ইয়া আল্লাহ তুমি আমাদের হেফাজত কর! তুমি জানো কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তাই তোমার কাছে বিচার দিলাম। ভাইগুলোর কষ্ট আর সহ্য করতে পারছি না!
-Maruf Muhib-
ফির'আউনও অভিযান আর অপারেশন চালিয়েছিল, যাতে ইসলামি শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে।
লাশের পর লাশ পড়েছিল। কিন্তু বেঁচে গিয়েছিল একজন।
মূসা (আ) ...
এবং ফির'আউন তার সমস্ত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সৈন্য-তাবেদার বাহিনী আর সাম্রাজ্যের গৌরবসমেত ডুবে মরেছিল কূলহীন সাগরের বুকে।
মতিউর রহমান রেন্টুর লেখা "আমার ফাসি চাই"গ্রন্থের শেষ দুটি লাইন বরাবর কপি করে দিলাম,,,,,
"সাবধান থাকবেন বাংলার দেশ প্রেমিক সেনাবাহিনী,
সাবধান থাকবেন বাংলার জনগন।শেখ হাসিনা কোন
একদিন দেশের মধ্যে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করবে,এবং এমন অবস্তা করবে মানুষ থাকবে দিশেহারা।আর তখনই রাতের আধারে ভারতের সেনাবাহিনী ডেকে দেশ তাদেরে হাতে দিয়ে সে পালাবে-আর এই পরিকল্পনার পূর্বে সে তার পরিবারের সকল কে বিদেশের নাগরিকত্ব দিয়ে অন্যদেশে পাঠায়ে দেবে"
বি:দ্র: মতিউর রহমান রেন্টু ১৭ বছর যাবত শেখ হাসিনার অবৈতনিক সহকারী ছিলেন এবং তার স্ত্রী ময়না রহমান ছিলেন শেখ হাসিনার ঘরের কেয়ারটেকার। পরবর্তীতে শেখ হাসিনা তাদের দুজনকেই দেশ হতে বিতাড়িত করেন।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন