আমার ষষ্ট বিবাহ বার্ষিকীতে আপনাদের দোয়া চাই

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৫ নভেম্বর, ২০১৩, ০৯:১৮:১৭ সকাল



দুই মন এক আশা নিয়ে ২০০৭ সালের ২৫ নভেম্বর থেকে স্বপ্নচারী কাব্য লিখি। আজ এই দিবস যেন একান্ত আমাদের।

শুভ ষষ্টতম বিবাহ বার্ষিকী...

তোমারি সাথে যেতে চাই সেই দিগন্তে অনন্তকালের সাথী হয়ে মহান রবের করুণায় ...

আমার যত প্রেম যত শুদ্ধতম ভালবাসা জায়েজ সীমানায় সবটুকু তোমারই জন্য ....

প্রতি বছর এই দিনটিতে

আমি ভীষণ পুলকিত হই

আমাদের বিশুদ্ধ ভালোবাসায়।

আনন্দ এবং বেদনার স্মৃতিগুলো,

আমাদের ভালোবাসাকে অনুরক্ত ও সমৃদ্ধ করেছে।

আমার জীবনে এই দিনটি অতি মূল্যবান

যা আমি গভীরভাবে মূল্যায়ন করি, শুধু তোমারই জন্য।

প্রিয়তমা,

ভালোবাসি তোমাকে ভীষণভাবে

তুমি পাশে থাকলে,

সব অভিজ্ঞতাই আমার জন্য সুন্দর।

বারে বারে ফিরে আসুক সুন্দর এই দিনটি,

শুভ হোক আমাদের বিবাহ বার্ষিকী।

আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের জন্য অনেক দোয়া করবেন, যেন আল্লাহ্ আমাদের সূখী রাখেন।

অচেনা দু’টি পথ

অজানা দু’ দেহ-মন।

মিলনের বারি সিঞ্চনে

বেছে নিল শুভক্ষন।

হল পরিচয়,হল পরিণয়

শুরু হল পথচলা পাশাপাশী।

শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি

সুখ-দুখ,কান্না-হাসী।

জল গড়িয়ে কেটে গেল দিন

স্বপ্নের আগামীর ঠায় হল অতীতে।

সুখনের দিনগুলো আজ

ঠায় পেল রুপোলী স্মৃতি ফিতেতে।

আজকের ভোর খুলে দিল দোর

খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে।

আজ দিন তবে হোক রঙিন

পাশাপাশী বসে হাতে হাত রেখে।

কামনার জানালা রুপোলী কিরনে ভরা

দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা।

আজকের কামনা,বিনীত প্রার্থনা

আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা।

জীবনের পথ হোক সুখময়

ধুয়ে যাক হতাশার শেষ ক্লান্তি টি।

উদয়ের আলোক উপচে পড়ুক

শুভ হোক ষষ্টতম বিবাহ বার্ষিকী।



আমার প্রথম মেয়ে।



দ্বিতীয় ছেলে ।



তৃতীয় ছেলে। সবার জন্য দোয়া চাই.।.।.।.।

বিষয়: বিবিধ

৯৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File