জ্বলছে আগুন ঘরে বাহিরে অন্তরে নিরন্তর। আছে কি কেউ নিভাবার?হরতালের ছবি ও খবর পেতে সাথে থাকুন।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৪ নভেম্বর, ২০১৩, ০৮:২৩:৪৭ সকাল



সকাল ৬.১৫ উত্তরা হাওজ বিল্ডিং এর কাছে মিছিল। ৬.৪৫ কাশিম পূর কারাগারের সামনে ঢাকা টাঙ্গাইল মূল সড়কজুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। রাস্তার আঘুন না হয় কিছুক্ষণ পর নিভবে , কিন্তু আমাদের অন্তরের আঘুন নিভাবে কে? দেশের অধিকাংশ মানুষের অন্তরে ভিসুবিয়াসের আগ্নেয়গিরি নির্গত হচ্ছে লাভা। জ্বালামুখের সংখ্যা অসংখ্য । সবার একই ভাবনা কি হবে আমার? কি হবে আমাদের? কি হবে আমাদের দেশের?

আমরা সবাই কথায় কথায় নিজেকে সবচেয়ে বড় দেশপ্রেমিক বলে পরিচয় দেই। স্বাধীনতার ৪২ বছরে দাঁড়িয়ে আমাদের সময় এসেছে তার চূড়ান্ত পরীক্ষা দেয়ার। এতোদিন আওয়ামী বিরোধীরা এই বলে মুখে ফেনা তুলে ফেলেছিল যে, আওয়ামী জোট কোন দেশপ্রেমিক শক্তি নয়। তারা ভারতীয় দালাল...ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে.....এদের প্রতিহত করুন। আমরা জনগণ এসব কথাকে রাজনৈতিক বুলি বলে উড়িয়ে দিয়েছিলাম। অনেক দেরিতে হলেও আল্লাহর অশেষ রহমতে ইদানিং ভারতীয় নির্ভরযোগ্য গণমাধ্যমের দ্বারাই স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে, আওয়ামী জোট ভারতের পা-চাটা গোলাম আর মীরজাফরেরই প্রবাহিত রক্ত। এসব দলের নেতারা স্বাধীনতার সময় যেমন ভারতে বসে তাদের পা-চেটে ছিল, তেমনি স্বাধীনতার পর থেকেই এ শক্তি ভারতীয় সাহায্যে বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠিত করছে।আর এসব করছে ভারতের সিকিম দখলের মতো বাংলাদেশ দখলের কূট পরিকল্পনা বাস্তবায়নের জন্যই। আজ যখন ভারতীয় এসব রাজাকারদের বেহাল দশা, তখন তাদের বাঁচাতে মরিয়া ভারতীয় সরকার, তাদের মিডিয়া। যেন আওয়ামীদের চরম ভরাডুবির শংকা পুরো ভারতই যেন মৃগী রোগে আক্রান্ত হয়ে গেছে। আর এ রোগের প্রভাবে মুখ ফসকে সকল গোপন তথ্য উগড়ে দিচ্ছে। এখন দেশের প্রত্যেকটি নাগরিকের ঈমানী দায়িত্ব সঠিক সিদ্ধান্ত নেয়ার। যে স্বাধীন দেশের স্বপ্ন দেখে বীর বাঙালী দেশ স্বাধীন করেছিল, ভারতীয় দালালদের চিরতরে বিতাড়িত করে সেই সুন্দর বাংলাদেশ টিকিয়ে রাখবো; নাকি হিন্দুস্তানের অধিপত্য মেনে নেব।

ভারতের আসামের প্রভাবশালী দৈনিকের প্রধান শিরোনামের খন্ডাংশঃ

> প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে চায় ভারত।

> বাংলাদেশের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকার খরচ করবে ১০০০ কোটি রুপি। এরই মধ্যে এ ব্যয়ের প্রস্তাব পাস করেছে কেন্দ্রীয় সরকার।



আসামের পত্রিকার রিপোর্ট- হাসিনাকে ক্ষমতায় ফেরাতে দিল্লি খরচ করবে ১০০০ কোটি রুপি মানবজমিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে চায় ভারত। এ জন্য বাংলাদেশের নির্বাচনে ভারতের কেন্দ্রীয় সরকার খরচ করবে ১০০০ কোটি রুপি। এরই মধ্যে এ ব্যয়ের প্রস্তাব পাস করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সমপ্রতি এ খবর দিয়েছে আসাম থেকে প্রকাশিত দৈনিক নববার্তা প্রসঙ্গ। ২১শে অক্টোবর প্রকাশিত ওই রিপোর্টের শিরোনাম ‘হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ নির্বাচনে দিল্লি খরচ করবে ১ হাজার কোটি!’ নয়া দিল্লি থেকে এ রিপোর্টটি লিখেছেন ভাস্কর দেব। ওইদিন এটি ছিল ওই পত্রিকার প্রধান সংবাদ। এতে বলা হয়, বাংলাদেশের পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইং (র)। গত নির্বাচনে এ খাতে ভারত সরকার খরচ করেছে ৮০০ কোটি রুপি। এবার তা ২০০ কোটি বেড়ে দাঁড়িয়েছে ১০০০ কোটি রুপি। এতে আরও বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইন্দিরা গান্ধী সৃষ্ট ‘র’-এর মাধ্যমে প্রতি নির্বাচনে দিল্লি সমর্থিত দলের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়। এ ধারা এখনও অব্যাহত আছে। রিসার্চ অ্যান্ড অ্যানালেটিক্যাল উইংয়ের বাংলাদেশের ইনচার্জ ও সিনিয়র অফিসার বিবেকানন্দ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০১৪ সালে ভারতের নির্বাচন যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক ততখানি বাংলাদেশের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ঢাকায় কারা ক্ষমতায় বসবে তার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করছে। আমাদের ভুলে গেলে চলবে না ২০০১ সালের অক্টোবর মাসের স্মৃতি। নির্বাচনের ঠিক তিন মাস আগে পাকিস্তানের মদতে জামায়াত-বিএনপি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের ওপর কি অবর্ণনীয় অত্যাচার চালিয়েছিল। গণধর্ষণ থেকে গুপ্তহত্যা, মন্দির ধ্বংস থেকে বাড়িঘর জ্বালানো কিছু বাদ যায়নি। এবারও তার পুনরাবৃত্তি ঘটিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে বিএনপি-জামায়াত জোট ও তাদের দোসর হেফাজত। আমরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছি। http://mzamin.com/details.php?nid=Nzc4Mzg%3D&ty=MA%3D%3D&s=Mjc%3D&c=MQ%3D%3D Main Link: http://www.nababartaprasanga.com/Archives/2013/October/21/Default.aspx

> গত নির্বাচনে এ খাতে ভারত সরকার খরচ করেছে ৮০০ কোটি রুপি। এবার তা ২০০ কোটি বেড়ে দাঁড়িয়েছে ১০০০ কোটি রুপি।

> ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইন্দিরা গান্ধী সৃষ্ট ‘র’-এর মাধ্যমে প্রতি নির্বাচনে দিল্লি সমর্থিত দলের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

> ২০১৪ সালে ভারতের নির্বাচন যতখানি গুরুত্বপূর্ণ, ঠিক ততখানি বাংলাদেশের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

> ঢাকায় কারা ক্ষমতায় বসবে তার ওপর ভারতের অনেক কিছু নির্ভর করছে।

-মানবজমিন ডেস্ক

বিষয়: বিবিধ

২২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File