আমি রাস্ট্র যন্ত্রের উলঙ্পনায় স্তব্ধ ,বাগ রুদ্ধ।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ৩০ অক্টোবর, ২০১৩, ০৪:৫৮:৩৮ বিকাল



সংসদ বহাল রেখেই নির্বাচন । খসড়া আরপিও নাকি প্রস্তুত ?

আমি রাস্ট্র যন্ত্রের উলঙ্পনায় স্তব্ধ ,বাগ রুদ্ধ। বিদ্রোহী মনে জ্বলছে আঘুন।

যে আইন মানুষের বিপক্ষে কাজে লাগানো হয়।

যে আইন নির্মম নির্যাতনের হাতিয়ার।

যে আইন এই জনগনকে হত্যার কাজে লাগানো হয়।

ছেলের কারণে পুরো পরিবারকে নির্যাতন করা হয়।

------------- তার জবাব একটাই। ..

পুড়িয়ে দিতে হবে ওই সব আইনের বই।

আইনের পোশাকের হায়েনাদের পঠিয়ে লাশ ফেলে রাখতে হবে রাজপথে।

ভেঙ্গে দিতে হবে আদালতের নামে জংলি লঙ্গর খানা। লাশের বদলে লাশ।

বিশেষ করে আইনের পোশাকের হায়েনাদের লাশের উপর দাড়িয়ে উড়াতে হবে সত্যের বিজয় পতাকা।

এমন হলে কি মানবতা লঙ্গিত হবে ?

বে আইনি হবে ?

যারা বলবেন বে আইনি , তারা কি গণহত্যা সমর্থন করেন ?

নিরীহ জনগনকে পাখির মত হত্যা সমর্থন করেন ?

.......... একটা স্বাধীন দেশে হচ্ছে সব অরাজকতা।

তাই বদলা নিতে হবে।

আর এই বদলা শুরু করতে হবে প্রশাসন থেকে।

যে ভাবেই হোক, আইনের লেবাসের হায়েনাদের ক্ষমা করা যায় না।



বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File