এ কোন দেশ? আমরা কোথায় যাচ্ছি? আমরা কেন নিজের দেশকে ভয় পাই?

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৬ অক্টোবর, ২০১৩, ১০:১৩:১১ সকাল



নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্কে কেউ সাত দিন ধরে নিখোঁজ থাকলেও তার স্বজনরা ধরে নিবে, কোথাও ছুটি কাটাতে চলে গেছে, বা একঘেয়েমি কাটাতে প্রেমিকাকে নিয়ে বেড়াতে চলে গেছে পাহাড় বা সমুদ্র সৈকতে। বা সবাইকে চমকে দেওয়ার জন্য লুকিয়ে আছে। অথচ আমরা পাঁচ ঘন্টাও সহ্য করতে পারিনা। মনে পড়ে শুধু পঁচা লাশ, গলা কাটা লাশ, থেঁথলে যাওয়া লাশ, ছিন্নভিন্ন লাশ! আমরা ধরেই নেই, একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে কেউ বলবে..... ইত্যাদি ইত্যাদি।

তাবৎ দুনিয়ার মানুষ ব্যাস্ত আছে গান, কবিতা, গল্প, চিত্র, প্রেম, ফ্যাশন, হলিউড, বলিউড, বিজ্ঞান, রঙ্গমঞ্চ নিয়ে। আমরা সারাক্ষন উদ্বিগ্ন দেশ, দেশের পরিস্থিতি, রাজনীতি, রাজনৈতিক সংকট, খুন, খারাবি, বোমাবাজি ইত্যাদি নিয়ে। আমরা কিছু খেতে পারিনা, আমরা ঘুমুতে পারিনা। আমাদের গা গুলিয়ে বমি আসতে চায়। আমরা একটা-একটু সুখবর শোনার জন্য টিভি সেটের সামনে বসে থাকি।

বিদেশ থেকে আমাদের স্বজন, বন্ধু, পরিচিতরা ফোন করে। একথা-সেকথা বলার পর যদি জিজ্ঞেস করি, দেশে কবে আসবেন? ওপাশ থেকে উত্তর আসে- দেশের যে পরিস্থিতি তাতে কেমনে আসি বল/ বলুন? কেউ সেচ্ছায় আসতে চাইলেও আমরা বলি, দেশে খুব গন্ডগোল বাধবে, কিছুদিন পরে আসুন!

এ কোন দেশ? আমরা কোথায় যাচ্ছি? আমরা কেন নিজের দেশকে ভয় পাই? আমাদের নাগরিকরা কেন নিজ দেশে-নিজ মাতৃভূমে-নিজ গৃহে ফিরতে ভয় পায়? আমরা কি বাংলাদেশকে ভালোবাসিনা? এ দায় কার? কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের?

পৃথিবির কোথায় আছে এমন দেশ? যে দেশের কৃষকদের ফসল বানের পানিতে দশবার তলিয়ে গেলেও কৃষকরা আবার স্বপ্ন দেখে, আবার ফসল বুনে? পৃথিবির কোথায় আছে একসাথে দেড়-দুই কোটি ক্ষুদ্র উদ্দ্যোক্তা, যারা একশোবার ক্ষতিগ্রস্ত হয়ে একবারও মনোবল হারায়না? কোথায় আছে এমন শ্রমিক শ্রেণী! যারা বারো, চোদ্দ, আঠারো ঘন্টা কাজ করতে রাজি? শত প্রতিকূলতা- ঝড়- ঝঞ্ঝাটের পরও উদ্দোম হারায়না, ভেঙ্গে পড়েনা?? এমন দেশ কোথায় আছে, যেদেশের তরুন প্রজন্ম উঠতি বয়সেই সবকিছু ছেড়েছুড়ে মৃত্যুর ঝুঁকি নিয়েও ভিনদেশে পাড়ি জমায়? দেশে রেমিটেন্স পাঠাবে বলে আফ্রিকায় অবৈধ অভিবাসী হতে রাজি হয়? তাও জীবন আর মৃত্যু যেখানে খুবই কাছাকাছি?

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File