সত্য শক্তির বিজয়ের হোক শুভ উদ্ভোধন “ ঈদ মোবারক“
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ অক্টোবর, ২০১৩, ০৭:১৯:৪৬ সকাল
সত্য শক্তির বিজয়ের হোক শুভ উদ্ভোধন।আর পশু শক্তির হোক খেইল খতম।
“ ঈদ মোবারক“ ................................................. ঈদ আসে ,ঈদ যায় ।বছরে দুই ঈদে আমরা আনন্দ করি ,ঈদগাহে খুতবা শুনি ,নামায আদায় করি ,কোলাকুলি করি । কিন্তু ঈদের শিক্ষা কি আমাদের জীবনে কাজে লাগাই ?
মুসলিম বিশ্বের করুন অবস্থার দিকে তাকিয়ে
ঈদের আনন্দে সাথে
নিজেকে মানিয়ে নিতে পারছি না |
কুতায় আমরা ভুল করছি
তার জন্য আমাদের এত লাঞ্চনা বঞ্চনা সইতে হইছে |
কি করেছি আমরা ?
কি করব ?
কি হবে ?
কিছু করতে কি পারব ?
কবি নজরুলের ভাষায় ,
কোথায় ইমাম? কোন্ সে খোতবা পড়িবে আজিকে ঈদে?
চারিদিকে তব মুর্দার লাশ,
তারি মাঝে চোখে বিঁধে,
জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেথা,
এই ঈদগাহে তুমি কি ইমাম, তুমি কি এদেরই নেতা?’
এই কুরবানীর ঈদের মাধ্যমে সবার জীবনে আসুক আমূল পরিবর্তন ।
হোক শুভ শক্তির বিজয়ের উদ্ভোধনের যাত্রা ।কবির ঘোষনা
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন !
জোর চাই, আর যাচনা নয়,
কোরবানী-দিন আজ না ওই ?
কাজ না আজিকে জান্ মাল দিয়ে মুক্তির উদ্র্ধরণ ?
বল্ - "যুঝবো জান ভি পণ !"
ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ,
আজ আল্লার নামে জান্ কোরবানে ঈদের পূত বোধন ।
ওরে হত্যা নয় আজ 'সত্যাগ্রহ' শক্তির উদবোধন ! এই কোরবানীর ঈদ যে ত্যাগের শিক্ষা আমাদের দিয়ে যায় ,
তা আমাদের জীবনকে করুক মহিমান্বিত ।সফলতা আসুক দুনিয়া ও আখেরাতে ।
সবাইকে ঈদের শুভেচ্ছা ।
ঈদ মোবারক ।
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন