নতুন বাসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৬ অক্টোবর, ২০১৩, ০২:০৯:১১ দুপুর
আ্মাদের সকলেরই জীবনের বাঁকে বাঁকে প্রয়োজনে স্থান পরিবর্তন কিংবা নতুন ঘর বাঁধতে হয়। তখন প্রয়োজন পড়ে বিভিন্ন জিনিস পত্রের ।
সব জিনিসের নাম ও প্রয়োজনের সময় মনে থাকে না। পড়তে হয় নানা বিপ্ত্বিতে। যেন কার ও সমস্যায় পড়তে না হয় তাই এই আয়োজন। সংসারের স্ট্যাটাস অনুযায়ী এই লিস্টের রকম ফের হতে পারে। আপনারা পাঠক ও লেখকরা রুচি ও প্রয়োজন অনুযায়ী সংযোযন বিয়োজন করে আর ও সুন্দর ভাবে গ্রুপওয়াজ উপস্থাপন করতে পারেন।
এতে নতুন ঘরণীর উপকার হলে সওয়াব ও পাওয়া যেতে পারে।মহান আল্লাহ আমাদের পরস্পরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। (নিচের অংশটুকু প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় জিনিসে ঠিক চিহ্ন দিয়ে পাশে টাকার পরিমাণ লিখে বাজেট করে বাজারে চলে যান)
আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী থাকলে কমেন্টে জানান এড করে নেওয়া হবে।
রিং
ন্যাতা ১০
কেস (ভিম রাখার)
হাড়ি
টেবিল চামচ ৪
ডালের চামচ বড় ১
গামলা (ভাত)
ডাল ঘুটনি
লুচির চামচ
কুলা
পিলার
ট্রে
কড়াই ১
চালের বক্স
বিস্কুট রাখার বক্স
কৌটা ৩
চামচের স্ট্যান্ড
বালতি ছোট ১
থালাবাটির সেল্ফ
চাল
আটা
ডাল
ডিম
লবণ
চিনি
সয়াবিন তেল
সরিষার তেল
চা
বিস্কুট
চানাচুর
নুডল্স
সস্
ট্যাং
তেসপাতা
পেঁয়াজ
রসুন
আদা
জিরা
দারচিনি
লবঙ্গ
এলাচ
গোল মরিচ
পাঁচ ফোরং
গোমরী
মরিচ গুড়া
কাঁচা মরিচ
ওয়াল ঘড়ি
পাটি
দড়ি ২০ গজ
কাপড় নাড়ার ক্লিপ ১২
ফিনিস ১ টা
চার্জার লাইট
পর্দার স্ট্যান্ড
ওষুধের বক্স
এলবাম
লিকুইড নীল
প্লাস্টিকের চেয়ার ১
জুতা রাখার সেল্ফ
গ্লাস ক্লিনার
আয়না ২.৫ হাত
ওয়াটার হিটার
হেয়ার ড্রায়ার
কলিং বেল
ক্যালেন্ডার
গজ ফিতা
পিন
রেঞ্জ
স্ট্যাম্প প্যাড
পিন রিমুভার
পেইজ ও কার্ড হোল্ডার
পাঞ্চার
টেবিল ল্যাম্প
পেরেক
সুতলি
সুঁই
সুতা
বিছানার ঝাটা
প্লাস
হ্যাঙ্গার ৬
বালিশ ১
পিউর ইট
প্রেসার কুকার ১
রাইস কুকার ১
ব্লেন্ডার
ইলেকট্রিক ওভেন
আয়না
জায়নামাজ ১
পানি খাওয়ার মগ ৪
ডিভিডি/সিডি
বালতি বড় ১
ডিটারজেন্ট (জেট)
গা ডলার মাজন
নারকেল তেল
খাট
ডাইনিং টেবিল
কাঠের/স্টিলের চেয়ার
সোফা
আলমারি/ ওয়ার্ডড্রোব
ড্রেসিং টেবিল
আলনা/ভুত
পর্দা
ইস্ত্রি স্ট্যান্ড
ড্রইং টেবিল
বুক সেল্ফ
ফ্যান ২
ওয়েট মেশিন
ল্যাপটপ
মোটর সাইকেল
মোড়া
প্লাস্টিকের ফুল
শোপিস
ফুলদানি
টুথপিক
শো কেস
মশারী ১
শিল
পাটা
বটি
কাথা
মাইক্রোওয়েভ ওভেন
টিভি
ফ্রিজ
তোশক ২
জাজিম ২
মশারী ১
কম্বল ২
পাখা ১
ড্রিল মেশিনের কাজ
বাজেট:
তোশক ২০০০
জাজিম ৫০০০
ফ্যান ২৫০০
আলমারি/ ওয়ার্ডড্রোব ১০০০০
থালাবাটির সেল্ফ ১৫০০
পর্দা ৪০০০
পর্দার ফ্রেম ২০০০
প্লাস্টিকের চেয়ার ১৫০০
মোটঃ ২৮৫০০/
ন্যাতা ১০০
পাটি ২৫০
দড়ি ২০ গজ : ২০০
কাপড় নাড়ার ক্লিপ ১০০
পেরেক ২০
সুতলি ৫০
বিছানার ঝাটা ৫০
প্লাস ১০০
হ্যাঙ্গার ১৫০
বালিশ ৪০০
পানি খাওয়ার মগ ৩০০
ডিটারজেন্ট (জেট) ২০০
মশারী ৫০০
মোটঃ ২৪২০/্
বিষয়: বিবিধ
৩২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন