তামাসা করার অধিকার কেবল আমারই।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৫ অক্টোবর, ২০১৩, ১২:৫৫:১১ দুপুর
আমি ত্রাইবুনাল, আমি আইন আদালত,জাতির সাথে তামাসা করা কেবল আমারেই সাজে। তুমি শালার জনগণ তুমি কিতা বাল ? ধইরা ধইরা ফাঁসি দিমু কিন্তু কিচ্ছুই কইবার পারবিনা। ইচ্ছা হইলে স্কাইপে কমু , ইচ্ছা হইলে আইন মন্ত্রণালয় হইতে রায় লিখা নিমু। তুমি হালার জনগণ ! তুমি বলার কেডা??আমার কোন প্রত্যক্য সাক্ষীর প্রয়োজন নাই কল্পনার সাক্ষীই আমার জন্য যথেষ্ট!! যা কমু তার বিপ্রীত কইলেই হাজিরা দেয়ামু!! আমি মহা ভূত ট্রাইব্যুনাল । আইনে না খুলালে আইন বানামু !! যারা দাদাবাবুদের অপছন্দ হগল কেই ফাঁসীতে ঝুলামু এটাই মুর শেষ কথা।। হুম হুম..... আমি ট্রাইব্যুনাল........আমি ট্রাইব্যুনাল........
ট্রাইব্যুনালে আমাদের বিবেক আসামী। আমাদের বিবেকের ফাসি চাই।
সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে নাটক করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
যদিও রাজনীতির কারণে বাংলাদেশের অর্জন আজ হুমকির মুখে। বিশেষত বিরোধীদের দমনে, তাদের ফাঁসি দিতে আওয়ামী লীগের সংকল্পের কারণে বাংলাদেশের অর্জন হুমকির মুখে পড়েছে। ট্রাইব্যুনাল তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
বৃটিশ আইনজ্ঞ এবং যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ লর্ড কার্লাইল মনে করেন, ট্রাইব্যুনালের কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ভাগ হয়ে যেতে পারে।
শুধু সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর কম্পিউটার কেন দেশের প্রায় অধিকাংশ #নেটিজেনের কম্পিউটারেই রায়ের ফাঁস হয়ে যাওয়া কপি পাওয়া যাবে ।
তো ?
তাতে কি প্রমাণিত হবে রায় #আইনমন্ত্রনালয় না মূলত সাকার #আইনজীবী ফখরুল মিয়াই লিখে দিয়েছে
খবরঃ- সাকার আইনজীবীর কম্পিউটার প্রিন্টার #জব্দ করেছে ডিবি ।...
কালো বিলাই দুই বস্তা টাকাসহ ধরা খাইয়াও দাত কেলাইয়া হাসিতে পারে।
সেটা তার কাছে কোন লজ্জাকর ব্যাপার না! তার চরিত্র প্রশ্নবিদ্ধ হয় না
তাহলে মাত্র ২রায় ফাস হলেই কেন বিচার কমেডি প্রশ্নবিদ্ধ হবে??? হাতুড়ে ডাক্তার
কি আর কইতাম কন হগলে!!!! কি কইবেন না??????
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন