নইলে মানুষ আপনাদের ছেড়ে দেবে না।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৪:২০ দুপুর
assalamoalikum
1. ‘সরকারের মাথা যদি ঠিক থাকে, যদি পাবনা পাঠাতে না হয়, তাহলে মাওলানা সাঈদীর ব্যাপারে সবকিছু হিসাব করবেন। নইলে মানুষ আপনাদের ছেড়ে দেবে না।’
2.‘আমাদের অফিস খুলে দিতে হবে। নইলে নেতা-কর্মীদের নিয়ে অফিস খুলতে যাব।’কি বলেন?
3.আমি অবাক হয়ে যাই, যখন দেখি সরকারের দমন-নীতি যতই বাড়ছে, ততই কিছু কিছু মানুষ খুব সাহসী উচ্চারণ করছেন(ড.পিয়াস)। এদের কি ভয়-ডর নাই ? এই একা মানুষ ক'জন ভয় পান না, কিন্তু বিশাল দল বিএনপি কেমন যেন ভয়ে সিটিয়ে আছে ! বিএনপির অনলাইন কর্মী-সমর্থকেরা যতই আস্ফালন করুক, বোঝা গেছে। আসলে নপুংসক-নিবীর্য তাদের হারানো শক্তি ফিরে পায় না। তারা খালি কিছুদিন পরপর জামায়াতের সাথে সরকারের আঁতাত দেখে !
৪.২৫ অক্টোবরের পর যে লড়াই শুরু হবে, তা শুধু বিএনপির একার নয়, বরং তা স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তির লড়াই ।
এ লড়াইয়ে আপনি আছেন কি??
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন