স্যার সেলুট তোমায়
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৪:১৬ সকাল
বাংলা টিম বা ইংলিশ টিম নয় আজ উদ্বোধন করলাম ফুটবল টিম। আন্দোলন সংগ্রামের জন্য প্র্য়োজন স্বাস্থ্য ঠিক রাখা। আবার জনশক্তি রিক্রোটের জন্য প্রয়োজন জনগনের সাথে মিশা। এক ডিলে দুই পাখী।অপর দিকে ফজ্ররের নামাজের পর খেলার আয়োজন হওয়ায় টেকনিকেলী নামাজের জন্য ও ডাকার ব্যবস্থ্যা। কি বলেন? কেমন হইল।অপর দিকে
নতুন ফুটবল পাইয়া পোলাপোয়াইন গুলো ও ব্যাপুক খুশি। দেখা যাক আওয়ামী হায়েনাদের চোখের আড়ালে কয়দিন চালানো যায়।
২৫ অক্টোবরের পর যে লড়াই শুরু হবে, তা শুধু বিএনপির একার নয়, বরং তা স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তির লড়াই ।
~~~আওয়ামী লীগ সম্বন্ধে ড. পিয়াস করিমঃ একাত্তরের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি দাবি করে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিয়াস করিম বলেছেন, ‘যারা আওয়ামী লীগকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে তাদের বিচার হওয়া উচিত।’
~~~ইনু সম্বন্ধে ড.পিয়াস করিমঃ ‘বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একজন বিশ্ব-বাচাল। তিনি সব বিষয়ে অভিজ্ঞ। আইন-শৃঙ্খলার বিষয়ে নিয়েও তিনি কথা বলেন। মাঝে মধ্যে তিনি খালেদা জিয়াকে মাইনাস করার কথা বলেন।যার ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তার অবস্থা এখন খুটির জোরে বলদ নাচের মতো। আমি তাকে বলবো- মাহবুবুল আলম হানিফ নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন, সুতরাং ২০০-২৫০ ভোটের জন্য প্রস্তুত হোন।’
~~~~ঘাদানিক শয়তান শাহরিয়ার কবির সম্পর্কে ড. পিয়াস করিমঃ বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির টাকা কোথায় থেকে আসে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি কাশ্মির সফর শেষে বলেন, কাশ্মির ভারতের অংশ থাকা উচিত। আরে তুমি এই কথা বলার কে? তাহলে কি শাহরিয়ার কবির ভারতের দালাল?’
~~~ আদালত অবমাননা ও ইমরান বাহাদুর সম্পর্কে ড. পিয়াস করিমঃ ‘মাহমুদুর রহমান, আদিলুর রহমান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, হিউম্যান রাইটস ও সাংবাদিক মাহফুজল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। যদি বাংলাদেশের কারো বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠে, তবে তার প্রধান অভিযুক্ত শাহবাগের ইমরান এইচ সরকার। কারণ, এই ছেলেটা কথায় কথায় আদালত অবমাননা করে বক্তব্য দেয়। আদালতের রায় মানে না বলে সরাসরি ঘোষণা’ যোগ করেন পিয়াস করিম।
~~~ দেশরক্ষার আন্দোলন সম্পর্কে পিয়াস করিমঃ ‘২৫ অক্টোবরের পর যে লড়াই শুরু হবে, তা শুধু বিএনপির একার নয়, বরং তা স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তির লড়াই।’
~~~ শুক্রবার রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সতীর্থ স্বজন আয়োজিত ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের গ্যারান্টি নাগরিক নিশ্চিয়তা: আমার দেশ ও মাহমুদুর রহমান” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
লিংকঃ http://www.rtnn.net//newsdetail/detail/1/3/70938#.UkWyh4bBXyx
বিষয়: বিবিধ
১৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন