আন্দোলন বিমুক লোকদের জন্য অপেক্ষা কেও করেনা........

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ৩১ আগস্ট, ২০১৩, ০১:০২:২৬ দুপুর



যেদিন আমাকে প্রথম বলেছিলে আন্দোলনে এসেছি ...

সেদিন আমার হৃদপিন্ড লাফিয়ে উঠেছিল,

বেড়ে গিয়েছিলো রক্তের সঞ্চালন,

ফেলতে পারিনি চোখের পলক,

বলতে পারিনি কিছুই,

থেমে গিয়েছিলো পদদ্বয়,

গরম হয়ে গিয়েছিলো দুই কান,

লজ্জায় লাল হয়ে গিয়েছিল মুখমন্ডল,

কাঁপছিলো হাত-পা এবং হাটু ,

নিঃশ্বাস হয়ে গিয়েছিল দ্রুত,

আর সবশেষে আমি হয়েছিলাম অবাক ।



আর আজকে যখন বলছো, আমাকে আন্দোলনে আর নাই আর আন্দোলনকে ভালোবাসো না, বরং ঘৃনা করো....

সত্যি বলছি, তেমন কোন অনুভূতি নেই আজ,

তবে সেদিনের মতো অবাক হয়েছি আবার.....

বুক ফেটে কান্না আসার বদলে আসছে হাসি,

কারন, তুমি জানোনা ঠিক কি সম্পদ তুমি হারিয়েছ !!

যেটা তোমার ছিলো একদিন, কিন্তু আর কোনদিন আসবেনা, আর কোনদিন তোমার হবেওনা...

সেটার জন্যে একদিন করবে আক্ষেপ,

বাড়বে হতাশা,

কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে ফেলবে তুমি...

নিজের জন্যে একফোঁটা চোখের জলও থাকবেনা তোমার,

এখন সময় শুধু অপেক্ষার...

অপেক্ষা করো সেই দিনের জন্যে,

যে দিনটিতে তুমি তোমার ভুল বুঝতে পারবে,

কিন্তু পলকহীন চেয়ে থাকা ছাড়া করার আর কিছুই থাকবেনা...

সেই দিনটির অপেক্ষা করছি আমিও,

আরো অপেক্ষা করছে আমাদের "নিহত" ভালোবাসারা....

বলুন তো কাদের উদ্দ্যেশ্যে করে এটি.।।।....।

বিষয়: বিবিধ

১৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File