কি আজব কাণ্ড! লজ্জা-শরমের মাথা খেয়ে রেফারি হবেন তিনি!!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৬ আগস্ট, ২০১৩, ০৮:৫০:০২ সকাল



কি আজব কাণ্ড! লজ্জা-শরমের মাথা খেয়ে রেফারি হবেন তিনি!!

[Click this link

হাইরে দুর্ভাগা জাতি তোদের হুশ কখন ফিরবে??

আমার মতে বাংলাদেশে ৩ প্রজাতির প্রাণী বাস করে-

১. মানুষ

২. পশু-পাখি ও জলজ প্রাণী এবং

৩. আওামিলীগ

আসলেই এই অদ্ভুত স্বভাব ও মতবাদের বিশ্বাসীরা দুনিয়ার বুকে বিস্ময় সৃষ্টি করেছে। তাদের মতো এই দুনিয়ায় আর কোন প্রজাতি পাওয়া যাবে না যারা সর্বাবস্থায় তাদের নেতাদের সুরে কেরাস গায়। আর এদের বিশ্বাস থেকে আপনি একচুলও সরাতে পারবেন না। একজন হিন্দু বা ইহুদিকে মুসলমান বানানোর চেয়ে এদের সঠিক পথে ফেরানো অনেক কঠিন। এদের ডি.এন.এ. নিয়ে গবেষনা করার দরকার। তাহলে একান্ত অনুগত নতুন প্রজাতি তৈরী করা যাবে।



আল্লাহ্র কাছে হাজার শুকরিয়া যে তিনি আমাকে আওয়ামীলীগ হিসেবে পয়দা না করে মানুষ হিসেবে পয়দা করেছেন।

আওয়ামী লীগের নৈরাজ্যের রাজনীতি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে ।



টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সদর উপজেলার সিলিমপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড বুলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

বিষয়: বিবিধ

১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File