জামায়াত শিবিরের আঙ্গুল চুষা কত প্রকার ও কি কি?

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৩ আগস্ট, ২০১৩, ০৯:৪০:৩৩ সকাল



মন্তব্যের ঘরে হরতালের ৪৮ ঘণ্টার আপডেট পেতে থাকবেন তাই সাথে থাকুন।

ক্যাডার ভিত্তিক সংগঠন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাদের অনেকেই জেলে থাকলেও তারা সংগঠিত। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন তিন মাসের অধিক সময় অসুস্থ অবস্থায় কারান্তরীন আছেন। দলটি অভিযোগ করছে কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। অন্যদিকে, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, বিতর্ক সম্পাদক আতিকুল ইসলাম, অফিস সম্পাদক সাজ্জাদ হোসাইনসহ ৫ জন কেন্দ্রীয় নেতা কারাগারে আটক আছেন। সম্প্রতিক সময়ে শিবিরের ৯ জন নেতাকে আওয়ামী পুলিশ বাহিনী গুম করেছে বলে অভিযোগ করে আসছে দলটি। নেতার সংকটে থমকে যায়নি দলটির কার্যক্রম। পরিচালনায় থাকছে নতুন নতুন নেতৃত্ব। ঈদের দুইদিন আগে চট্টগ্রামের সীতাকুন্ডে সাবেক শিবির নেতার মৃত্যুতে দলটি তার নেতাকর্মীদের সতর্ক অবস্থায় চলাচলের নির্দেশ দিয়েছে। ঈদ পরবর্তী সরকার বিরোধী আন্দোলনকে টার্গেট করে কাজ করে যাচ্ছে দলটি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী চলছে ছাত্রশিবিরের কার্যক্রম। ছাত্রশিবিরের কর্মীরা ধরেই নিয়েছে এই সরকারকে ক্ষমতা থেকে না নামাতে পারলে তারা তাদের দল নিয়ে অস্তিত্ব সংকটে পরবে। শিবিরের উপর পরিচালিত জুলুম নির্যাতনের কথা তারা এলাকার মানুষকে প্রচার করছেন। তারা সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকার পতনের আন্দোলন করবেন বলে প্রচার করছেন। ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন সম্পর্কে জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সে স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে। এরকম কোনো পাতানো নির্বাচনের অপচেষ্টা হলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।



ঢাকা: জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা গাড়িতে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।

কল্যাণপুর: মঙ্গলবার হরতালের শুরুতেই ঢাকার কল্যাণপুরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ করেছে শিবিরকর্মীরা। সকালে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় তারা মিছিল থেকে পর পর বেশ কয়েকটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আটক করা যায়নি কাউকে।

বাড্ডা ও শাহজাদপুর: সকাল থেকে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরের রাস্তা দখলে নেয়ার চেষ্টা করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের হটিয়ে দেয়।

রাজশাহী: হরতালের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজশাহী নগরী। জামায়াত-শিবিরের কর্মীদের সহিংসতার মুখে শহর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। স্থানীয় সূত্র জানায়, হরতালের শুরুতে ভোরে মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। এক পর্যায়ে মিছিল থেকে তারা শহরের হরিয়ানা বাজার এলাকায় একটি ট্রাকসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা ট্রাকটিতে আগুন দেয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওযা যায়নি।

বরিশাল: মঙ্গলবার সকালেই বরিশালে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা শহরের বেশ কয়েক রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এছাড়া বরিশালের কাউনিয়ায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে শিবিরকর্মীরা।

বগুড়া: বগুড়া শহরের রাস্তায় রাস্তায় টায়ারে আগুন দিয়ে অবরোধ করে রাখে জামায়াতকর্মীরা। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে ধরতে পারেনি।

খুলনা: খুলনা শহরের ট্রাক টার্মিনাল এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে শিবির। তবে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।



হরতাল আপডেট:

‪#‎বাড্ডায়‬ মিছিল, ককটেল বিস্ফোরন।

‪#‎রাজশাহীতে‬ ট্রাকে আগুন।

‪#‎সাতক্ষীরায়‬ মহাসড়ক অবরোধ।

‪#‎নোয়াখালী‬ শহরের নাপিতের পুল এলাকায় নোয়াখালী সরকারী কলেজ শাখা শিবিরের মিছিল, পিকেটিং।

#‎ঢাকা‬ মহানগর পশ্চিম শাখা ছাত্রশিবিরের ‪#‎সাংগঠনিক‬ সম্পাদক ‪#‎গুলিবিদ্ধ‬। সকাল ৭ টায় রাজধানীর কল্যানপুরে ঢাকা মহানগরী পশ্চিম শাখা হরতাল সমর্থনে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়।

বাংলাদেশ ইসলামী ছাত্র্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা রাজধানী সবুজবাগ বাসাবোতে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ৪৮ ঘন্টা হরতাল পালনে বিক্ষোভ মিছিল করে।



শিবিরের অস্ত্রঃ

শিবিরের এ কোন ধরনের অস্ত্র ???!!!

আশ্চার্য্য !!! পুলিশ, র্যাব, বিজিবি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের মরণাস্ত্র, মেশিন গান, বুলেট, টিয়ারশেল, ক্যাঁদনে গ্যাসের মোকাবেলায় শিবিরের অস্ত্র ইট, পাথর, ঢিল!!!

এত ছোট একটা দল

কিভাবে এমন নমরুদ, ফেরাউনের মোকাবিলা করে ???

যাদের নামে এখনও পর্যন্ত একটা গুলি মারারও অভিযোগ পাওয়া যায়নি...!!!

একি! আল্লাহর কোন সাহায্য শক্তি তাদের সাথে...???

আমরা তো বাংলাদেশে অন্যান্য বড় বড় দলের আন্দোলনও দেখেছি;

কিন্তু এমন আন্দোলনতো কখন দেখিনি...!!!

কেন ওদের এত সাহস যে ওরা মৃত্যুকেও ভয় পায়না...

আমাদের মনে হয় যারা জামায়াত শিবির বিরোধী / নাস্তিক মুরতাদ

তারা একটু চোখ কান খুলে তাওবা করা উচিত

এ ছোট্ট দলটির কাছ।

মহান আল্লাহপাক তাদের প্রতিটি কাজের উত্তম জ্বাজা দান করুক।।। আমীন আমীন ছুম্মা আমীন...



অত্যাচারী ও জুলুমকারী সমাজে বেশীদিন টিকে না।

গোয়েন্দা ও পুলিশের বিভিন্ন সূত্র বলছে নিজেদের অস্তিত্ব জানান দিতে জামায়াত ব্যাপক সহিংসতা চালাতে পারে। আর জামায়াত সুত্র আভাস দিয়েছে বাধা আসলে তারা তাদের হরতালকে আরও দীর্ঘায়িত করবে।।

রাজধানীর সঙ্গে দূরপাল্লার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।



সরকার যত ভয়-ভীতি নির্যাতন করবে, আমরা আরও কঠোর হব।



সকাল থেকেই হরতালের সমর্থনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণ ও রাস্তায় টায়ার জ্বালায়।

ঈদের পর মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে একদিন পিছিয়ে ১৩ ও ১৪ই আগস্ট এর এই হরতাল সফল হোক।

বিষয়: বিবিধ

৫২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File