দ্রুত গতিতে ব্রাউজিং করুন।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ জুলাই, ২০১৩, ০৯:১৫:২৪ সকাল
Download Link: Click this linkClick Here to Download
Click this link
যে ব্রাউজারটির কথা বলব আসুন প্রথমে তার ফিচারগুলো জেনে নিই-
১. অবশ্যই ট্রাফিক খরচ কম।
২. অত্যন্ত দ্রুত গতির।
৩. শক্তিশালী ডাউনলোড ম্যানেজার, যা দিয়ে কমপিউটারের চেয়েও দ্রুত গতিতে ডাউনলোড করা যাবে (অবশ্যই রিজউমিং সুবিধাসহ) এবং কয়েকটি ডাউনলোড একসাথে দেয়া যাবে।
৪. এক চাপেই ফেইসবুক ব্রাউজিং।
৫. ফেইসবুকে ও টুইটারে লগইন না করেই স্ট্যাটাস আপডেট ও ছবি আপলোড করা।
৬. ব্রাউজার ওপেন থাকা অবস্থাতেই কল করা বা এস এম এস করা যাবে।
৭. ব্রাইটনেস নিয়ন্ত্রনের সুবিধা থাকায় ব্রাউজিং করার সময় মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না।
৮. ব্রাউজ করার সময় বারবার ব্যাকলাইট অফ হয়ে যাবে না।
৯. নাইট মুড থাকায় রাতের বেলায় চোখের উপর চাপ সৃষ্টি না করেই আরামে ব্রাউজ করা যাবে।
১০. মাল্টি ট্যাব অপশন (যত খুশি তত ট্যাব খুলুন) এবং ইজি টগল্ করা যাবে।
১১. সফটওয়ার ডাউনলোডের অনন্য এক পদ্ধতি (নোকিয়া মোবাইলের জন্য)।
১২. আপলোড স্পিডও সন্তোষজনক।
১৩. পেইজ স্ক্রল করা খুব ইজি। খুব সহজেই পৃষ্ঠার একেবারে ওপরে আবার খুব সহজেই একেবারে নিচে।
১৪. দারুন সব শর্টকাট কি(ইচ্ছেমত শর্টকাট কী পরিবর্তনও করা যায়)।
১৫. ফাইল ম্যানেজারও আছে।
১৬. ইমেইল করার জন্য যে কোন ফাইল এটাচ্ করতে পারবেন।
১৭. প্রতি নিয়ত আপডেট ভার্ষন।
১৮. কোন শব্দ বা কোন বাক্য অথবা কোন লিংক যা খুশি কপি-পেষ্ট করুন।
১৯. ওয়েবপেজের কোন ইমেজকে জুম করেও দেখা যাবে, সেইভ করাতো যাবেই।
আরো আরো….. বলুন আর কি চাই?
এবার বাউজারটি ওপেন না করেই এর এপলিকেশন একসেস পরিবর্তন করে নিন। এর জন্য যেখানে ব্রাউজারটি ইনস্টল হয়েছে সেখানে যান (সাধারনত Games এই হয়)। তারপর Option থেকে Application Access>Communication>Network Access>Always allowed তারপর আবার
Application Access>Data access>Read user data>Always allowed তারপর আবার
Application Access>Data access>Add and edit data> Always allowed
এবার ব্রাউজারটি ওপেন করুন। কান্ট্রি চাইলে Others দিন।
এবার Menu>Settings>Preference>Page Segmentation>No segmentation
Check Zoom View (for computer like page or uncheck for mobile content)
Backlight> 5-100 এটি কমিয়ে রাখলে দীর্ঘক্ষণ চার্য থাকবে।
Check Smooth Scrolling তারপর
Menu>Save changes
Zoom View uncheck করা থাকলে Settings>Operation Mode>Normal Mode
Night Mode এর জন্য Settings>Themes>Night
হয়ে গেল সেটআপ। এবার Settings থেকে Shortcuts গুলি মুখস্ত করে ফেলুন।
নয়ত কাগজে লিখে নিন, সুবিধা হবে। চাইলে এখান থেকে শর্টকাট কিছু আপনার মতো করে পরিবর্তনও করে নিতে পারেন, যেমন থিম টগল্ করার জন্য ## নির্বাচন করে নেয়া যেতে পারে।
বাকি আর কোথায় কি আছে খুঁজে নিন। চাইলে হেলপ্ থেকে অনেক কিছু জানতে পারবেন।
ও আরেকটি কথা, মেন্যু বা সাব মেন্যুর পাশের সংখ্যাটি প্রেস করেই সেটি ওপেন করতে পারবেন।
ব্রাউজ করতে থাকুন আর ধীরে ধীরে চমকগুলো আবিষ্কার করতে থাকুন।
আমি ব্যবহার করছি , মজা পাচ্ছি। আপনার কেমন লাগল জানাতে ভুলবেন না কিন্তু।
বিষয়: বিবিধ
২১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন