ডাউনলোড করে নিন গুগল বুকস এর সব বই !!!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জুলাই, ২০১৩, ১১:১১:৩০ সকাল



books.google.com/

শিক্ষাথীদের একটি অতি পরিচিত সাইট হচ্ছে গুগল বুকস। যদি ও এখান থেকে খুব সহজে বই ডাউনলোড করা যায় না কিন্তূ অনেকটা বাধ্য হয়ে এখানে আসতে হয় যখন esnips এর মত জনপ্রিয় সাইটগুলতে কাঙ্ক্ষিত বইটি খুজে পাওয়া যায় না।আসুন দেখা যাক কিভাবে গুগল থেকে বই সেইভ করা যাবে।

কোন একটি পেইজ internet explorer এ display হওয়ার পূর্বে সাধারনত কম্পিউটারের temporary internet file নামক ফোল্ডারে সাময়িকভাবে সেইভ হয়। গুগল থেকে কোন একটি বই এর দরকারি পেইজ গুলো এই ফোল্ডার থেকে সেইভ করে নেয়া যায়। এই প্রক্রিয়াটি একটু জটিল এবং সময় সাপেক্ষ।কিন্তু দরকারি বইটি পেতে যদি একটু কষ্ট হয় তাতে ক্ষতি কি? আপনার কপি করা পেইজ গুলোকে পরে PDF ফরম্যাটে পরিবর্তন করে বই আকারে পেতে পারেন।

ইন্টারনেটের অন্যতম অনলাইন ই-বুক স্টোর।যেখানে প্রায় ৩০টি ক্যাটাগরিতে পাবেন হাজার হাজার বই,তো এই বইগুলো গুগলে পড়া যত সহজ কিন্তু ডাউনলোড করা কিঞ্চিত কঠিন(অন্তত আমার মত জ্ঞানের স্ব্ল্পতা যাদের আছে )।

সেইজন্য যাতে গুগল বুকস থেকে "full preview" লেখা বই গুলো সহজে ডাউনলোড করতে এর জন্য রয়েছে Google Book Downloader ,তবে আমার ব্যক্তিগতভাবে এরই একটি মোডিফাইড ভার্সন পছন্দ আর তা হচ্ছে Melon Google Book Downloader.

ডাউনলোড Google Book Downloader

স্ক্রিনশট

স্টেপ-১==> প্রথমে books.google.com/ এবং আপনার পছন্দের বইটি সিলেক্ট করুন।

স্টেপ-২==> এখন Adress Bar থেকে বইটির id কপি করুন(id= এর পর থেকে & এর আগ পর্যন্ত যে কোডটি পাবেন।)

স্পষ্ট করে দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন-

http://i1116.photobucket.com/albums/k566/upolbd/GoogleBookDownloader2.jpg

স্টেপ-৩==> এখন Google Book Downloader ওপেন করে File এ ফিয়ে Add Book এ ক্লিক করুন এবং কোডটি পেস্ট করুন।

স্পষ্ট করে দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন-

http://i1116.photobucket.com/albums/k566/upolbd/GoogleBookDownloader3-1.jpg

স্টেপ-৪ ==> এবার Queue তে ক্লিক করে বইয়ের লিংক আসলে Right Click করে Start করুন,ডাউনলোড শুরু হয়ে যাবে।

স্পষ্ট করে দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন-

http://i1116.photobucket.com/albums/k566/upolbd/GoogleBookDownloader-1.jpg

ডাউনলোড শেষ হলে Right Click করে যেখানে সেভ করতে চান সেভ করে বই পড়া শুরু করে দিন।



কিন্তু দরকারি বইটি পেতে যদি একটু কষ্ট হয় তাতে ক্ষতি কি? আপনার কপি করা পেইজ গুলোকে পরে PDF ফরম্যাটে পরিবর্তন করে বই আকারে পেতে পারেন।

প্রক্রিয়াটি এই রকমঃ

> ইন্টারনেট এক্সপ্লোরার অপেন করুন কম্পিউটার এর আডমিনিস্টেটর ইউজার হিসেবে।এক্ষেত্রে ফায়ারফক্স ব্যবহার করা যাবে না। books.google.com এ গিয়ে যে পেইজটি সেইভ করতে চান তা অপেন করুন।

> এবার C:\Documents and Settings\SHAMIM\Local Settings\Temporary Internet Files এ গিয়ে এখানকার সব ফাইল ডিলিট করে দিন।

> ইন্টারনেট এক্সপ্লোরার refresh করুন এবং সবগুলো পেইজ ব্রাউজ করুন(মাউস ক্লিক করুন) যেগুলো ডাউনলোড করতে চান।

> এখন “Temporary Internet Files” ফোল্ডারটি refresh করুন। সবগুলো PNG ফাইল কপি করুন এবং অন্য একটি ফোল্ডারে সেইভ করুন। এই ফাইল গুলো মুলত ঐ পেইজ যেগুলো আপনি ব্রাউজ করেছেন।

বিষয়: বিবিধ

৩১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File