শহিদ হতে কে রাজি আয়.।.।.।মিছিল যাবে আরশ মুখে আয় ছুটে আয়.।.মিশর..।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৯ জুলাই, ২০১৩, ০১:৪০:৪৭ দুপুর

বিধ্বস্ত ক্যামেরা, উড়ে গেছে জান্নাতি পাখি। আহমদ মানছুর

আল্লাহুআকবার !

নামাযের মধ্যে আল্লাহর কাছে এইভাবে কখনো কাঁদতে পেরেছি কিনা জানি না , তবে এই কান্না দেখে আমার এখনই কান্না চলে আসছে ।

হে আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি ।

আমাদের কে সহজ সরল পথ দেখাও ।

আমিন ।

মিশরের বর্তমান অবস্থা দেখুন । নিজদেশে পরবাসীর মত। মহিলারাও আন্দোলনে পিছিয়ে নাই ।

মিসরে চলছে সেকুলারদের চালিত গনহত্যা......বারবার শাপলা চত্বরের গনহত্যার কথা মনে করিয়ে দিচ্ছে......জায়গা আলাদা হলেও একই দৃশ্য

মিশরের সেনা বাহিনীর নিস্ষ্ঠুরতা ইখওয়ানের ভাইদের উপর অত্যাচার , নির্যাতন , গুলি করা হচ্ছে

সেজদারত অবস্থায় গুলি শুরু করে সেনারা এবং তারা সরাসরি মাথা লক্ষ করে গুলি চালায়....মিসরে সেনাদের বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত মানুষ ছিদ্র হয়ে গেল পবিত্র কোরআনমুসলিম নিধন করা এখন যেন বাহাদুরীতে পরিণত হয়েছে । ফিলিস্তিন , কাস্মীর , ইরাক , আফগানিস্থানের সাথে তাল মিলিয়ে মিয়ানমার , বাংলাদেশ , মিশর , ভারত ,সিরিয়া সহ বিশ্বের সকল দেশে চলছে এই প্রতিযোগিতা ।

গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে কিন্তু সারা বিশ্ব তাকিয়ে দেখলেও কোন প্রতিবাদ আসছে না ।গণহত্যা হলেও কোন ক্রাইম হচ্ছে না ! এযেন পৃথিবীর বাহিরে অন্য কোন গ্রহ । কারন পৃথিবীর কোথায়ও একটা অমুসলিম মারা তো দূরের কথা যদি কেউ মনে মনে ভাবে তবে তাঁকে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে সারা বিশ্ব একসাথে প্রতিবাদের ঝড় তুলে দেয় ।

অথচ মুসলিম হত্যা যেন স্বাভাবিক ব্যাপার । আর এর জন্য আমরা মুসলিমরাই দায়ী ।

আমাদের কিছু মুসলিমের মধ্যে লোভ ,লালসা, হিংসা, বিদ্ধেষ , অহংকার এবং ক্ষমতাই এই ধ্বংসের জন্য দায়ী ।

আমরা কোরআন হাদিসের আলোকে মুসলিম নয় বরং জন্ম সুত্রে মুসলিম হয়েছি তাই আল্লাহ ভীতি আমাদের মধ্যে নেই ।

আল্লাহ যে আমাদেরকে লোভ লালসার উদ্ধে উঠে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকা তৌফিক দেন। আমিন ।।

কোরআন সাক্ষী থাকবে শাহাদাতের । এমন সৌভাগ্য কজনের হয় বলো ?

মিশরে আবারও লম্বা হচ্ছে শহীদি মিছিল।সেনারা গনহত্যার সময় এভাবেই গ্রেপ্তার করে দেড় হাজার মুরসি সমর্থক

শহীদ স্বরনে বুক ফাটা কান্নার প্রহর

"রাবেয়া স্কয়ারে" তাহাজ্জুদ নামাজে লক্ষ জলতার একাংশ

এক গর্বিত স্ত্রী তার সন্তানকে নিয়ে শাহাদাত বরণকারী এক ভাইয়ের পাশে ...

হে আল্লাহ ছোট্ট শিশুটি কিছু বুঝেনা সে অবস্থায় এতিম হল ...

তুমি কি এর বিনিময়ে মিসরকে কবুল করতে পারোনা ??

আল্লাহ তুমি হাসান আল বান্নার উত্তরসুরী এই শহীদদের কবুল কর।

( اشهد أن لا اله إلا الله

বিষয়: বিবিধ

১৯১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File