এবার মিশরের ভাইদের জন্য দোয়া করতে কেউ ভুলবেন না।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ জুলাই, ২০১৩, ০৯:৪৯:০৩ সকাল
প্রিয় বন্ধগণ,
আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ্ আপনারা বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমে ইতিমধ্যে অধ্যাপক এমএ মান্নান সাহেব তথা হেফাজত-জামায়াত-বিএনপি-স্থানীয় জাপার বিজয়ের সঠিক পরিসংখ্যান জেনে গেছেন । আল্লাহ্র কাছে হাজার শুকরিয়া তিনি আমাদেরকে চরম পরীক্ষার মুখমুখি করেন নি । আমাদেরকে যেমন এই বিজয়ে আল্লাহ্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে তেমনি পাশাপাশি এই বিজয়কে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয়ের পথে দ্রুততার সাথে অগ্রসর হতে হবে । আমাদের মনে রাখতে হবে এ আল্লাহ্র একটি দয়া/নেয়ামত । যা তিনি আমাদের প্রতি দেখিয়েছেন । আমরা যেন কেউ উদ্ধত হয়ে না যাই ।
যে কথা বলছিলাম ফলাফলের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ আগামী দিনে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ্ । তবে আপাতত আমি যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়াকে বিশ্বাস করে তাদের দেয়া তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি তাই এখন পর্যন্ত তাদের দ্বারা প্রাপ্ত সর্বশেষ ফলাফল আপনাদের সাথে শেয়ার করতে চাই ।
সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে
এম এ মান্নান ( #18_Party_Alliance_Candidate) - 3,65,444 Vote
আজমতউল্লাহ( #14_Party_Alliance_Candidate) - 2,58,886 Vote
আলহামদুলিল্লাহ্ জামায়াত-হেফাজত-স্থানীয় জাপা-বিএনপি সমর্থিত প্রার্থী ১ লাখ ৬ হাজার ৫৭৭ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন ।
সবাই সবার জন্য দোয়া করুণ । বিশেষত মিশরের ভাইদের জন্য দোয়া করতে কেউ ভুলবেন না । ধন্যবাদ এবার একাগ্রচিত্তে আল্লাহ্কে সন্তুষ্ট করার দিকে মনযোগ দিতে হবে আমাদের সকলকে ।
হেফাজত সরকারকে আরও একটা শিক্ষা দিয়ে দেখালো, নির্বাচনের মাঠে। আগামিতে আরও আছে, তা নিশ্চিত।
পাবলিকও আর আগের মত বোকা নেই।
দানাপানি ঠিকই খেয়েছে, কিন্তু কামের কামটি করেছে পর্দার আড়ালে গিয়ে ব্যালটে সীল মারার বেলায়! সাব্বাস পাবলিক! হাজার হলেও ডিজিটাল পাবলিক কি না !!
সরকার এখন চারিদেকে আবিস্কার করবে বিদ্রোহ। সরকারে বিদ্রোহ, দলে বিদ্রোহ। ঘরে বিদ্রোহ, বাইরেও বিদ্রোহ। জোটে তো লেগে গেছে 'মহাজট'।
সামনে হেফাজতের আরও ক'টা থাপ্পড় যে অপেক্ষা করছে, তা আল্লাহই ভালো জানেন।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন