আমাদের প্রান প্রিয় কলিগ শ্রদ্ধেয় গিয়াস স্যারের বিদায় আজ

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০২ জুলাই, ২০১৩, ০৫:০৫:৪৬ বিকাল



আজ ০২.০৭.২০১৩ রোজ মঙ্গলবার বাদ জোহর আমাদের প্রান প্রিয় কলিগ শ্রদ্ধেয় গিয়াস স্যারের বিদায় অনুষ্ঠান করলাম।

অনেকে ফুল দিয়ে অনেকে হাতের সাথে হাত মিলিয়ে অনেকে বুকের সাথে বুক মিলিয়ে বেশির ভাগই দু নয়নের অশ্রু ঝরিয়ে উনাকে বিধায় জানালেন। সদা হাসি খুশি সেই মানুষটি আজ ও হাসি খুশি চেহারায় বিদায় নিলেন।

আমার মত শক্ত মানুষটি ও যখন অশ্রু নয়নে ঝড়িয়ে ধরে ফুফিয়ে কাঁদছিলাম তখন তিনি শুধু বললেন ফি আমানিল্লাহ।

আমি কিছুক্ষণ আগ পর্যন্ত ও বেশ ভাল ছিলাম হাসি খুশি ছিলাম ,কেন জানি উনার পাশে গেলাম আর সবার কুলাকোলি ও হাত বুক মিলানো দেখছিলাম। কোথা হতে যে এত আবেগ আসল আমি বুঝি নাই। তবে হে কেনই বা আসবে না । তিনিতো শুধু কলিগ ছিলেন না ছিলেন প্রাণাধিক প্রিয় দ্বিনি ভাই , সম্মানিত অভিবাবক , যাকে অফিস সমস্যার পাশাপাশি ব্যক্তিগত সমস্যা ও রাষ্ট্রীয় সমস্যা শেয়ার করা যেত। যিনি প্রতিদিন এসেই জিজ্ঞাসা করতেন আন্দোলনের খবর কি কোন কর্মসূচি কি আছে? ভাল মত ধরতে হবে এ জালিমদেরকে ইত্যাদি ইত্যাদি...।।

আবার হটাত দেখতাম উনি ম্যানেজার হওয়ার পরও আমার ডেস্কে চলে এসে আমার সামনের চেয়ারে বসে যেতেন তারপর অফিসিয়াল, ব্যক্তিগত ও সাংগঠনিক খুঁজ খবর নিতেন ।এমনি নিরহংকার ব্যাক্তিত্ত্ব ছিলেন তিনি। এ ভাবে আজ থেকে আর কেও খুঁজ রাখবে না। আর কেও জিজ্ঞাসা করবে না আপনার শশুর কেমন আছে ।

সাংগঠনিক ভাবেই আমার শশুরের সাথে উনার পরিচয় ,তাই প্রায় নিয়মিতই খুঁজ খবর নিতেন আমার শশুরের শারীরীক অবস্তার ।

উনি ছিলেন ইবনেসিনা ফারমাসিউটিক্যালের সম্মানিত স্টোর ম্যানেজার । এমন ভালবাসার দ্বায়িত্বশীল ম্যানেজার আর দ্বিতীয় জন আমার চোখে পড়েনি। উনি উনার ২৬ বছর কাটিয়ে গেলেন এ প্রতিস্তানে তাওয়েল ব্যবহার করছেন স্রবেসাকুল্যে দুইটি ,ছিঁড়ে যাওয়ার ভঁয়ে নিজ দ্বায়িত্বেই পরিষ্কার করতেন ।

নিজের জিনিসকেও মনে হয় তিনি এত যত্ন করতেন না যেভাবে কুম্পানির জিনিসকে করতেন ,এত মিতব্যয়ী কোন মানুষ কি বর্তমানে ও আছে কল্পনায় ও চিন্তা করিনি। উনার ছিল স্টোরের দ্বায়িত্ব এত আমানত দারির সাথে তা পালন করতেন যা কল্পনা ও করা যায় না ।

প্রতিদিন অফিসে ডুকতেন বিসমিল্লাহ্‌ পড়ে আর বের হতেন আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ্‌র হেফাজতে দিয়ে যেতেন। উনার প্রতিটি প্রদক্সেপ ছিল শিক্ষণীয় এমন বন্ধুটিকে কি আর কাছে পাব? আল্লাহ্‌ উনাকে ইহকাল ও পরকালে কামিয়াবি দান করুন । যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এভাবেই একদিন সকল মায়া চিহ্ন করে এ নশ্বর পৃথ্বীবী থেকে ও আমাদেরকে চলে যেথে হবে। আমাদের চলে যাওয়ার সময় ও যেন এমন হয় হাসতে হাসতে যাব আর সকলে কাদবে। আল্লাহ্‌র রাসুল সাঃ বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম দায়িত্বশীল যে তোমাদেরকে ভালবাসে আর তোমরা ও সে দায়িত্বশীলকে ভালবাস, আর সেই নেতাই নিকৃষ্ট যে তোমাদেরকে ভালবাসে না ও সে নেতাকে তোমরা ভালবাস না, তিনি যেন ছিলেন ভালবাসার মূর্ত প্রতীক শ্রদ্ধেয় গিয়াস স্যার । তিনি দ্বীনকে সর্বদা দুনিয়ার উপর প্রাধান্য দিতেন ।আল্লাহ্‌ ও তাই তাকে সম্মানিত করলেন । আমরা তাকে কোনদিন ভুলব না ।

মহান আল্লাহ্‌ তাকে নেক হায়াত দান করুন আমিন।

বিষয়: বিবিধ

২৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File