হায়রে সংসদ, হায়রে সাংসদ, ক্রমেই তুমি বস্তি হয়ে উঠছো।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ জুন, ২০১৩, ১০:০৫:৫৪ সকাল
খালেদা জিয়ার মা হিন্দু হলে অপু উকিলের সমস্যা কোথায়?
আওয়ামী এমপি অপু উকিলকে আমার কিছু বলার আছে. খালেদা জিয়া যদি ইহুদির সন্তান ও হয়ে থাকেন তাতে আপনার প্রব্লেমকি? দরিদ্র মানুষের এই দেশে কোন ভাগ্যবলে এমপি হয়েছেন জানি না, নিজের নির্বুদ্ধিতা এভাবে প্রমানিত না করলেই ভালো করতেন.
পৃথিবীর ইতিহাস ও সভ্যতা বদলে দেয়া তিনজন মানুষ আইজাক নিউটন, আর্লবাট আইনষ্টাইন ও কার্ল মাক্স এঁরা কলেই জন্মগত ভাবে ইহুদি, এদের জন্ম না হলে আজ যা দেখছেন বা বলছেন তাও করতে পারতেন না.
বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতির সস্তা সেন্টিমেন্ট নিয়ে খেলা বন্ধ করুন। কর্মসূত্রে পরিচিত এক ইসরায়েলি মেয়ে আমাদের পাসপোর্টে সেদেশে ভ্রমণের ব্যাপারে না সীল থাকতো শুনে অবাক হয়ে গিয়েছিল। বারবার আমাকে প্রশ্ন করছিলো কেন? বিস্ময়ে চোখ কপালে তুলে বলেছিল আমি তো তোমার দেশের নামই শুনিনি, তোমাদের সাথে আমাদেরযুদ্ধ আছে বলে ও তো শুনিনি...তারপর হেসে গড়িয়ে পড়তে পড়তে তির্যক মন্তব্য ছুঁড়েছিল হু কেয়ার্স?
আমি একশ পার্সেন্ট নিশ্চিত খালেদা জিয়া মুসলমান পরিবারে জন্মেছেন এবং এটা নিয়ে তর্কের কোন প্রশ্নই ওঠে না। সরকারি দলের কপালে আর একটি কলংক তিলক যোগ করা অপু উকিল আওয়ামী লীগের পতন মুকুটে নতুন পালক যোগ করলেন মাত্র।
হায়রে সংসদ, হায়রে সাংসদ, ক্রমেই তুমি বস্তি হয়ে উঠছো।
লেখক : অজয় দাশগুপ্ত
প্রবাসী লেখক ও সাংবাদিক (লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহিত)
সরকার সভাসমাবেশ বন্ধ করে নি --প্রধানমন্ত্রী শেখ হাছিনা।
তত্ত্বাবধায়ক চাইলে কেয়ামত পযন্ত নির্বাচন হবে না -- প্রধানমন্ত্রী শেখ হাছিনা।
হেফাজত ইসলাম গায়ে রং মেখে রাস্তায় পড়েছিল -- প্রধানমন্ত্রী শেখ হাছিনা।
৫ ই মে কোন গুলি চালানো হয় নি -- প্রধান মন্ত্রী শেখ হাছিনা।
আমার ছেলের বউ ইহুদী নয়, খিষ্টান --প্রধানমন্ত্রী শেখ হাছিনা।
যিনি দিনের বারটায় ঘুম থেকে উঠেন, তিনি আবার আস্তিক --প্রধান মন্ত্রী শেখ হাছিনা।
এতদিন জানতাম মানুষ মরার আগে আবোল তাবোল বকে এখন দেখি ক্ষমতা ছাড়ার আগেও মানুষ আবোল তাবোল বকে। দেশটা দেখি পুরাই মখাময় হয়ে যাচ্ছে.।.।.।.।।।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন