আটা রুটি সাক্ষী আছে আর ন জাইয়ম নৌকার হাছে।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ জুন, ২০১৩, ১০:০৯:৪০ সকাল
আটা রুটি সাক্ষী আছে
আর ন জাইয়ম নৌকার হাছে।
-------- -------- ---------চিন্তিত হইয়েন না ; ইহা আমার না স্বাধীনতা উত্তর ৭৫ পরবর্তী চট্টগ্রাম এর জনতার স্লোগান আছিল
আর
সর্বনাশা মুজিববাদ
কেড়ে নিল পেটের ভাত
-------- -------- ------- ইহা আমার না স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাসদের স্লোগান আছিল
কতদিন আর নিরযাতিত হবেন এসব মানুষরূপী হায়েনা দ্বারা??
ভোটের ফল পাল্টে দিতে রাতভর গণগ্রেফতার
শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত ৩টা পর্যন্ত রাজশাহীতে ৭০ জন, খুলনায় ৬০ জন, সিলেটে ৮০ জন এবং বরিশালে ৭৫ জন বিএনপি-জামায়াত নেতা-কর্মীকে ধরে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাতে বাড়ি বাড়ি গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদেরকে সরকার দলীয় মেয়রপ্রার্থীদের ভোট দিতে ‘হুকুম’ দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই নির্বাচনী এলাকাগুলোতে বহিরাগতদের মহড়ার খবর দিতে দেখা যাচ্ছে। চার সিটিতেই সরকার দলীয় সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন