সকল গুজবে কান দিন ; এদেশে সত্যের কোন স্বীকৃতি নাই ।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৮ মে, ২০১৩, ১১:৩৫:৫২ রাত



গুজবে কান দিবেন না ; SORRY ! গুজব ভেবে কিছুই এড়িয়ে যাবেন না । সত্য নিহত হয়ে, গুজব হয়েছে ভেসে বেড়াচ্ছে তার আত্মা !

কতজন মানুষ ফেসবুক/টুইটার/সোসাল নেটওয়ার্কে যুক্ত ? টিভি কিংবা পত্রিকা কি তারচেয়ে কম জন দেখছে ? অবশ্যই না । তবে গত ৩ দিনের কথা ভিন্ন হতে পারে ; এ দেশীয় টিভি চ্যানেলগুলো নিশ্চিত পরিসংখ্যান দিতে পারবে ৫ তারিখ পর্যন্ত তাদের দর্শক সংখ্যা আর ৬ তারিখ থেকে তাদের দর্শক সংখ্যায় কতটা ভাটা পরেছে ।

'৭১ বলেন আর '৭৫ '৭৭ যে চ্যানেলের কথাই বলুন দর্শক কিন্তু একই ......... এই চ্যানেল থেকে জাম্প করে অন্য চ্যানেলে যেত ; তথ্য উপাত্ত মিলিয়ে নিত, বাস্তবতা বুঝতে চেষ্টা করত । না, এখন আর তা করে না । সত্য জানার কোন সুযোগ নেই ; শুধু মিথ্যা জেনে কি হবে । তার চেয়ে কোন খেলার চ্যানেল নয়ত ভারতীয় সিরিয়াল নয়ত উঁকি দিয়েই রিমোট আছাড় দিয়ে রেখে দেয়া ।

ঐ যে বললাম কতজন ??? দর্শক Surprised

২৫টি চ্যানেল একযোগে বলছে সবই গুজব ; আমাদের মান্যবর পেশাদার ডাকাতটিম কি আর মিথ্যা বলতে পারে ? মন্ত্রী এমপিরা তো সব সৎ আর দেশপ্রেমিক ; পুলিশ সদাচারের জন্য পাচ্ছে পদক ; মানবাধিকার রক্ষার জন্য পাচ্ছেন মন্ত্রী............ তাও কেন বিশ্বাস করছে না ওদের কথা ?

আর ওনাদের কথা যে লোকেরা বিশ্বাস করছে না ; সেটাই বা ওনারা জানছেন কিভাবে Winking

ঐ যে বললাম ২৫টি টিভি চ্যানেল ; ৫৫টি পত্রিকা একযোগে যা বলছে তা মানুষ শুনতে চাচ্ছে না । রিমোট চেঞ্জ হাহাহাহাহাহাহাহা Winking

তাই মাথা আউলা ম্যানেরা সংবাদ ব্রিফিং করছেন একজনের পরে একজন ; একই সাথে একই টেবিলে ৩ জন থেকে ৫ জন ......... একই কথা একই সুর সবই গুজব Surprised

তখন মানুষ আরো উৎসাহী আচ্ছা গুজবটা কি ? তুমি শুনেছ নাকি কিছু ? ঢাকায় যারা থাকে তারা কি কিছু বলেছে নাকি ? বিদেশে যারা থাকে তারা কিন্তু পিউর নিউজ পায় Winking সবাই আপডেট থাকতে চায় ।

যে লোকটি টিভি দেখে না ; পত্রিকা পড়ে না ; যার ঢাকা শহরে কেউ নাই ; সেও বলে গুজবটা কি শুনতে চাই ??? ওহ এইটা Surprised আমার তো মনে হয় আরো ভয়ানক কিছু ঘটেছে ; তুমি মিয়া জানো না ঠিক করে । তা যা বলছেন চাচা/খালা/বুয়া/......... সরকার তো এটাই মানতে চায় না :'( তা তারা কি বলে ? ......... ধুর মিয়া সরকার গেছে পাগল হইয়া ; শোন নাই বিল্ডিং নাড়াচাড়া কইরা নাকি ফালায়া দিছে ? না তো । কেন এক দিন না দুই দিন নাকি কইছে ; বিদেশ থেকেও কইছে । ওহ ! তাই নাকি ? শোনেন নাই ৪ হাজার কোটি টাকা কিছুই না,............... একটা বিল্ডিং ধ্বসে কত লোক মারা গেল এখনো উদ্ধার হয় নাই, তাও নাকি ৮০০ ছাড়াইছে ; গুম করছে কত আল্লাহ্ই জানে । চাচা গুম করছে নাকি......... শোনেন নাই বলছে এটা কিছুই না । সাংবাদিক ঘরের মধ্যে খুন হইছে............... তাইলে কি কন এগুলা গুজব না ? রাখেন মিয়া । গুজব গুজব বাদ দেন আজাবের ভয় করেন । ঠিক কইছেন চাচা, যদি আজাবেরই ভয় থাকত :'(

দৃষ্টি আকর্ষণঃ- বন্ধুরা যারা কয়েক মাস হয়েছে ফেসবুক ইউজ করেন ; তারা অন্তত জানেন/বুঝতে পারার কথা কোন কথাগুলো ভুয়া/ফেইক । অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই ছবি এডিট করেই আপনাকে বিভ্রান্ত করা হয় ; করা হয় ভিডিও দিয়েও । সুতরাং লাখ ফ্যানের পেজ এডমিনরা যদি এত দিনেও না বুঝেন............ তাহলে আপনাদের উচিৎ ফেবুর পেজ চালানো বন্ধ করে দেয়া । পাশাপাশি সচেতন ইউজার হিসাবে আপনিও পারেন না লাইক/কমেন্ট/শেয়ার করে এই কুকর্মে অংশ নিতে ।

পেইজে আগে সত্য লেখা হত ; এখন গুজব লেখা হচ্ছে Surprised কারণ এই ভুখন্ডে সত্য নিহত হয়ে গুজব হয়ে বেঁচে আছে । আমাকে যে সত্যকে আশ্রয় করেই লিখতে হবে ; তাই গুজব লিখছি । বুঝে নেয়ার জন্য ধন্যবাদ Happy

কতিপয় গুজব ও সত্য Surprised

বে ন জি র

গুজবঃ- দেখা মাত্র গুলির নির্দেশ দাতা ।

সত্যঃ- মতিঝিলে কোন প্রাণহানি ঘটেনি ।

বি ডি আ র

গুজবঃ- সীমান্তে আঙ্গুল চোষে ।

সত্যঃ- ভাবমূর্তি নষ্টের জন্য আসারে গল্প ছড়ানো হচ্ছে ।

র্যা ব

গুজবঃ- আগ্রাসী এবং সাঁড়াশি অভিযানে নেতৃত্বদান ।

সত্যঃ- কোন মারণাস্ত্র ব্যবহার করা হয় নি ।

মি ডি য়া

গুজবঃ- আড়াই ঘণ্টার বর্বরতম গণহত্যা ।

সত্যঃ- মাত্র ১০ মিনিটের আদর আপ্যায়নে সুশৃঙ্খল ভাবে সবাই চলে গেছে ।

মা ন বা ধি কা র রি পো র্ট

গুজবঃ- বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ ।

সত্যঃ- ৪২ বছরের মধ্যে বর্তমান সময়ের সাথে কেবল সুখের সময় মুজিব আমলেরই তুলনা চলে । পরিস্থিতি সবচেয়ে ভাল ।

বি বি ধ

গুজবঃ- আবুল, মখা, আশরাফ, কামরুল, হানিফ, নাসিমের জন্য জন্য পাগলা গারদে সিট বরাদ্দের নির্দেশ ।

সত্যঃ- দেশে কোন পাগল নেই ।

বিধিবদ্ধ সতর্কতাঃ-

সকল গুজবে কান দিন ; এদেশে সত্যের কোন স্বীকৃতি নাই ।

বিষয়: বিবিধ

১৮৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File