দেশে ও ফাটল দেখা দিয়েছে সাভারের মত। সময় মত পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় হতে পারে সাভারের মত ।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৪ এপ্রিল, ২০১৩, ০৩:০২:৩১ দুপুর



দেশে ও ফাটল দেখা দিয়েছে সাভারের মত সময় মত পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় হতে পারে সাভারের মত।

সাভারে বহুতল ভবন ধস, আটকা পড়েছেন অনেকে

আপডেট >

* উদ্ধার অভিযানে সেনা বাহিনী তলব

করা হয়েছে।

* এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮১ জন।

* এখন পর্যন্ত ৮১টি লাশ উদ্ধার। * ভবনটিতে গতকালই

ফাটল দেখা দিয়েছিল।

*৮ ১জনকে উদ্ধার করে সাভার এনাম

মেডিকেলে নেওয়া হয়েছে।

ভবনটিতে অন্তত ২০০০ এর বেশিশ্রমিক কাজ

করছিল।

* একতলা ও দ্বিতীয় তলায় ৩০০টি দোকান এবং তৃতীয়

তলায় ব্রাক ব্যাংকের

একটি শাখা এবং ভবনের ৩ তলা থেকে ৮

তলা পর্যন্ত গার্মেন্টস ছিল।

............... ¬ ..

ঢাকার অদূরে সাভারের জামতলায় আজ বুধবার

সকাল নয়টার দিকে একটি বহুতল ভবন ধসে পড়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের

নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জামতলায় অবস্থিত রানা প্লাজা নামের ওই

ভবনে গার্মেন্টসসহ বিভিন্নপ্রতিষ্ঠানের

কার্যালয় রয়েছে বলে জানিয়েছেন

ঢাকা জেলার অতিরিক্তপুলিশ সুপার শ্যামল কুমার

মুখার্জি। বহু মানুষ ভবনের

ভেতরে আটকা পড়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ

থেকে জানানো হয়েছে, তারা সকাল নয়টা সাত

মিনিটে ভবন ধসে পড়ার খবর শুনেছে। উদ্ধার

কাজে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গেছে।–

আর সহ্য হয় না :'( এত রক্ত :'( এত লাশ :'( এত বীভৎসতা :'(

এই কি আমাদের স্বাধীনতা ? এই স্বাধীনতার স্বাদ পেতেই কি ৩০ লাখের শহীদ হওয়া ? লাখ লাখ মা বোনের অশ্রু সজল আর্তনাদ ? অসহ্য যাতনা নিয়ে অপেক্ষা করা ?

কি বলব ? কাকে বলব ? কি লাভ !

আমি বললেই কি বন্ধ হয়ে যাবে এই হত্যা হত্যা খেলা ! ধবংস্তুপে পরিণত করা !

আমরা বললেই কি বন্ধ হয়ে যাবে ছাত্র নেতাদের বহুতল ভবনের মালিক হয়ে উঠা ?

আশ্বাস ! তদন্ত !! ক্ষতিপূরণ !!!

আর কত ?

আইন আদালত ? কার জন্য ? কি দেয় সে ? কাকে দিচ্ছে ?

আজও কি ক্ষতিপূরণ পেয়েছে তাজরিন ফ্যাশনে নিহতের স্বজনেরা ? গ্রেফতার হয়েছে মালিক পক্ষের কেউ ?

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কি হাল ?

আর ভালো লাগে না । আর সহ্য করা যায় না ।

দরকার শক্ত প্রতিরোধ ।।

সাভার ভবন ধ্বসে নিহতদের জন্য দোয়া করছি ; সমবেদনা জানাচ্ছি আহত ও নিহতদের স্বজনদের প্রতি । অশ্রু সজল মিনতি আর নয় হত্যার মিছিল ; আর নয় গণহত্যা ; ঘুরে দাঁড়াও বাংলাদেশ !!!

প্রধানমন্ত্রী কি শুনছেন আমাদের কথা ? বন্ধ করুণ সুন্দর বন নিয়ে রঙ্গতামাশা ।।

সাভারে ভবন ধসে পড়ল? কি কারন?

হতে পারে নির্মান ক্রটি ছিল।

হতে পারে সঠিকভাবে প্লান পাশ করা হয়নি।

হতে পারে রড সিমেন্টে দুই নম্বরি জিনিস দেয়া হয়েছিল। ইত্যাদি ইত্যাদি ...

কে এসব তত্বাবধান করবে? সরকার? তার আর সময় কই? সেতো ব্যস্ত তার ক্ষমতা টেকসই করা নিয়ে !

কই, কোরিয়ায়তো ৪ বছর থাকলাম। এরকম একটা ভবন ধ্বসের খবরতো শুনলাম না !

......................................

আজ সাভারে ভবন ধসে পড়ল।

কাল ফ্লাইওভার ভেঙ্গে পড়বে।

পরশু গার্মেন্টসের ভিতর আটকা পড়ে শত শত মানুষ অগ্নিদগ্ধ হবে।

তরশু লঞ্চ ডুবিতে শতাধিক মানুষের প্রানহানি হবে।

ইত্যাদি ইত্যাদি ইত্যাদি...

তারপর সপ্তাহ খানেক পর আমরা সব ভুলে যাব। কোন বিচার হবে না। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোন একশান হবে না। একটা তদন্ত কমিটি হয়তো হবে ! ব্যাস ফিনিশ। এটাই আমার দেশ। এটাই বাংলাদেশ।

তবে হ্যাঁ, আমারদের মনে রাখার মতো একটাই ব্যাপার আছে। আমাদের দেশের শুধু একটাই সমস্যা আছে। পুরা রাষ্ট্র যন্ত্রের শুধু একদিকেই দৃষ্টি আছে। মিডিয়া টকশো নতুন প্রজন্মের একটাই লক্ষ্য। বলুন তো সেটা কি?

ভবন ধ্বস, ফ্লাইওভার ভেঙ্গে যাওয়া, লঞ্চ ডুবি এগুলো গৌন ব্যাপার। পরে সমাধান করা যাবে। আগে জাতির কলঙ্ক মোচনে কনসানট্রেট করেন !!!

এখন বাংলা পরীক্ষার সময়। গণিত রসায়ন নিয়ে পড়ে ভাবা যাবে।

প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে মাঠে নেমে পড়ুন। জলদি...

পিলখানা = ৭৪

নীমতলী = ১২৪

মিরসরাই = ৪৮

তাজরীন ফ্যাশন = ১৫৮

চিটাগাং ফ্লাইওভার = ২৫

সাভার রানা প্লাজা = ৮০+...

আর কতো ট্রাজেডি দেখতে হবে আমাদের? আমি আর কিছু বুঝতে চাই না, শুধু এইসবের বিচার চাই...

আল্লাহ, মজলুমের ফরিয়াদ শুনো!! ওইসব দু-মুখো সাপ গুলোর বিচার করো আল্লাহ...

প্রতি মুহুর্তে হৃদয়টা কেঁদে উঠছে

এতগুলো মানুষের মৃত্যু মেনে নেয়া যায়না।

এর জন্য যারা দায়ী মন থেকে ঘৃনা তাদের জন্য

জানি শেষমেষ কিছুই হবেনা।

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File