যে প্রশ্ন জাতির মাঝে ঘুরপাক খাচ্ছে ।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৩ এপ্রিল, ২০১৩, ০৯:৫৬:৪৩ সকাল
-> হা স না ত মিয়া এত্ত খ্রারাপ ; এত খারাপ ; এত্ত এত খ্রারাপ যে, শ্রী জা ফা র ই ক বা ল সাহেব তার বাংলা একাডেমী পদক ফেরত দিয়ে ফেলতে চাচ্ছেন
তা দাদা কে প্রথম পদক পেয়েছিল ? নাকি খ্রারাপের মান উত্তীর্ণ হয়েই এ পদক পাওয়া যায় ?
-> "টিভি ক্যামেরার সামনের সেই মেয়েটি" এত্ত এত খারাপ অশ্লীল আর কুরুচিপূর্ণ যে "উন্মাদিনী কাল" ও তার লেখিকা অ দি দি ফাল্গুনী আলোচনারই বাইরে থেকে যায়
ইহা কি নারীর প্রতি উদারতা, নাকি করুণা ? নাকি নারী কর্তৃক নারী/পুরুষ অবমাননা বৈধ ?
-> (রঙ্গ)মঞ্চ নেতাদের এন্টেনা এতটাই স্ট্রং যে ৮ দিন পার হয়ে গেলেও কোন প্রতিক্রিয়া নেই
তবে কি সেঞ্চুরিয়ান মানিকের পরিচয় পাওয়া তাদের জন্য নেতৃত্বের স্বীকৃতির পালক হিসাবে বিবেচ্য হচ্ছে ।
-> নারী নেত্রীরা এতটাই অধিকার সচেতন ___ কর্তৃক আদিষ্ট না হলে তাদের জবান বন্ধ খোলে না !
-> সীমা কি একজন স্লোগান কন্যা লাকি ? নাকি পরবর্তীতে যারা মাইক হাতে ক্যামেরায় দৃশ্যমান হয়েছে সবাই একই প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রনেতা/জমির চাচাদের জয় করেই এসেছে সে প্রশ্ন জাতির মাঝে ঘুরপাক খাচ্ছে । হয়ত উত্তর সহই !
-> অধ্যাপক মশাই এতটাই জ্ঞানীগুণী, বোধ ও সাহস এবং শক্তি সম্পন্ন যে তিনি শক্তিমান পুলিশকে বাদী করেছেন ; করেছেন লেখক মশাইকে ; রেখেছেন সচিব পর্যায়ের কাউকে ; কিন্তু মাগার যে পত্রিকা প্র থ ম আ লু সেটা ছাপল তার সম্পাদক কিংবা সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করলেন না
কেন দাদা এত সা হ স কেন ? কোথায় টান পরে ? এখনো তো লাখ লাখ প্রিন্টেড কপি লোকদের ঘরে ঘরে । একটা ক্ষমা প্রার্থনা কি সব দ্বায় মুছে দেয় ?
-> প্রেম(লোভ) এমনই কাঁঠালের আঠা যে তিনি ব্যক্তি হা স না ত কে উদ্দেশ্য করে অনেক কিছুই বলতে পারেন ; কিন্তু পৃষ্ঠপোষক প্র থ ম আলুকে কিছু বলতে সাহস করেন না
করবেন কিভাবে ? যাদের কৃপায় আজ তিনি ............ নতুন করে ফিল্ড ক্রিয়েট করতে কি তিনি পারবেন ? এখন তো তিনি যেখানে লিখবেন সেটাই সিল খেয়ে যায় ।
-> আমাদের আদালতের ঘ্রান শক্তি এতটাই প্রবল আর দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে ক্ষুদ্র থেকে বৃহৎ(সংসদ পর্যন্ত) কোন কিছুই বাদ যায় না । কিন্তু তাদেরই নাকের ডগায় শা হ আ বে গী তরুণ/তরুণী বৃদ্ধরা বিচার বিভাগের স্বাধীনতাকে অস্বীকার করে মাসাধিকাল ধরে আদালত অবমাননা কর বক্তব্য বিবৃতি দেয়ার পরও তাদের এন্টেনায় কিছু ধরা পরে না । অদ্ভুতুরে আজব !
দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দু পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু ।।
[উল্লেখ্য যে ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক হলেও শিশির কিন্তু রবীন্দ্রনাথের প্রিয় চরিত্র ; তাই বিএনপিকে অবজ্ঞা করে শিশির দর্শন থেকে বিরত থাকা কিন্তু প্রগতিশীলতা হতে পারে না ]
বিষয়: বিবিধ
১৫২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন