মানুষে মানুষে বিশ্বাস
লিখেছেন লিখেছেন পল্লবগ্রহিতা ০৯ মার্চ, ২০১৩, ০১:০৪:২৭ দুপুর
বিশ্বাস এমন এক বিষয় যেটার অনুস্পস্থিতে সম্পর্কের মূল বিষয়টাই অনুস্পস্থিত থাকে।
তাই বিশ্বাসহীন সম্পর্ক হয় ঠুনকো। তবে বিশ্বাস হবে যুক্তিনির্ভর। কারণ অহেতুক অবিশ্বাস যেমন দিনের পর দিন গড়ে তোলা সম্পর্ককে ধুলিস্মাৎ করতে পারে, তেমনি অন্ধ বিশ্বাস বিশ্বাসের মানুষকে নিয়ে যেতে পারে ধারনার অনেক বাইরে, যা সাধারণত আশা করা যায় না। পৃথিবীতে সম্পর্কের নানামাত্রা বিদ্যমান। স্বামী-স্ত্রী, বন্ধুতে বন্ধুতে, ভাইয়ে-ভাইয়ে, উধ্বর্তণ-অধস্তন, শিক্ষক-ছাত্রে।পরিস্থিতির আর্বতে যেমন এ সম্পর্কের মাত্রা অতিক্রম করা যেমন ঠিক না,তেমনি সময়ের আর্বতে এ সম্পর্ককে একেবারে অহেতুক ভেবে ছুড়ে ফেলা দেয়া উচিত নয়।
কথা প্রসঙ্গে আরো স্পষ্ট করে বলা যায়,
বিশ্বাসের যে ভারসাম্য কোন ব্যাক্তিদ্বয় বা গোষ্ঠীর মধ্যে স্থাপিত হয় তাতে যদি উভয় পক্ষের ঐক্যমত্য না থাকে তাহলে পরিস্থিতির বিভিন্ন সময়ে অনেক অপমান বা লজ্জার কারণ হতে পারে। ধরুণ আপনার বিশ্বাসের একজন মানুষকে ভালোর জন্য কোন অধিকারমূলক পদক্ষেপ আপনি নিলেন, আপনার বিশ্বাস এতে সে খুশিই হবে, কিন্তু তা মুহূর্তেই হিতে-বিপরীত হতে পারে যদি বিশ্বাসের ক্ষেত্রে আপনার সমতা না থাকে।
প্রসঙ্গত এবারে জিজ্ঞাসা আসে, সমতা মাপার যন্ত্র কী? সমতা মাপার যন্ত্র বা পদ্ধতি যাই হোক আপনাকে সর্বদা আপনার ব্যাক্তিত্ব বজায় রাখতে পারে প্রতি মুহূর্তে আপনার সতর্ক পদক্ষেপ। তাই আমি বিনয়ের সাথে বলতে চাই, পৃথিবীর সবাই একা এবং অধিকারের সাথে অনধিকারের যতটুকু দাবি তা ভুলে যাওয়া বা কমপক্ষে এড়িয়ে চলাই বুদ্ধিমত্তা।
তবে সবসময়, সবক্ষেত্রে এ ধারণা সমানভাবে কাজ করবে তা জোড় দিয়ে বলার সাহস আমার নেই।
তাই সবশেষে আমি বলব, আত্নবিশ্বাস রাখুন।আর যাদের বিশ্বাস ঠুনকো, দেখবেন তারাই অনেক বিশ্বাস বলে মনে হবে বিভিন্ন সময়ে আপনার কাছে। তাই সতর্কও থাকুন। কারণ মান-সম্মান, ব্যাক্তিত্ব এর সবই সবার গুরুত্বপূর্ণ সম্পদ।
বিষয়: সাহিত্য
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন