চেহারাটাই দোষ মনে হয়, না হলে এমন হবে কেন.....
লিখেছেন লিখেছেন পল্লবগ্রহিতা ৩০ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৯:০১ বিকাল
: ভাই কি খুজছেন?
আমি: ভাই ফ্লেক্সিলোড করবো, তা তো দেখছি দোকানগুলো বন্ধ।[কারণ দুপুর ২টা ছিল, সম্ভবত তারা খেতে গিয়েছিল]
: ভাই একটা টিকেট নেন, একটু আনন্দ করেন।
আমি: কোথায় ভাই?
: ভাই নতুন কিছু মেয়ে আসছিল, ভালই। তাই বলছিলাম।
আমি: কোথায়? হোটেল তাজ?[কারণ এই নামের ঐ এলাকায় একটা হোটেল আছে এটা জানি]
: না ভাই হোটেল ব্লু বার
আমি: স্যরি ভাই, গুলশান যেতে হবে। ৫-৬দিন যাবৎ সেভ না করা তথাপি আবার রোগাটে চেহারার কারণেই কি আমাকে ওদের খদ্দের বলে মনে হল???
একটু কষ্টই লাগলো। তার থেকে কষ্ট লাগলো এত সহজেই পতিতা ব্যবসা চলছে আমাদের দেশে।
কিন্তু পরক্ষণেই হাসিলো এ মন, যে দেশে সরকারিভাবে পতিতা বানানোর উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে এ ব্যবসায়ীদের আর রুখবে কে।
বিষয়: বিবিধ
১৯৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স হমত।
মন্তব্য করতে লগইন করুন