মাসিক আদর্শ নারীর ভাওতাবাজী

লিখেছেন লিখেছেন আন্ডাবাচ্চা ২৯ মার্চ, ২০১৩, ০৫:১৫:৩০ বিকাল

ছোটবেলা থেকেই ৫ তারিখের দিকে হকারের পানে চেয়ে থাকতাম ।দুটি মাসিক পত্রিকার জন্য ।একটি কিশোরকন্ঠ আরেকটা আদর্শ নারী ।

দুটি পত্রিকাই খুব ভালো লাগতো ।মাঝে মাঝে মাসিক মদীনাও পড়তাম ।ছোটদের জন্য কিছু না থাকায় এটা অতটা পছন্দ ছিল না ।

এভাবেই যাচ্ছিল দিনকাল ।হঠাত্‍ ২০১১ সালের সেপ্টেমবর মাসের আদর্শ নারীর সুওয়াল জাওয়াব পড়ে খুব আশ্চর্য হলাম ।সালাউদ্দীন নামে এক ভাই জামায়াতে ইসলামী ও এর অংগসংগঠন সম্পর্কে প্রশ্ন করেছে যে এই দল করা যাবে কি যাবেনা ।

ওখানে উত্তর দিয়েছে মওদূদীর অনেক মতাদর্শ আকীদা বিশ্বাস ও চিন্তা চেতনা কুরআন হাদীসের পরিপন্থি ।যেহেতু ওই দলগুলো তার মতাদর্শের অনুসরন করে এজন্য ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের হক্কানী উলামারা এসব দলের সদস্য হওয়ার অনুমতি দেন না ।তাদের মতে এসব দল সহীহ ইসলামী দল নয় ।

রেফারেন্স হিসাবে তারা উল্লেখ করেছে আহসানুল ফাতাওয়া ,১:২৭৯

উত্তর টা পড়ে খুব কষ্ট পেলাম ।তবে ফাতাওয়া লেখক বা উত্তর লেখকে ঘৃনাও করলাম না বা মুনাফিকও বল্লাম না ।

আমি কোন দলের বিরোধীতা করি না ।সবাইকে সম্মান করি ।তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে পূর্নাঙ্গ ইসলামী দল একটাও নেই । কিছু কিছু দল নিজেদের পূর্নাঙ্গ ইসলামী দল দাবি করে ।আমি তাদেরকে মনে করে সবচেয়ে বড় ভ্রান্ত ।

আসুন দেখি আদর্শ নারীর ফাতওয়া ও বাস্তবতার মিলঃ

জামায়াতে ইসলামী নিজেদের দলকে কখনোই বলেনা বা দাবি করেনা একমাত্র ইসলামী দল হিসাবে।দেখুন

[কেবল আমাদের জামায়াতই সত্য পন্থী এবং আমাদের জামায়াতের বহির্ভূত লোকেরা সবাই বাতিল পন্থি এরূপ দাবী আমরা কোনদিন করিনি আর সুস্থমস্তিষ্ক থাকা পযন্ত কোন দিনই তা করবো না । সত্যের সাক্ষ্যঃ২৮]

আদর্শ নারীর ফাতওয়াতে উল্লেখ করেছে বিশ্বের হক্কানী উলামারা এসব দলকে সাপোর্ট করেনা ।

এটার বিষয়ে বক্তব্যঃ বিশ্বের অখ্যাত কিছু উলামা জামায়াতকে নয় মওদূদীকে সাপোর্ট করেনা সত্য ।তবে বিখ্যাত উলামাদের বেশির ভাগই জামায়াতকে সাপোর্ট করে । আদর্শ নারির উল্লেখিত হক্কানী উলামাদের মধ্যে একটার নামও উল্লেখ করা হয় নি ।কারন বিখ্যাত লোক ছাড়া অন্যদের রেফারেন্স দিলে মামলায় জয়ী হওয়ার সম্ভাবনা কম তাই নাম উল্লেখ করেনি ।

বাস্তবতাঃ জামায়াত করাকে যেহেতু হক্কানী ওলামারা সাপোর্ট করেনা সেহেতু তারা কমজোড় মুসলিম ।

কিন্তু এই কমজোড় মুসলিমরা কিভাবে আন্তর্জাতিক স্বীকৃত ইসলামী চিন্তাবিদ হতে পারলো ?(গোলাম আযম)

এই কমজোড় মুসলিমদের নেতা কিভাবে আন্তজার্তিক ৪৩ তম স্কলার হতে পারলো ?(নিজামী)

এই কমজোড় মুসলিমদের নেতা কিভাবে সর্বজন স্বীকৃত তাফসীর কারক হতে পারলো ? কিভাবে মক্কার সম্মানীত ঈমামের পাশে দাড়াতে পারলো ?-ছবি চাইলে আমার প্রোফাইলে দেখুন- লক্ষ লক্ষ জনতার ঢল নামাতে পারলো ? কারযাবী সহ বিশ্বের বিখ্যাত আলেমগনের সমর্থন পেল ?(আল্লামা সাঈদী)

এত কিছু প্রমান দিলাম তবুও মেনে নিলাম জামায়াত ভালো না ।

উত্তর পাশে কোন দলটা করা যাবে এটা লিখে দিলে বিতর্কটা কিছুটা কমত ।কিন্তু আদর্শ নারী এটা করেনী ।

কোন দল করা যাবে এব্যপারে আরেকটা প্রশ্নের উত্তর লিখা আছে যে হক্কানী আলেমদের সাথে যোগাযোগ করে তারা যেটা করতে বলেন সেটা করতে ।

এখানে হক্কানী শব্দটি না উল্লেখ করে আদর্শ নারী পরিবারের আলেমদের কথা উল্লেখ করলেই ভালো হতো। কারন আমপাবলিক হক্কানী বুঝে না ।আব্দুর রহমান আল সুদাইশির পাশে সাঈদীকে দাড়াতে দেখে তাকে এবং তার দলকে হক্কানী ভাবত ।যেহেতু আদর্শ নারী অখ্যাত এক ফতোয়ার উদ্ধীতি দিয়ে দল হিসাবে জামায়াতের ইসলামীত্ব চ্যালেন্জ করেছে একারনে সেই দল যারা করে তারা হক্কানী নয় ।৮০ পার্সেন্ট আলেম সমাজের একটা দল যখন হক্কানী হয় না তাহলে কোন দলের আলেমেরা হক্কানী সেই কথাটা উল্লেখ না করে আদর্শ নারী এখানে ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন ।

একটা কথা হল কি কোন ব্যাক্তি একটা দল প্রতিষ্ঠিত করলেই সে সর্বসেবা হয় না ।আর জামায়াত পরিচালিত কুরআন হাদিস দাড়া ।(যদিও পূর্নাঙ্গ ইসলামী নয় -নিজস্ব অভিমত) যে কারনে ঢালাও ভাবে জামায়াতকে ইসলামী দল নয় বলা কোন মুসলিমের কাজ হতে পারে না ।

অনেক বললাম ।আসুন দেখি এই পত্রিকা কে কে চালায়

প্রতিষ্ঠাতা ও সম্পাদক

মুফতী আবুল হাসান শামসাবাদী ।

সহ সম্পাদক

আলেমা সাবিরা মাহবুবা

মাহজূবা মাহজাবীন

পৃষ্ঠপোষক

আবদুল মালেক

শাহাবুদ্দিন মুন্সি

আমি যতদূর জানি আবুল হাসান শামসা বাদী তাবলীগ ও চরমনাইকে সাপোর্ট করে ।

লেখকঃআবু মুসা

জামায়াত শিবিরের প্রত্যেকটি ভাইকে শেয়ার করার অনুরোধ করছি ।

বিষয়: বিবিধ

১১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File