মাহমুদুর রহমানের জন্য চুপ কেন সবাই ?
লিখেছেন লিখেছেন আন্ডাবাচ্চা ১৯ এপ্রিল, ২০১৩, ০৯:১২:৩৩ সকাল
প্রতিবাদ চাইনা প্রতিরোধ চাই
কাদতে চাইনা কাদাতে চাই
জ্বলতে চাইনা জ্বালাতে চাই
মরতে চাইনা মারতে চাই
রক্ত দিতে চাইনা নিতে চাই
একের পর এক জাতির সূর্যসন্তান আটকে পড়ছে জেলখানায় ।হচ্ছে নির্যাতীত ।সাঈদী থেকে শুরু করে মাহমুদুর রহমান ।কেউ নিস্তার পাচ্ছে না ।
অথচ ১৮দলীয় জোট কুনোব্যাঙ ।হেফাজতের তর্জন গর্জন থমকে গেছে । কই সবার সম্মিলিত কঠোর কর্মসূচির মাধ্যমে তো মাহমুদুর রহমানকে মুক্ত করতে পারে । কেন করছেনা ?
回 মাহমুদুর রহমান বিএনপির কোন নেতা নয় বলে ?
মাহমুদুর রহমান
回 জামায়াতের কোন নেতা নয় বলে ?
মাহমুদুর রহমান
回 হেফাজতের কোন নেতা নয় বলে ?
হেফাজতের চুপ থাকা বড্ড অসহ্য লেগেছে ।হেফাজতের কঠোর কর্মসূচি চাই এবং শীগ্রই ।কারন মাহমুদ স্যারকে বাঁচাতেই হবে ।তার কলমের কালি দিয়ে যত ইমান জাগ্রত করেছে যেটা লক্ষ মিছিলেও সম্ভব নয় ।স্যারকে বাঁচাতে প্রয়োজনে যুদ্ধ ঘোষনা করুন ।সাপোর্ট দিবে জনগন ।
বুঝতে হবে পর্যাপ্ত তরুন সমাজ ইসলামে আকৃষ্ট ।কিন্তু তাদের মস্তিষ্ক চাঙ্গা রাখতে কলম সৈনিক প্রয়োজন ।স্যার সেরকমই একজন কলম সৈনিক ।
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন