রাবেয়া বসরী’র কবিতা
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ১৬ মার্চ, ২০১৩, ০৩:০৫:০৯ দুপুর
বোনেরা, প্রেমাস্পদের সান্নিধ্যই আরামদায়ক বিশ্রাম
আমার প্রিয়তম সর্বক্ষণ আমার সামনে উপস্থিত
প্রেম ছাড়া তার কাছে আমার আর কোন যাচনা নেই
পৃথিবীতে আমাকে তার প্রেমের পরীক্ষা দিতে হচ্ছে।
আমি যেখানে যাই তার সৌন্দর্য অবলোকন করি
সে-ই আমার প্রর্থনার হুজরা খানা এবং কেবলা
নিজেকে নিঃশেষ করেও তার সন্তুষ্টি অর্জিত হয়নি
মানুষের মধ্যে আমি চরম হতভাগ্য বিপদগ্রস্থ মানুষ।
হে মনের রোগের ডাক্তার, হে আমার সকল আকাঙ্খা
মিলন কবুল করো, আমার রোগমুক্তির এটাই ঔষধ
প্রিয়তম, তুমিই আমার সকল আনন্দ এবং আমার জীবন
তুমিই আমার অস্তিত্ব এবং সকল উল্লাস ও হর্ষধ্বনি।
সৃষ্টির সব কিছু থেকে আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি
তুমিই আমার লক্ষ্য এবং তোমার মিলনই আমার আরাধ্য।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন