মুহাম্মাদ কুতুবঃ মুসলিম উম্মাহর এক অনালোচিত অভিভাবক
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ০৬ এপ্রিল, ২০১৪, ০৩:০৪:২৮ দুপুর
মুহাম্মাদ কুতুবকে নিয়ে প্রিয় ভাই ড. সালাম আজাদীর সুন্দর লেখার জন্যে অনেক ধন্যবাদ। লেখাটা গতকালই দেখেছি। খুব ব্যস্ত ছিলাম। তাই কিছু বলতে পারিনি। তাঁর লেখাটা সংক্ষিপ্ত হলেও সাইয়েদ কুতুব এবং মুহাম্মাদ কুতুবের মধ্যে পার্থক্যটা ফুটিয়ে তুলতে পেরেছেন। আমি এ বিষয়টার দিকেই দৃষ্টি আকর্ষণ করতে চাই।
মুহাম্মদ কুতুব ছিলেন মুসলিম উম্মাহর এক কম আলোচিত অভিভাবক। মিডিয়ায় তাঁর কথা তেমন আসে না। তিনি যেহেতু রাজনৈতিক বা সামাজিক ভাবে নেতৃত্বের কোন আসনে নেই তাই সাধারণ মানুষ তাঁর নাম জানে না।
মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রয়োজন আমাদের মন-মগজকে এমন ভাবে মোহগ্রস্থ করে রেখেছে যে মুহাম্মদ কুতুব এবং এ রকম যে সকল মনীষী রাজনৈতিক শ্লোগান-মিছিলের বাইরে থেকে মুসলিম কমিউনিটির চিন্তার বিকাশ এবং মনের তালা-খোলার কাজে ব্যস্ত রয়েছেন তাদের দিকে দৃষ্টি দেয়ার সময় আমরা পাই না। মনুষকে টানেল-ভিশন থেকে মুক্তি দিয়ে বিকাশের রাজপথে টেনে আনার কাজটা কঠিন এবং সে যোগ্যতা-দক্ষতা খুব কম মানুষেরই থাকে।
আমার মতে মুহাম্মদ কুতুব এমন বড় মাপের পন্ডিত ছিলেন যে তা বুঝতে হলে আমাদের, মানে মুসলিম-বিশ্বের মানসিক বয়স আরো বাড়তে হবে। দোয়া করি আল্লাহ তার সকল খেদমত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দিন।
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
====================
ভাই, উনি কি শেষ পর্যন্ত ইখওয়ানে ছিলেন?
মন্তব্য করতে লগইন করুন