নাস্তিক কে?
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ১৯ এপ্রিল, ২০১৩, ০৩:৫৯:৪৫ রাত
একজন আমার কাছে ফেইস বুকের একটি পেইজ পাঠিয়েছেন। সেখানে বিলাতের ‘টপ টেন নাস্তিক‘ শিরোনামে ছবিসহ দশটি নাম দেয়া হয়েছে। এ দশ জনের মধ্যে একজন আমার সাথে হজ্জ করেছেন। আমি জানি, তিনি নামাজ-রোজা করেন। ওপর একজন নামাজ-রোজা করেন। গত বছর হজ্জ করেছেন। বাকি আটজনকে আমি চিনি না। তাদের ধর্মমত সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। তবে নাম দেখে মনে হয়েছে তাদের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী এবং বাকিরা মুসলমান। কমপক্ষে এ দুজনের ব্যাপারে আমি সাক্ষী দিচ্ছি তারা মুসলমান, নাস্তিক নয়।আমার প্রশ্ন, ওরা কারা যারা মুসলমানদের নাস্তিক বানানোর জঘন্য-মিশনে নেমেছে? নবীর কাজ ছিল নাস্তিক এবং অমুসলমানদের মুসলমান বানানো, মুসলমানকে কাফের বানানো নয়।
প্রাসঙ্গিক ভাবে আরেকটি কথা এখানে বলতে চাই। নাস্তিক বলতে আমরা এমন লোককে বুঝি যে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না। আল্রাহ মানুষকে এ ক্ষমতা দিয়েছেন যে সে চাইলে স্রষ্টাকে অস্বীকার করতে পারে। আল্রাহ ইচ্ছে করলে পৃথিবীর সকল মানুষকে ঈমানদার বানিয়ে ফেলতে পারতেন। কিন্তু আল্রাহ তা করেননি।তিনি ব্যাপারটা মানুষের ইচ্ছা-শক্তি ও বিবেকের উপর ছেড়ে দিয়েছেন।পরকালে শাস্তি বা পুরস্কার এর ভিত্তিতে হবে। জোর করে কাউকে আস্তিক বা মুসলমান বানানোর বিধান ইসলামে নেই। তাই যারা নাস্তিকের ফাঁসি চাই বলছেন তারা সঠিক কাজ করছেন না। এ দেশে আমার সহকর্মী এবং বন্ধুদের মধ্যে নাস্তিক বা স্রষ্টার অস্তিত্বে অবিশ্বাসী মানুষ আছেন। মুসলমান ও ইমিগ্র্যান্টদের ব্যাপারে তারা সহনশীল এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তারা সহনশীল নাস্তিক। তারা উগ্র নাস্তিক নয়। তাদের সাথে সদ্ভাব রাখা ইসলামের দাবি।
বিষয়: বিবিধ
১৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন